ETV Bharat / city

আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা - ভারী বৃষ্টি

আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোর মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে প্রথম দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ পরদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়া
author img

By

Published : Sep 26, 2019, 8:02 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোর মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 29 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে ৷

আগামী 48 ঘণ্টার মধ্যে প্রথম দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ পরদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে ৷

29 ও 30 সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ 29 তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 30 তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, গত দু'দিনে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে । এখনও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে । তবে এখন কিছুটা কম সক্রিয় । 28 ও 29 তারিখ মৌসুমী বায়ু বেশি সক্রিয় হবে । ফলে মহালয়ার দিন ও পরদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

কলকাতা, 26 সেপ্টেম্বর : আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোর মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 29 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে ৷

আগামী 48 ঘণ্টার মধ্যে প্রথম দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ পরদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে ৷

29 ও 30 সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ 29 তারিখ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 30 তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, গত দু'দিনে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে । এখনও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে । তবে এখন কিছুটা কম সক্রিয় । 28 ও 29 তারিখ মৌসুমী বায়ু বেশি সক্রিয় হবে । ফলে মহালয়ার দিন ও পরদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

Intro:আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া ছবি কথা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলা গুলোর মধ্যে মূলত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
29 তারিখ 29 তারিখ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে।
আগামী 48 ঘণ্টার মধ্যে প্রথম 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


Body:উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে আগামী 29 ও 30 তারিখ। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় 29 তারিখ ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিংপং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 তারিখ কিছু কিছু জায়গায অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

কলকাতায় আকাশ মেঘলা থাকবে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাবে না। বরং অনাবৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে।


Conclusion:আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে কোনো সিস্টেম নেই। তবে গত 24-25 তারিখের মৌসুমী বায়ু অনেক বেশি সক্রিয় ছিল যার ফলে গত দুদিন ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এই মুহূর্তে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তবে তুলনামূলক সক্রিয়তা কমেছে মৌসুমী বায়ুর। আগামী 28 ও 29 তারিখে মৌসুমী বায়ু বেশি সক্রিয় হবে। ফলে মহালয়ার দিন ও পরের দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.