ETV Bharat / city

বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়; গান বাঁধলেন কবীর সুমন - CM Mamata

করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বেঁধেছিলেন কবীর সুমন৷ তিনি আবার মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার এই গানটি রেকর্ড করবেন কবীর সুমন ।

‘বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়’, গান বাঁধলেন কবীর সুমন
‘বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়’, গান বাঁধলেন কবীর সুমন
author img

By

Published : Mar 3, 2021, 8:40 PM IST

কলকাতা, 3 মার্চ : ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন ৷ 'গানওয়ালা'-র কথায়, এই গানটি তিনি বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁধেছেন ৷ এর আগে গত বছরের এপ্রিলে তিনি করোনা পরিস্থিতিতে গান বেঁধেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে ৷ এবার গান তৈরি করলেন নির্বাচনের আবহে ৷

প্রসঙ্গত, 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চ থেকে কবীর সুমন ঘোষণা করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি নয় রাগ রচনা করেছেন । ওই রাগের নাম দিয়েছেন 'রাগ মমতা' । এবার আরও একধাপ এগিয়ে তিনি গান লিখলেন বাংলার বর্তমান প্রেক্ষাপট ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ।

ইতিমধ্যেই ওই গানে সুর দান করা হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার এই গানটি রেকর্ড করবেন কবীর সুমন । তিনি বলেন, ‘‘বাংলা ও মমতার জন্য আমার গান । সুর করে নিয়েছি । রেকর্ড করার কথা আসছে শনিবার । অ্যারেঞ্জমেন্ট আমার । গাইবেন নবীনরা - সঙ্গে এই বুড়ো ।’’ কবীর সুমনের লেখা গানে রয়েছে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা । তার পাশাপাশি তিনি লিখেছেন, 'বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চাই বাংলার মেয়ে, সহানুভূতি ক্ষমতায়'। অর্থাৎ এই গানের মাধ্যমে বাংলার মসনদে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখার আকাঙ্ক্ষার কথা রাজ্যবাসীকে জানিয়েছেন এই নাগরিক কবিয়াল ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

উল্লেখ্য, পেশায় গীতিকার, সুরকার এবং গায়ক সুমন রাজ্যে জমি আন্দোলনের সময় সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন । সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে সরাসরি আন্দোলনকারীর ভূমিকায় নেমেছিলেন তিনি । তখনই তাঁর পরিচয় তৎকালীন বিরোধী নেত্রী মমতার সঙ্গে । অচিরেই দু’জনে সিপিএমকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জোট বাঁধেন । তার পর 2009 সালে সুমন সরাসরি যোগ দেন তৃণমূলে । যাদবপুর কেন্দ্র থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷

তার পর বিভিন্ন ইস্যুতে তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় ৷ দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিতর্কেও জড়ান তিনি । তখন দলের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয় । 2014 সালে আর তিনি ভোটে লড়েননি ৷ তবে শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব মিটমাটও হয়ে যায় । কিন্তু সক্রিয় রাজনীতি থেকে নিজেকে খানিকটা গুটিয়েই নিয়েছিলেন কবীর সুমন । তিনি মূলত ব্যস্ত বাংলা খেয়াল নিয়ে ।

আরও পড়ুন : "তুমি রয়েছ মানুষের পাশে রাস্তায়",মমতাকে নিয়ে গান বাঁধলেন সুমন

তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে আবার তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব কমে । গত কয়েক বছর থেকেই সুমন আবার মমতার পাশে সক্রিয় ভাবে রয়েছেন । ইদানীং তাঁর সেই ‘সক্রিয়তা’ আরও বেড়েছে । তারই উদাহরণ সুমনের সাম্প্রতিকতম গানটি । এখন দেখার এই গানটি প্রকাশ্যে আসার পর, তা জনমানসে কতটা গ্রহণযোগ্য হয় ।

কলকাতা, 3 মার্চ : ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন ৷ 'গানওয়ালা'-র কথায়, এই গানটি তিনি বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেঁধেছেন ৷ এর আগে গত বছরের এপ্রিলে তিনি করোনা পরিস্থিতিতে গান বেঁধেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে ৷ এবার গান তৈরি করলেন নির্বাচনের আবহে ৷

প্রসঙ্গত, 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চ থেকে কবীর সুমন ঘোষণা করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি নয় রাগ রচনা করেছেন । ওই রাগের নাম দিয়েছেন 'রাগ মমতা' । এবার আরও একধাপ এগিয়ে তিনি গান লিখলেন বাংলার বর্তমান প্রেক্ষাপট ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ।

ইতিমধ্যেই ওই গানে সুর দান করা হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার এই গানটি রেকর্ড করবেন কবীর সুমন । তিনি বলেন, ‘‘বাংলা ও মমতার জন্য আমার গান । সুর করে নিয়েছি । রেকর্ড করার কথা আসছে শনিবার । অ্যারেঞ্জমেন্ট আমার । গাইবেন নবীনরা - সঙ্গে এই বুড়ো ।’’ কবীর সুমনের লেখা গানে রয়েছে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা । তার পাশাপাশি তিনি লিখেছেন, 'বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চাই বাংলার মেয়ে, সহানুভূতি ক্ষমতায়'। অর্থাৎ এই গানের মাধ্যমে বাংলার মসনদে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখার আকাঙ্ক্ষার কথা রাজ্যবাসীকে জানিয়েছেন এই নাগরিক কবিয়াল ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

উল্লেখ্য, পেশায় গীতিকার, সুরকার এবং গায়ক সুমন রাজ্যে জমি আন্দোলনের সময় সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন । সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে সরাসরি আন্দোলনকারীর ভূমিকায় নেমেছিলেন তিনি । তখনই তাঁর পরিচয় তৎকালীন বিরোধী নেত্রী মমতার সঙ্গে । অচিরেই দু’জনে সিপিএমকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জোট বাঁধেন । তার পর 2009 সালে সুমন সরাসরি যোগ দেন তৃণমূলে । যাদবপুর কেন্দ্র থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন ৷

তার পর বিভিন্ন ইস্যুতে তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় ৷ দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিতর্কেও জড়ান তিনি । তখন দলের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয় । 2014 সালে আর তিনি ভোটে লড়েননি ৷ তবে শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব মিটমাটও হয়ে যায় । কিন্তু সক্রিয় রাজনীতি থেকে নিজেকে খানিকটা গুটিয়েই নিয়েছিলেন কবীর সুমন । তিনি মূলত ব্যস্ত বাংলা খেয়াল নিয়ে ।

আরও পড়ুন : "তুমি রয়েছ মানুষের পাশে রাস্তায়",মমতাকে নিয়ে গান বাঁধলেন সুমন

তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে আবার তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব কমে । গত কয়েক বছর থেকেই সুমন আবার মমতার পাশে সক্রিয় ভাবে রয়েছেন । ইদানীং তাঁর সেই ‘সক্রিয়তা’ আরও বেড়েছে । তারই উদাহরণ সুমনের সাম্প্রতিকতম গানটি । এখন দেখার এই গানটি প্রকাশ্যে আসার পর, তা জনমানসে কতটা গ্রহণযোগ্য হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.