ETV Bharat / city

পৌরনিগম কর্মীর পোশাকে বাড়িতে ঢুকে ডাকাতি আনন্দপুরে - কলকাতায় বৃদ্ধার বাড়িতে চুরি

ওইসময় বাড়িতে বৃদ্ধা একা ছিলেন ৷ দুষ্কৃতীরা তা জেনেই ওইসময় এসেছিল কি না, তা ভাবাচ্ছে পুলিশকে ৷

woman
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 28, 2020, 5:59 AM IST

কলকাতা, 28 জানুয়ারি : পরনে কলকাতা পৌরনিগমের কমলা জ্যাকেট । আবাসনের ভেতরে ঢোকে পৌরনিগমের কর্মী পরিচয়ে । তারপর একাকী বৃদ্ধার মুখ বেঁধে অস্ত্র দেখিয়ে চালানো হয় লুটপাট । গতকাল ভরদুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আনন্দপুর থানা এলাকার মাদুরদহে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । উদ্ধার হয়েছে CCTV ফুটেজ । তাতে দুই ডাকাতকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা ।


মাদুরদহের অভিজাত আবাসনে থাকেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সত্যপ্রকাশ সরকার এবং তাঁর স্ত্রী মীনাক্ষী সরকার । মীনাক্ষীর বয়স 72 । সেখান থেকে কিছুটা দূরে থাকেন তাঁর ছেলেরা । গতকাল দুপুরে বাড়িতে ছিলেন না সত্যপ্রকাশ । একাই ছিলেন বৃদ্ধা । দুপুর দেড়টা নাগাদ তাঁর দরজায় টোকা দেয় দু'জন। তারা নিজেদের পৌরনিগমের কর্মী বলে পরিচয় দেয় । জানায়, জলের পরীক্ষা করতে এসেছে । সন্দেহ হয়নি বৃদ্ধার । তিনি তাদের ঘরে ঢুকতে দিয়ে জলের কল কোথায় আছে দেখিয়ে দেন । তখনই স্বমূর্তি ধরে ওই দু'জন। বালিশের কভার দিয়ে বেঁধে ফেলা হয় বৃদ্ধার মুখ । তারপর আলমারির চাবি চায় ছুরি দেখিয়ে । আলমারির চাবি পাওয়ার পর লকার খুলে বের করে গয়নার সিন্ধুক । সেই সিন্দুকে থাকা সব গয়না এবং নগদ ছয় হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা ।

তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই আবাসনের পেছনের গেট দিয়ে ঢুকেছিল দু'জন । সেখান দিয়েই সাফাই কর্মী এবং পৌরনিগমে কর্মীরা এই আবাসনে ঢোকে । আবাসনের নিরাপত্তাকর্মীকে তারা পৌরনিগমের কর্মী হিসেবে পরিচয় দেয় । লালবাজারের অ্যান্টি ডাকাতি সেকশনের হাতে ইতিমধ্যেই এসেছে অভিযুক্তদের ছবি । তাদের আশা, দ্রুত এই ঘটনার কিনারা হবে ।

কলকাতা, 28 জানুয়ারি : পরনে কলকাতা পৌরনিগমের কমলা জ্যাকেট । আবাসনের ভেতরে ঢোকে পৌরনিগমের কর্মী পরিচয়ে । তারপর একাকী বৃদ্ধার মুখ বেঁধে অস্ত্র দেখিয়ে চালানো হয় লুটপাট । গতকাল ভরদুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আনন্দপুর থানা এলাকার মাদুরদহে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । উদ্ধার হয়েছে CCTV ফুটেজ । তাতে দুই ডাকাতকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা ।


মাদুরদহের অভিজাত আবাসনে থাকেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সত্যপ্রকাশ সরকার এবং তাঁর স্ত্রী মীনাক্ষী সরকার । মীনাক্ষীর বয়স 72 । সেখান থেকে কিছুটা দূরে থাকেন তাঁর ছেলেরা । গতকাল দুপুরে বাড়িতে ছিলেন না সত্যপ্রকাশ । একাই ছিলেন বৃদ্ধা । দুপুর দেড়টা নাগাদ তাঁর দরজায় টোকা দেয় দু'জন। তারা নিজেদের পৌরনিগমের কর্মী বলে পরিচয় দেয় । জানায়, জলের পরীক্ষা করতে এসেছে । সন্দেহ হয়নি বৃদ্ধার । তিনি তাদের ঘরে ঢুকতে দিয়ে জলের কল কোথায় আছে দেখিয়ে দেন । তখনই স্বমূর্তি ধরে ওই দু'জন। বালিশের কভার দিয়ে বেঁধে ফেলা হয় বৃদ্ধার মুখ । তারপর আলমারির চাবি চায় ছুরি দেখিয়ে । আলমারির চাবি পাওয়ার পর লকার খুলে বের করে গয়নার সিন্ধুক । সেই সিন্দুকে থাকা সব গয়না এবং নগদ ছয় হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা ।

তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই আবাসনের পেছনের গেট দিয়ে ঢুকেছিল দু'জন । সেখান দিয়েই সাফাই কর্মী এবং পৌরনিগমে কর্মীরা এই আবাসনে ঢোকে । আবাসনের নিরাপত্তাকর্মীকে তারা পৌরনিগমের কর্মী হিসেবে পরিচয় দেয় । লালবাজারের অ্যান্টি ডাকাতি সেকশনের হাতে ইতিমধ্যেই এসেছে অভিযুক্তদের ছবি । তাদের আশা, দ্রুত এই ঘটনার কিনারা হবে ।

Intro:কলকাতা, 27 জানুয়ারি: পরনে কলকাতা কর্পোরেশনের কর্মীর পোশাক। আবাসনের ভেতরে ঢোকেন সেই পরিচয়ে। তারপর একাকী বৃদ্ধার মুখ বেঁধে অস্ত্র দেখিয়ে চালানো লুটপাট। আজ ভরদুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর থানা এলাকার মাদুরদহে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। তাতে দুই ডাকাতকে চিহ্নিত করেছে তদন্তকারীরা।


Body:আনন্দপুর থানা এলাকার মাদুরদহের অভিজাত আবাসনে ফাকিং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সত্যপ্রকাশ সরকার এবং তার স্ত্রী মীনাক্ষী সরকার। মীনাক্ষী দেবীর বয়স 72। সেখান থেকে কিছুটা দূরে থাকেন তার ছেলেরা। আজ দুপুরে বাড়িতে ছিলেন না সত্যপ্রকাশ। একাই ছিলেন বৃদ্ধা। দুপুর দেড়টা নাগাদ তার দরজায় টোকা দেয় দুজন। তারা নিজেদের পৌরনিগমের কর্মী বলে পরিচয় দেয়। জানায় জলের টেস্ট করতে এসেছেন তারা। সন্দেহ হয়নি বৃদ্ধার। তিনি তাদের ঘরে ঢুকতে দিয়ে জলের কল কোথায় আছে দেখিয়ে দেন। তখনই স্বমূর্তি ধরে ওই দুজন। বালিশের কভার দিয়ে বেঁধে ফেলা হয় মীনাক্ষী দেবীর মুখ। তারপর আলমারির চাবি চায় ছুরি দেখিয়ে। আলমারির চাবি পাওয়ার পর লকার খুলে বের করে গয়নার সিন্ধুক। সেই সিন্দুকে থাকা সব গয়না এবং নগদ ছয় হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা।



Conclusion:
তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই আবাসনের পেছনের গেট দিয়ে ঢুকে ছিল দুজন। সেখান থেকেই সাফাই কর্মী এবং পৌরসভার কর্মীরা এই আবাসনে ঢোকে। আবাসনের নিরাপত্তাকর্মীকে তারা পৌর নিগমের কর্মী হিসেবে পরিচয় দেয়। লালবাজারের অ্যান্টি ডাকাতি সেকশনের হাতে ইতিমধ্যেই এসেছে অভিযুক্তদের ছবি। তাদের আশা অত্যন্ত দ্রুত এই ঘটনার কিনারা হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.