ETV Bharat / city

রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কমবে তাপমাত্রা - বৃষ্টি

রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 28, 2019, 5:39 PM IST

কলকাতা, 28 জুলাই : রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

বিকানের থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগামী দু-তিনদিনের মধ্যে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হবে । এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের । তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে । কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । তবে আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার ফলে সমুদ্র এখনও যথেষ্ট উত্তাল রয়েছে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত । যার ফলে আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস ।

কলকাতা, 28 জুলাই : রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও । মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

বিকানের থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগামী দু-তিনদিনের মধ্যে শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হবে । এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের । তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে । কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । তবে আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার ফলে সমুদ্র এখনও যথেষ্ট উত্তাল রয়েছে । সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত । যার ফলে আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অফিস ।

Intro:রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমী বায়ু। আগামী কদিন ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলো তো বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গের জেলা তে আগামী কদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বরং মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বেকারির জামশেদপুর দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Body:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগামী দু-তিন দিনের মধ্যে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এর ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি থাকবে। কলকাতাতেও আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 পয়েন্ট 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 পয়েন্ট 1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রী বেশি। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


Conclusion:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার ফলে সমুদ্র এখনো যথেষ্ট রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.2 কিলোমিটার অবধি বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত। যার ফলে আগামী 29 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.