ETV Bharat / city

এখনই বিদায় নয়, সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীত রাজ্যে

author img

By

Published : Jan 21, 2020, 10:12 AM IST

আগামী শনিবার ও রবিবার কমতে চলেছে তাপমাত্রার পারদ। যার ফলে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন রাজ্যবাসী। এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার দাপট না থাকায় বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে রাজ্যে।

wb_kol_weather
ফের জাঁকিয়ে ঠান্ডা শহরে

কলকাতা, 21 জানুয়ারি : আগামী শনিবার ও রবিবার নামতে চলেছে তাপমাত্রার পারদ। যার ফলে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন রাজ্যবাসী। এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার দাপট না থাকায় বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করছে রাজ্যে। ফলে জাঁকিয়ে শীত ফিরতে চলেছে শহরে। তবে, আগামী দু'দিন তাপমাত্রা খানিকটা কমলেও বৃহস্পতিবার ফের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। শুক্রবার থেকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কম-বেশি এমনই চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

ফের জাঁকিয়ে ঠান্ডা শহরে

অপরদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

কলকাতা, 21 জানুয়ারি : আগামী শনিবার ও রবিবার নামতে চলেছে তাপমাত্রার পারদ। যার ফলে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন রাজ্যবাসী। এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার দাপট না থাকায় বিনা বাধায় উত্তুরে হাওয়া প্রবেশ করছে রাজ্যে। ফলে জাঁকিয়ে শীত ফিরতে চলেছে শহরে। তবে, আগামী দু'দিন তাপমাত্রা খানিকটা কমলেও বৃহস্পতিবার ফের তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। শুক্রবার থেকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কম-বেশি এমনই চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

ফের জাঁকিয়ে ঠান্ডা শহরে

অপরদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে।

Intro:সপ্তাহের শেষে ফের আবার নামতে চলেছে তাপমাত্রার পারদ। আগামী শনি রবিবার থেকে বাড়বে শীতের আমেজ । রাজ্যে আরও একবার যাকে ঠান্ডার সম্ভাবনা তৈরি হচ্ছে ।আজ ও আগামীকাল প্রায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন ঘটবে। বৃহস্পতিবার আবহাওয়ার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে শুক্রবার থেকে ফের আবার তাপমাত্রা পারদ কমবে বাড়বে শীতের অনুভূতি। সকালে ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশি হলেও দিনের বেলায় শীতের অনুভূতি কম হবে আগামী দুদিন।


Body:বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টি হবে দার্জিলিং শহর উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই । সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পাচ্ছে উত্তরের হাওয়া। উত্তরের হাওয়া পাওয়ার ফলে বাড়ছে গরমের অনুভূতি কমছে শীতের আমেজ। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার দাপট না থাকায় বিনাবাধায় উত্তরের হাওয়া প্রবেশ করছে রাজ্যে। তাই বাড়ছে শীতের অনুভূতি। আগামী বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তরের হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হবে তাই তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ফল এই সপ্তাহের শেষে ফের একবার জাকিয়ে থান্ডার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Conclusion:আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 1° বেশি। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিনদিন বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% সর্বনিম্ন 52%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.