ETV Bharat / city

কীসের ভরসায় মমতাকে ‘শূন্য’ করার ডাক দিলেন আব্বাস সিদ্দিকী

আব্বাস সিদ্দিকি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দিলেন ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শূন্যে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়লেন ৷ যে ধরনের কড়া চ্যালেঞ্জ আজ বাম বা কংগ্রেসের কোনও নেতাকে ছুঁড়তে দেখা গেল না ৷ প্রশ্ন উঠছে যে কীসের ভিত্তিতে এই হুঁশিয়ারি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি ৷

কীসের ভরসায় মমতাকে ‘শূন্য’ করার ডাক দিলেন আব্বাস সিদ্দিকি
কীসের ভরসায় মমতাকে ‘শূন্য’ করার ডাক দিলেন আব্বাস সিদ্দিকি
author img

By

Published : Feb 28, 2021, 8:48 PM IST

Updated : Feb 28, 2021, 9:55 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : যাঁকে ঘিরে রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আন্দোলিত হয়, সেই আব্বাস সিদ্দিকি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দিলেন ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শূন্যে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়লেন ৷ যে ধরনের কড়া চ্যালেঞ্জ আজ বাম বা কংগ্রেসের কোনও নেতাকে ছুঁড়তে দেখা গেল না ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে কীসের ভিত্তিতে এই হুঁশিয়ারি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি ৷

প্রসঙ্গত, যে কোনও সমাবেশের মঞ্চ থেকেই নেতারা বিরোধীদের উৎখাতের ডাক দেন ৷ সেটা সম্ভব হোক বা অসম্ভব ৷ প্রাথমিক লক্ষ্য থাকে সামনে উপস্থিত জনতাকে উজ্জীবিত করা ৷ এদিন আব্বাসের বক্তৃতাকেও সেই ভাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে বামেদের ভোটের প্রায় তলানিতে এসে ঠেকেছে ৷ ফলে এবারও তাদের বেশি আসনে জয়ের সম্ভাবনা কম ৷ তাই তাদের ভরসা আইএসএফের ‘ভাইজান’ ৷

আর তা বোঝেন বলেই বাম শরিক দলগুলিকে জেতানোর ডাক দিয়েছেন আব্বাস ৷ পুরনো সবকিছু ভুলে ভোট দেওয়ার কথা বলেছেন ৷ তার সঙ্গেই জানিয়েছেন যে এবার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তাঁরা ‘জিরো’ করে দেবেন ৷

আরও পড়ুন : ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, আব্বাস সিদ্দিকির ভরসা মূলত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ৷ তাঁর দল হোক বা বামশরিক দলগুলিও সেই ভোট ব্যাঙ্ক থেকেই ভোট পাবেন ৷ আর এখানেই নির্বাচনী লড়াইতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে তৃণমূল কংগ্রেস ৷ কারণ, তাদেরও ভোটব্যাঙ্কের একটা বড় ভরসার জায়গা সংখ্যালঘু ভোটাররা ৷ যা নিয়ে তৃণমূল নেতাদের গর্ব করে কথা বলতেও দেখা যেত ৷ সেই ভোটব্যাঙ্ক কি অটুট থাকবে ? আব্বাস কি পারবেন সেই ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে ? যদি দিতে পারেন, সেক্ষেত্রে এদিন তিনি যা বলেছেন, তার কিছুটা হয়তো করে দেখাতে পারেন ৷ কিন্তু সেটা সম্ভব হল কি না তার জন্য অপেক্ষা করতেই হবে 2 মে পর্যন্ত ৷

কলকাতা, 28 ফেব্রুয়ারি : যাঁকে ঘিরে রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আন্দোলিত হয়, সেই আব্বাস সিদ্দিকি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দিলেন ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শূন্যে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়লেন ৷ যে ধরনের কড়া চ্যালেঞ্জ আজ বাম বা কংগ্রেসের কোনও নেতাকে ছুঁড়তে দেখা গেল না ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে কীসের ভিত্তিতে এই হুঁশিয়ারি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি ৷

প্রসঙ্গত, যে কোনও সমাবেশের মঞ্চ থেকেই নেতারা বিরোধীদের উৎখাতের ডাক দেন ৷ সেটা সম্ভব হোক বা অসম্ভব ৷ প্রাথমিক লক্ষ্য থাকে সামনে উপস্থিত জনতাকে উজ্জীবিত করা ৷ এদিন আব্বাসের বক্তৃতাকেও সেই ভাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে বামেদের ভোটের প্রায় তলানিতে এসে ঠেকেছে ৷ ফলে এবারও তাদের বেশি আসনে জয়ের সম্ভাবনা কম ৷ তাই তাদের ভরসা আইএসএফের ‘ভাইজান’ ৷

আর তা বোঝেন বলেই বাম শরিক দলগুলিকে জেতানোর ডাক দিয়েছেন আব্বাস ৷ পুরনো সবকিছু ভুলে ভোট দেওয়ার কথা বলেছেন ৷ তার সঙ্গেই জানিয়েছেন যে এবার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তাঁরা ‘জিরো’ করে দেবেন ৷

আরও পড়ুন : ব্রিগেড থেকে বাম শরিকদের সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা আব্বাসের

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, আব্বাস সিদ্দিকির ভরসা মূলত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ৷ তাঁর দল হোক বা বামশরিক দলগুলিও সেই ভোট ব্যাঙ্ক থেকেই ভোট পাবেন ৷ আর এখানেই নির্বাচনী লড়াইতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে তৃণমূল কংগ্রেস ৷ কারণ, তাদেরও ভোটব্যাঙ্কের একটা বড় ভরসার জায়গা সংখ্যালঘু ভোটাররা ৷ যা নিয়ে তৃণমূল নেতাদের গর্ব করে কথা বলতেও দেখা যেত ৷ সেই ভোটব্যাঙ্ক কি অটুট থাকবে ? আব্বাস কি পারবেন সেই ভোট ব্যাঙ্কে ভাঙন ধরাতে ? যদি দিতে পারেন, সেক্ষেত্রে এদিন তিনি যা বলেছেন, তার কিছুটা হয়তো করে দেখাতে পারেন ৷ কিন্তু সেটা সম্ভব হল কি না তার জন্য অপেক্ষা করতেই হবে 2 মে পর্যন্ত ৷

Last Updated : Feb 28, 2021, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.