ETV Bharat / city

ফেরানো হবে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি, বিজ্ঞপ্তি WBJEEB-র

প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়ে গেলেও আবেদন ফি বাবদ আবেদনকারীদের 500 টাকা করে জমা দিতে হয়েছিল । পরীক্ষা যখন হচ্ছে না তখন সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই পরিচালিত ছাত্র ইউনিয়ন ও প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসি ।

wbjeeb_to_returns_application_fee_to_presidency_university's_students_which_was_taken_from_them_for_entarnce_exam
ফেরানো হবে প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি, বিজ্ঞপ্তি WBJEEB-র
author img

By

Published : Dec 3, 2020, 5:09 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। অবশেষে সে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল ।

প্রতি বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে পড়ুয়া ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । পিইউবিডিইটি ও পিইউএমডিইটি নামের এই দুটি পরীক্ষার জন্য চলতি বছর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল বোর্ড । কিন্তু, কোরোনা সংক্রমণের মাঝে ১৩ অগাস্ট পিইউবিডিইটি বাতিল করার কথা ঘোষণা করেছিল তারা । তারপর পরিস্থিতির পরিবর্তন না ঘটায় 25 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে পিইউএমডিইটি-র পরীক্ষাও বাতিল করা হয় ৷ তার বদলে চলতি বছরে প্রেসিডেন্সির স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে মেধার ভিত্তিতেই পড়ুয়া ভরতি নেওয়া হয় ।

তবে প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়ে গেলেও আবেদন ফি বাবদ আবেদনকারীদের 500 টাকা করে জমা দিতে হয়েছিল । পরীক্ষা যখন হচ্ছে না তখন সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই পরিচালিত ছাত্র ইউনিয়ন ও প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসি । বহুবার এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের কাছে দাবি জানানো হয় তাদের তরফে । কিন্তু ফি-এর টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস মিললেও প্রবেশিকা পরীক্ষা বাতিলের প্রায় ছয় মাস পরেও সেই প্রক্রিয়া শুরু করা হয়নি বলে অভিযোগ উঠেছিল।

অবশেষে আবেদন ফি ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । তবে কীভাবে সেই টাকা ফেরানো হবে তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে।

কলকাতা, 3 ডিসেম্বর: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভরতির প্রবেশিকা পরীক্ষার আবেদন ফি ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। অবশেষে সে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল ।

প্রতি বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে পড়ুয়া ভরতির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । পিইউবিডিইটি ও পিইউএমডিইটি নামের এই দুটি পরীক্ষার জন্য চলতি বছর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছিল বোর্ড । কিন্তু, কোরোনা সংক্রমণের মাঝে ১৩ অগাস্ট পিইউবিডিইটি বাতিল করার কথা ঘোষণা করেছিল তারা । তারপর পরিস্থিতির পরিবর্তন না ঘটায় 25 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে পিইউএমডিইটি-র পরীক্ষাও বাতিল করা হয় ৷ তার বদলে চলতি বছরে প্রেসিডেন্সির স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলিতে মেধার ভিত্তিতেই পড়ুয়া ভরতি নেওয়া হয় ।

তবে প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়ে গেলেও আবেদন ফি বাবদ আবেদনকারীদের 500 টাকা করে জমা দিতে হয়েছিল । পরীক্ষা যখন হচ্ছে না তখন সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই পরিচালিত ছাত্র ইউনিয়ন ও প্রেসিডেন্সির ছাত্র সংগঠন আইসি । বহুবার এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের কাছে দাবি জানানো হয় তাদের তরফে । কিন্তু ফি-এর টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস মিললেও প্রবেশিকা পরীক্ষা বাতিলের প্রায় ছয় মাস পরেও সেই প্রক্রিয়া শুরু করা হয়নি বলে অভিযোগ উঠেছিল।

অবশেষে আবেদন ফি ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । তবে কীভাবে সেই টাকা ফেরানো হবে তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.