ETV Bharat / city

উপাচার্য কাউন্সিলের কার্যকলাপে ক্ষুব্ধ, সুরঞ্জন দাসকে চিঠি রাজ্যপালের - Jagdeep Dhankar

রাজ্যপালের অফিস নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে । অভিযোগ তুললেন ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় ।

governor
governor
author img

By

Published : Aug 17, 2020, 6:57 PM IST

কলকাতা, 17 অগাস্ট : পশ্চিমবঙ্গ উপাচার্য কাউন্সিলের শেষ চারটি বৈঠকে রাজ্যপালের অফিস নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে । এমনই অভিযোগ তুললেন ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় । এবিষয়ে কথা বলতে চেয়ে কাউন্সিলের সভাপতি সুরঞ্জন দাস-কে আজ একটি চিঠি পাঠান আচার্য ।

সুরঞ্জন দাস-কে উদ্দেশ্য করে লেখা চিঠিটি টুইট করে রাজ্যপাল লেখেন, “রাজ্যপাল/আচার্যের বিরুদ্ধে অহেতুক নিন্দাজনক প্রচার করা হয়েছে উপাচার্য কাউন্সিলের তরফে । এধরনের কার্যকলাপ উপাচার্যদের পক্ষে অনুচিত। তাঁদের সমাজ এবং যুবসমাজের কাছে রোল মডেল হওয়া উচিত।"

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা ও পঠন-পাঠনের বিষয়ে আলোচনার জন্য উপাচার্য কাউন্সিলের সভাপতি ও উপাচার্যদের সঙ্গে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ।

কলকাতা, 17 অগাস্ট : পশ্চিমবঙ্গ উপাচার্য কাউন্সিলের শেষ চারটি বৈঠকে রাজ্যপালের অফিস নিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে । এমনই অভিযোগ তুললেন ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় । এবিষয়ে কথা বলতে চেয়ে কাউন্সিলের সভাপতি সুরঞ্জন দাস-কে আজ একটি চিঠি পাঠান আচার্য ।

সুরঞ্জন দাস-কে উদ্দেশ্য করে লেখা চিঠিটি টুইট করে রাজ্যপাল লেখেন, “রাজ্যপাল/আচার্যের বিরুদ্ধে অহেতুক নিন্দাজনক প্রচার করা হয়েছে উপাচার্য কাউন্সিলের তরফে । এধরনের কার্যকলাপ উপাচার্যদের পক্ষে অনুচিত। তাঁদের সমাজ এবং যুবসমাজের কাছে রোল মডেল হওয়া উচিত।"

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা ও পঠন-পাঠনের বিষয়ে আলোচনার জন্য উপাচার্য কাউন্সিলের সভাপতি ও উপাচার্যদের সঙ্গে দ্রুত বৈঠকের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.