কলকাতা, 28 জুলাই : রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।
বিকানের থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগামী দু-তিনদিনের মধ্যে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হবে । এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের । তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে । কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । তবে আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার ফলে সমুদ্র এখনও যথেষ্ট উত্তাল রয়েছে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত । যার ফলে আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস ।