কলকাতা, 14 এপ্রিল : ক্লাসরুম-সহ ল্যাব ও লাইব্রেরিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক এবং শিক্ষাকর্মীরা । সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ । একইসঙ্গে পর্ষদের তরফে 22 দফার একটি আচরণবিধি জারি করা হয়েছে । নয়া নির্দেশিকা অনুযায়ী শুধু মোবাইল ফোন নয়, হেডফোন, ব্লু টুথ-সহ কোনও ধরণের ইলেকট্রনিক যন্ত্র কানে গুঁজে ক্লাসে প্রবেশের উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা । প্রধান শিক্ষকের লিখিত অনুমতি সাপেক্ষে শুধুমাত্র পঠনপাঠনের জন্যই স্কুলকক্ষে মোবাইল ব্যবহার করা যাবে (WBBSE banned teachers from using mobile phones in class) ।
রাজ্যের উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিকে এবছরের ছুটির তালিকার সঙ্গে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। যদিও এই নির্দেশিকা নতুন নয় । করোনাকালে প্রায় দু'বছর স্কুলে পঠনপাঠন বন্ধ ছিল । পরিস্থিতি স্বাভাবিক হতে আবার পুরোদমে স্কুলে এসে পড়াশোনা শুরু হয়েছে । ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফের স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশিকা । এর আগে কলকাতা গেজেট নোটিফিকেশনে 2018 সালেই তা প্রথম প্রকাশিত হয়েছিল । তবে এবারের নির্দেশিকায় কিছুটা রদবদল করা হয়েছে ।
আরও পড়ুন : শিক্ষক বদলির নিয়মে পরিবর্তন আনল স্কুলশিক্ষা দফতর
শিক্ষক ক্লাসে শিক্ষকতা করবেন সেটাই স্বাভাবিক । তার জন্য আলাদা করে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে ক্ষুব্ধ শিক্ষকমহলের একাংশ । শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের নিজেদের সন্তানের মতো করেই পড়াশোনা করান । এমনকী করোনা পরিস্থিতির পরে যখন আবার স্কুল চালু হয়, তখন অনেক প্রধান শিক্ষক পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে ডেকে এনেছিলেন । এমনকী অনেকে বাড়িতে গিয়েও পড়িয়ে এসেছিলেন । আমরা প্রাণ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই । ফলে শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছেন কি না, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আলাদা করে নির্দেশিকা জারি করার কোনওরকম প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না । তার চেয়ে বরং রাজ্য শিক্ষা দফতর যদি রাজ্যের সরকারি শিক্ষার পরিকাঠামোর মান উন্নত করার চেষ্টা করে, তাহলে সেটাই কাজের কাজ হবে ।’’