কলকাতা, 9 ডিসেম্বর : বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor jagdeep dhaknhar writes to cm mamata banerjee about bsf issue) । এই উদ্বেগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) চিঠি লিখলেন তিনি । সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিএসএফের এক্তিয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ।
ইতিমধ্যেই বিএসএফের কাজকর্মের সীমা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করেছে কেন্দ্রীয় সরকার (BSF Jurisdiction Increase) । এই নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে জগদীপ ধনকড় লিখেছেন, মুখ্যমন্ত্রীর অবস্থান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জাতীয় সুরক্ষার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় ৷
এদিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিএসএফ নিয়ে সরব হয়েছেন । সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি আশ্চর্য হচ্ছি যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের প্রতি সত্যিকারের ও আনুগত্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েও কীভাবে বারবার বিএসএফ-কে অপদস্ত করতে পারেন ! বিএসএফ ঠিক সেটাই করে, যার জন্য তাদের নিযুক্ত করা হয়েছে ।’’ শুভেন্দুর এই বক্তব্যের সুরই কার্যত শোনা গিয়েছে জগদীপ ধনকরের চিঠিতে । সেখানে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক ।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু’দিন আগেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিএসএফ এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কি না, তার উপর নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন পুলিশ ও প্রশাসনকে ৷ উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরের এই প্রশাসনিক বৈঠককে উদ্ধৃত করে রাজ্যপাল মূলত বিএসএফ নিয়ে সরকার পক্ষের মনোভাবের বিরোধিতা করেছেন । সেই বিষয়টিই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন ৷
আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বিএসএফ-এর সীমা বৃদ্ধির সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই লাগাতার এর বিরোধিতা করছে তৃণমূল । শুধু তাই নয়, বিধানসভায় এর বিরুদ্ধে বিল নিয়ে আসা হয়েছে । গোটা বিষয়টি রাজ্যপাল যে ভাল চোখে দেখছেন না এদিনের চিঠির মাধ্যমে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।