কলকাতা, 22 জানুয়ারি: রাতের কলকাতায় জোড়া দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের, ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ 5 জন। খিদিরপুর এলাকাতেই দুটি দুর্ঘটনা ঘটে। আহতদের SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
রাত সাড়ে দশটা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে ৷ খিদিরপুরের কয়লা বার্থ রোডে। রাস্তার পাশের একটি দোকানের পাশেই এক মহিলা সহ বেশ কয়েকজন বসেছিলেন। আচমকাই সেই দোকানে একটি লরি ধাক্কা মারে। এরপরই গুরুতর জখম অবস্থায় ও 5 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তায় গাড়ির গতিবেগের কোনও নিয়ন্ত্রণ নেই। যার ফলে মাঝে মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রেপ্তার করা হয় ঘাতক লরির চালক ও খালাসিকে।
রাত 12টা নাগাদ অপর দুর্ঘটনাটি ঘটে নজরুল মঞ্চের কাছে। মেটিয়াব্রুজের দিক থেকে খিদিরপুরের দিকে থেকে একটি বাইক আসছিল। ওই বাইকে চালক ছাড়াও এক মহিলা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরি আচমকাই ওই বাইকের পেছনে ধাক্কা মারে। এরপরেই দু'জনে ছিটকে পড়েন রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, এরপরেই ঘাতক ওই লরিটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। এরপরেই দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁদের মৃত হলে ঘোষণা করেন। যদিও মৃতদের কোনও পরিচয় পাওয়া যায় নি। অপরদিকে, CCTV ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।