কলকাতা, 23 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসের মধ্যে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব ৷ এবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে এনিয়ে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা নিয়ে একরাশ অভিযোগ তাঁর ৷ অধীর চৌধুরির ভূমিকা সন্দেহজনক বলে সেখানে উল্লেখ করেছেন তিনি ৷
বামেদের সঙ্গে জোটের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতির আন্তরিকতা নিয়ে উঠছে অভিযোগ। মান্নানদের অভিযোগ, আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বামেদের সঙ্গে আলোচনায় অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ অথচ কংগ্রেসের সঙ্গে তাদের আলোচনা এখনও ফলপ্রসূ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মান্নান। জোটকে কেন্দ্র করেই কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছে। সোনিয়া গান্ধির দ্বারস্থ হয়েছেন মান্নান। বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির আইএসএফের সঙ্গে যতবার বৈঠক হয়েছে, সিংহভাগ সময় অনুপস্থিত থেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাঁরই রয়েছে। অথচ প্রক্রিয়ার আলোচনায় একাধিক দিন তিনি অনুপস্থিত থেকেছেন।
আরও পড়ুন : বামফ্রন্টের বৈঠকে আসন বণ্টন ও ব্রিগেড নিয়ে আলোচনা
এখনও পর্যন্ত আসন বণ্টন এবং যৌথ আন্দোলনের বিষয় নিয়ে মোট 10 বার আলোচনা হয়েছে। প্রত্যেকটি বৈঠকে মান্নান এবং প্রদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ছিলেন মাত্র তিনটি বৈঠকে। মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন বণ্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। অথচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধীর চৌধুরি। আর তিনিই অনুপস্থিত থাকেন বৈঠকে। অতীতেও জোটের ক্ষেত্রে এমন সমস্যা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলের নেতারা। এই পরিস্থিতিতে অধীর চৌধুরিকে নিয়ে বেজায় চটেছেন মান্নান।