কলকাতা, 2 মার্চ : আজ প্রথম দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন । যে বিজ্ঞপ্তিতে পূর্ব ঘোষণার থেকে তিরিশ মিনিট অতিরিক্ত সময় ভোট গ্রহণের জন্য জারি করেছে কমিশন ৷ এর আগে ভোট ঘোষণার দিন জাতীয় নির্বাচন কমিশন, কোভিডের জন্য ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর কথা জানিয়েছিল ৷ আজকের বিজ্ঞপ্তি প্রকাশের পর সেই অতিরিক্ত সময়টাই দেড় ঘণ্টা করা হয়েছে ৷
আরও পড়ুন : রাজ্যের প্রথম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি আজ
আজ কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে ভোট গ্রহণের জন্য 30মিনিট সময় বাড়ানো হয়েছে । কিন্তু কেন সময় বাড়াল কমিশন ? এর আগে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া হত । তবে, করোনা পরিস্থিতির জন্য এবং বুথ সংখ্যা বাড়ায় এবার ভোট গ্রহণ প্রক্রিয়া বিকেল 5টার বদলে বাড়িয়ে সন্ধ্যা 6 টা পর্যন্ত করা হয়। এই এক ঘণ্টা বর্ধিত সময় কোভিড থেকে সুস্থ হওয়া, চিকিৎসাধীন ব্যক্তি, প্রবীণ নাগরিক যাঁদের বয়স 80 বছরের বেশি তাঁদের জন্য ৷