ETV Bharat / city

West Bengal Assembly : বিধানসভায় শুভেন্দুদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান - Biman Banerjee

শীতকালীন অধিবেশনে বিরোধী বিজেপির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বিরোধীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন ৷

wb assembly speaker unhappy with opposition party attitude in winter session
West Bengal Assembly : বিধানসভায় শুভেন্দুদের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান
author img

By

Published : Nov 17, 2021, 8:07 PM IST

কলকাতা, 17 নভেম্বর : পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হল বুধবার ৷ শেষদিনও বিজেপির বিক্ষোভে তপ্ত হল বিধানসভার কক্ষ ৷ যা নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল আগামিকাল, বৃহস্পতিবার ৷ কিন্তু বুধবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানা যায় যে এদিনই শেষ হতে চলেছে অধিবেশন ৷ এদিনও বিজেপি বিধানসভার ওয়েলে নেমে হট্টগোলের পর অধিবেশনের প্রথমার্ধে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা ।

আরও পড়ুন : West Bengal Assembly : ইডি-সিবিআইয়ের আঞ্চলিক অধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

পেট্রল-ডিজেলের দাম না কমিয়ে কেন মদের ভ্যাট কমানো হল, এই প্রশ্ন তুলে বুধবার মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । বিজেপির দাবি, তাঁকে পুরো প্রস্তাব পড়তে দেওয়া হয়নি, তাই তারা অধিবেশনের প্রথমার্ধে উল্লেখ পর্ব ও জিরো আওয়ার থেকে ওয়াকআউট করে ৷

এরপরই শীতকালীন অধিবেশনের শেষে ধন্যবাদ জ্ঞাপনের অবসরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন । তিনি বলেন, ‘‘বিরোধীরা না থাকলে বিধানসভার প্রাণ থাকে না । আপনাদের কাছে আবেদন বিধানসভায় আসুন সরকারের দোষ ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন ।’’

আরও পড়ুন : BJP Walkout : মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভায় ওয়াকআউট বিজেপির

পাশাপাশি অধ্যক্ষের বক্তব্য, ‘‘বিধানসভার অধিবেশনে উত্তাপ থাকবে । কিন্তু তা যেন সীমার বাইরে চলে না যায়, সেটার খেয়াল রাখতে হবে । বিধানসভার সম্মান রক্ষার দায়িত্ব সকলের ।’’

তাঁর আরও দাবি, ‘‘এই বিধানসভায় বিরোধীদের মর্যাদা দেওয়া হয় । ফলে বিরোধীদেরও উচিত সরকারের ভালো কাজের সমর্থন করা এবং ভুল-ত্রুটি হলে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া । সকলকে দেখতে হবে যাতে বিধানসভার মর্যাদা অক্ষত থাকে । বিরোধীরা না থাকলে প্রাণ নেই মনে হয় । আপনারা আসুন ।’’

আরও পড়ুন : Suvendu Adhikari: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, গ্রেফতারি সংক্রান্ত রক্ষাকবচ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

বিরোধীদের কাছে তাঁর আবেদন, ‘‘বিরোধী দলের অনেকেই নেই । আপনারা তৈরি হয়ে আসবেন আগামিদিনে । মন্ত্রীরা ভুল ত্রুটি করলে আপনারা ধরিয়ে দেবেন । মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন আপনারা এলেও অধিবেশনে আসেননি । আসতে পারতেন । তাঁর বক্তব্য আপনাদেরও ভালো লাগত ।’’

অপরদিকে বুধবার শীতকালীন অধিবেশনের শেষদিনে সিবিআই এবং ইডির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পেশ করেন বরানগরের বিধায়ক তাপস রায় । ইডি এবং সিবিআই আধিকারিকরা যেভাবে অধ্যক্ষকে না জানিয়ে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে, সেটা বিধানসভা এবং স্পিকারের পদের জন্য অমর্যাদাকর বলে মনে করছে শাসকদল । তাই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পেশ করলেন তৃণমূল বিধায়ক । যদিও বিজেপি এই নোটিসের বিরোধিতা করে ।

আরও পড়ুন : Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

কলকাতা, 17 নভেম্বর : পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হল বুধবার ৷ শেষদিনও বিজেপির বিক্ষোভে তপ্ত হল বিধানসভার কক্ষ ৷ যা নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল আগামিকাল, বৃহস্পতিবার ৷ কিন্তু বুধবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানা যায় যে এদিনই শেষ হতে চলেছে অধিবেশন ৷ এদিনও বিজেপি বিধানসভার ওয়েলে নেমে হট্টগোলের পর অধিবেশনের প্রথমার্ধে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা ।

আরও পড়ুন : West Bengal Assembly : ইডি-সিবিআইয়ের আঞ্চলিক অধিকর্তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

পেট্রল-ডিজেলের দাম না কমিয়ে কেন মদের ভ্যাট কমানো হল, এই প্রশ্ন তুলে বুধবার মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । বিজেপির দাবি, তাঁকে পুরো প্রস্তাব পড়তে দেওয়া হয়নি, তাই তারা অধিবেশনের প্রথমার্ধে উল্লেখ পর্ব ও জিরো আওয়ার থেকে ওয়াকআউট করে ৷

এরপরই শীতকালীন অধিবেশনের শেষে ধন্যবাদ জ্ঞাপনের অবসরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন । তিনি বলেন, ‘‘বিরোধীরা না থাকলে বিধানসভার প্রাণ থাকে না । আপনাদের কাছে আবেদন বিধানসভায় আসুন সরকারের দোষ ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন ।’’

আরও পড়ুন : BJP Walkout : মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভায় ওয়াকআউট বিজেপির

পাশাপাশি অধ্যক্ষের বক্তব্য, ‘‘বিধানসভার অধিবেশনে উত্তাপ থাকবে । কিন্তু তা যেন সীমার বাইরে চলে না যায়, সেটার খেয়াল রাখতে হবে । বিধানসভার সম্মান রক্ষার দায়িত্ব সকলের ।’’

তাঁর আরও দাবি, ‘‘এই বিধানসভায় বিরোধীদের মর্যাদা দেওয়া হয় । ফলে বিরোধীদেরও উচিত সরকারের ভালো কাজের সমর্থন করা এবং ভুল-ত্রুটি হলে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া । সকলকে দেখতে হবে যাতে বিধানসভার মর্যাদা অক্ষত থাকে । বিরোধীরা না থাকলে প্রাণ নেই মনে হয় । আপনারা আসুন ।’’

আরও পড়ুন : Suvendu Adhikari: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর, গ্রেফতারি সংক্রান্ত রক্ষাকবচ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

বিরোধীদের কাছে তাঁর আবেদন, ‘‘বিরোধী দলের অনেকেই নেই । আপনারা তৈরি হয়ে আসবেন আগামিদিনে । মন্ত্রীরা ভুল ত্রুটি করলে আপনারা ধরিয়ে দেবেন । মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন আপনারা এলেও অধিবেশনে আসেননি । আসতে পারতেন । তাঁর বক্তব্য আপনাদেরও ভালো লাগত ।’’

অপরদিকে বুধবার শীতকালীন অধিবেশনের শেষদিনে সিবিআই এবং ইডির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পেশ করেন বরানগরের বিধায়ক তাপস রায় । ইডি এবং সিবিআই আধিকারিকরা যেভাবে অধ্যক্ষকে না জানিয়ে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে, সেটা বিধানসভা এবং স্পিকারের পদের জন্য অমর্যাদাকর বলে মনে করছে শাসকদল । তাই কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পেশ করলেন তৃণমূল বিধায়ক । যদিও বিজেপি এই নোটিসের বিরোধিতা করে ।

আরও পড়ুন : Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.