ETV Bharat / city

আচমকা কালীঘাটে কেন হাজির অখিল পুত্র সুপ্রকাশ গিরি ?

আগামিকাল, শুক্রবার দুপুর 2টো নাগাদ ঘোষণা করা হবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ৷ তার ঠিক আগের সন্ধ্যায় হঠাৎ কালীঘাটে হাজির সুপ্রকাশ গিরি ৷ আচমকা কেন দলনেত্রীর কাছে তিনি প্রার্থী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগে হাজির হলেন, তা নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

আচমকা কালীঘাটে কেন হাজির অখিল পুত্র সুপ্রকাশ গিরি ?
আচমকা কালীঘাটে কেন হাজির অখিল পুত্র সুপ্রকাশ গিরি ?
author img

By

Published : Mar 5, 2021, 12:03 AM IST

কলকাতা, 4 মার্চ : আগামিকাল, শুক্রবার দুপুর 2টো নাগাদ ঘোষণা করা হবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ৷ তার ঠিক আগের সন্ধ্যায় হঠাৎ কালীঘাটে হাজির সুপ্রকাশ গিরি ৷ তিনি পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতা ৷ আর তৃণমূল বিধায়ক অখিল গিরির ছেলে ৷ আচমকা কেন দলনেত্রীর কাছে তিনি প্রার্থী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগে হাজির হলেন, তা নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি সুপ্রকাশ গিরি ও অখিল গিরি ৷ তবে তৃণমূলের একটি সূত্রের খবর, তিনি কালীঘাটে এসেছিলেন ৷ তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সেটা স্পষ্ট নয় ৷ কারও কারও দাবি তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন ৷

রাজ্যের 294টি আসনেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল৷ আগামিকাল দুপুর 1টায় একটি বৈঠক রয়েছে ৷ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী তালিকা ঘোষণা করবেন ৷ তৃণমূলের একটি সূত্রের খবর, এবার ঠিক হয়েছে যে একই পরিবারের দু’জন প্রার্থী হবে না ৷ আর যাঁকে যে আসন দেওয়া হবে, তাঁকে সেই আসনে লড়তে হবে ৷ সব আসনে মমতাই প্রার্থী ধরে নিয়ে ভোটের ময়দানে নামতে হবে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে অখিল গিরি যদি টিকিট পান, তাহলে তো তাঁর ছেলে সুপ্রকাশ গিরি টিকিট পাবেন না ৷ সেই কারণেই ক্ষোভ জানাতে চলে এলেন ? এর পর তিনি কি তাহলে দল পরিবর্তন করবেন ? নাকি পূর্ব মেদিনীপুরের কোনও আসনে গোঁজ প্রার্থী হয়ে যাবেন ?

তা হবে কি না, এখনও বলা মুশকিল ৷ কিন্তু এমন কিছু হলে ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক চিত্র অনেকটাই বদলে যাবে ৷ কারণ, অখিল গিরি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবে পরিচিত ৷ শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার পর তিনিই মূলত আক্রমণ করেছেন ৷ তাঁকে সামনে রেখেই শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল ৷

আরও পড়ুন : লিড দিলেই এক কোটি, তৃণমূলের প্রস্তাবে বিতর্ক

তাই সুপ্রকাশ গিরির এই পদক্ষেপ জেলা তৃণমূল ও রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কপালে ভাঁজ ফেলতে বাধ্য ৷

কলকাতা, 4 মার্চ : আগামিকাল, শুক্রবার দুপুর 2টো নাগাদ ঘোষণা করা হবে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ৷ তার ঠিক আগের সন্ধ্যায় হঠাৎ কালীঘাটে হাজির সুপ্রকাশ গিরি ৷ তিনি পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতা ৷ আর তৃণমূল বিধায়ক অখিল গিরির ছেলে ৷ আচমকা কেন দলনেত্রীর কাছে তিনি প্রার্থী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগে হাজির হলেন, তা নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি সুপ্রকাশ গিরি ও অখিল গিরি ৷ তবে তৃণমূলের একটি সূত্রের খবর, তিনি কালীঘাটে এসেছিলেন ৷ তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সেটা স্পষ্ট নয় ৷ কারও কারও দাবি তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন ৷

রাজ্যের 294টি আসনেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল৷ আগামিকাল দুপুর 1টায় একটি বৈঠক রয়েছে ৷ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী তালিকা ঘোষণা করবেন ৷ তৃণমূলের একটি সূত্রের খবর, এবার ঠিক হয়েছে যে একই পরিবারের দু’জন প্রার্থী হবে না ৷ আর যাঁকে যে আসন দেওয়া হবে, তাঁকে সেই আসনে লড়তে হবে ৷ সব আসনে মমতাই প্রার্থী ধরে নিয়ে ভোটের ময়দানে নামতে হবে ৷

স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে অখিল গিরি যদি টিকিট পান, তাহলে তো তাঁর ছেলে সুপ্রকাশ গিরি টিকিট পাবেন না ৷ সেই কারণেই ক্ষোভ জানাতে চলে এলেন ? এর পর তিনি কি তাহলে দল পরিবর্তন করবেন ? নাকি পূর্ব মেদিনীপুরের কোনও আসনে গোঁজ প্রার্থী হয়ে যাবেন ?

তা হবে কি না, এখনও বলা মুশকিল ৷ কিন্তু এমন কিছু হলে ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক চিত্র অনেকটাই বদলে যাবে ৷ কারণ, অখিল গিরি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বিরোধী হিসেবে পরিচিত ৷ শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ার পর তিনিই মূলত আক্রমণ করেছেন ৷ তাঁকে সামনে রেখেই শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল ৷

আরও পড়ুন : লিড দিলেই এক কোটি, তৃণমূলের প্রস্তাবে বিতর্ক

তাই সুপ্রকাশ গিরির এই পদক্ষেপ জেলা তৃণমূল ও রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কপালে ভাঁজ ফেলতে বাধ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.