ETV Bharat / city

West Bengal Weather Update : চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, সঙ্গে 5 জেলার তাপপ্রবাহের সতর্কতা

ভ্যাপসা গরমে হাঁসফাঁস ৷ চলতি সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা ৷ পাশাপাশি পাঁচ জেলায় তার প্রাবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির নাম মাত্র নেই ৷ নতুন বছরের শুরুতেই গরমে নাজেহাল বঙ্গবাসী (West Bengal Weather Update)৷

West Bengal Weather Update
চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা
author img

By

Published : Apr 21, 2022, 7:19 AM IST

Updated : Apr 21, 2022, 7:50 AM IST

কলকাতা, 21 এপ্রিল : গহন মেঘের ছায়া ঘনায়/ সে আসে/ ওই আসে...৷ মান্না দে-র এই গান যেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মনের কথা। তেতে রয়েছে দক্ষিণবঙ্গ। অন্যদিকে ঘূর্ণিঝড়-সহ ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের জেলা গুলিতে । ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে (West Bengal Weather Update ) ৷

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে । সপ্তাহের শুরুতেই আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। মূলত মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং-এর মত শহরগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে । অন্যদিকে আজ বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে ৷

চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, সঙ্গে 5 জেলার তাপপ্রবাহের সতর্কতা

দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। একটি অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পর্যন্ত । অপরটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত। এই দুটি নিম্নচাপ অক্ষরেখার কারণেই সারা রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা । উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে কোনও কোনও জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে । দক্ষিণবঙ্গে প্রায় 50 দিন বৃষ্টি নেই । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার দক্ষিণবঙ্গ ভিজবে । কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আগামিকাল পর্যন্ত পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস ।

আরও পড়ুন : West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে অবশেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির মধ্যে থাকবে । রাজ্যের অন্য জেলাগুলোর বুধবারের তাপমাত্রা অনেকটা এইরকম । আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি ও সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 98.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস ৷ দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 20.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস । মালদহে সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

কলকাতা, 21 এপ্রিল : গহন মেঘের ছায়া ঘনায়/ সে আসে/ ওই আসে...৷ মান্না দে-র এই গান যেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মনের কথা। তেতে রয়েছে দক্ষিণবঙ্গ। অন্যদিকে ঘূর্ণিঝড়-সহ ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের জেলা গুলিতে । ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে (West Bengal Weather Update ) ৷

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বীরভূম, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে । সপ্তাহের শুরুতেই আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। মূলত মালদহ, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং-এর মত শহরগুলিতে বৃষ্টির পরিমান বাড়বে । অন্যদিকে আজ বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে ৷

চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, সঙ্গে 5 জেলার তাপপ্রবাহের সতর্কতা

দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। একটি অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পর্যন্ত । অপরটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত। এই দুটি নিম্নচাপ অক্ষরেখার কারণেই সারা রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা । উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে কোনও কোনও জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে । দক্ষিণবঙ্গে প্রায় 50 দিন বৃষ্টি নেই । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার দক্ষিণবঙ্গ ভিজবে । কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই আগামিকাল পর্যন্ত পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস ।

আরও পড়ুন : West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে অবশেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 27.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির মধ্যে থাকবে । রাজ্যের অন্য জেলাগুলোর বুধবারের তাপমাত্রা অনেকটা এইরকম । আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি ও সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 98.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস ৷ দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 20.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস । মালদহে সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Last Updated : Apr 21, 2022, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.