ETV Bharat / city

লড়াই হবে তবু মাথা নত নয়, বার্তা দেবলীনা হেমব্রমের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

আজকের সমাবেশ থেকে তৃণমূল ও বিজেপিকে হারানোরক ডাক দেন দেবলীনা হেমব্রম । বলেন, "ঝড় উঠেছে । এটাকে ধরে রাখতে হবে । সেই জন্য আমরা আজ একসঙ্গে মিলিত হয়েছি ।"

ব্রিগেড থেকে লড়াইয়ের ডাক দেবলীনা হেমব্রমের
ব্রিগেড থেকে লড়াইয়ের ডাক দেবলীনা হেমব্রমের
author img

By

Published : Feb 28, 2021, 5:17 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : বামেদের সমাবেশ থেকে তৃণমূল সরকার ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম । বাংলা থেকে দুই দলকে উৎখাত করতে প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বললেন । কিন্তু মাথা নত করবেন না বলেও জানালেন প্রাক্তন মন্ত্রী ।

ব্রিগেড থেকে বক্তব্য রাখতে গিয়ে দেবলীনা হেমব্রম একে একে আদিবাসী-দলিত থেকে সোনার বাংলার তত্ত্ব তুলে আনলেন । বললেন, "যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলছে, তাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে । আর মানুষের কাছে এসে ফুটানি করছে ।" পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, বিজেপি দলিত ও আদিবাসীদের বাড়িতে খাওয়া-দাওয়া করে আদতে টোপ ফেলছে । যেভাবে ছিপ দিয়ে মাছ ধরা হয়, সেভাবে গেরুয়া শিবিরের তরফে টোপ ফেলা হচ্ছে বলে তাঁর অভিযোগ ।

ধর্মের নামে ভাগাভাগি নিয়েও শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি । বললেন, "আমার হাত কাটলে রক্ত বেরোবে, তার রঙ লাল, মহম্মদ সেলিমের হাত কাটলে যে রক্ত বেরোবে, তারও রঙ লাল ।"

আরও পড়ুন : ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপির সঙ্গে জোট করতে পারে তৃণমূল : ইয়েচুরি

প্রাক্তন মন্ত্রী আরও বলেন, "সমাজের মধ্যে ভাইরাস বাসা বেঁধেছে । এই ভাইরাসের মোকাবিলা করতে একজোট হতে হবে । সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে । আর এরা বলছে সব ঠিক আছে । মানুষকে ভুল বোঝাচ্ছে । ধর্মের নামের ভেদাভেদ করা হচ্ছে । বিভেদকামী শক্তি হারাতে হবে ।"

ব্রিগেড থেকে লড়াইয়ের ডাক দেবলীনা হেমব্রমের

কলকাতা, 27 ফেব্রুয়ারি : বামেদের সমাবেশ থেকে তৃণমূল সরকার ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম । বাংলা থেকে দুই দলকে উৎখাত করতে প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বললেন । কিন্তু মাথা নত করবেন না বলেও জানালেন প্রাক্তন মন্ত্রী ।

ব্রিগেড থেকে বক্তব্য রাখতে গিয়ে দেবলীনা হেমব্রম একে একে আদিবাসী-দলিত থেকে সোনার বাংলার তত্ত্ব তুলে আনলেন । বললেন, "যাঁরা সোনার বাংলা গড়ার কথা বলছে, তাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আর বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে । আর মানুষের কাছে এসে ফুটানি করছে ।" পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, বিজেপি দলিত ও আদিবাসীদের বাড়িতে খাওয়া-দাওয়া করে আদতে টোপ ফেলছে । যেভাবে ছিপ দিয়ে মাছ ধরা হয়, সেভাবে গেরুয়া শিবিরের তরফে টোপ ফেলা হচ্ছে বলে তাঁর অভিযোগ ।

ধর্মের নামে ভাগাভাগি নিয়েও শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি । বললেন, "আমার হাত কাটলে রক্ত বেরোবে, তার রঙ লাল, মহম্মদ সেলিমের হাত কাটলে যে রক্ত বেরোবে, তারও রঙ লাল ।"

আরও পড়ুন : ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপির সঙ্গে জোট করতে পারে তৃণমূল : ইয়েচুরি

প্রাক্তন মন্ত্রী আরও বলেন, "সমাজের মধ্যে ভাইরাস বাসা বেঁধেছে । এই ভাইরাসের মোকাবিলা করতে একজোট হতে হবে । সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে । আর এরা বলছে সব ঠিক আছে । মানুষকে ভুল বোঝাচ্ছে । ধর্মের নামের ভেদাভেদ করা হচ্ছে । বিভেদকামী শক্তি হারাতে হবে ।"

ব্রিগেড থেকে লড়াইয়ের ডাক দেবলীনা হেমব্রমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.