ETV Bharat / city

অশান্তির আশঙ্কাতেই 8 দফায় নির্বাচনের সিদ্ধান্ত : আবদুল মান্নান - আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবল অশান্তি

এবারের নির্বাচনে বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন । এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই নির্বাচন । এনিয়েই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

abdul mannan
abdul mannan
author img

By

Published : Feb 26, 2021, 9:36 PM IST

Updated : Feb 27, 2021, 6:32 AM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবল অশান্তির আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । নির্বাচন শান্তিপূর্ণ হবে না জেনেই নির্বাচন কমিশনার 8 দফায় এ রাজ্যে নির্বাচন করাচ্ছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা ।

আজ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গে আট দফায় হবে ভোট । 27 মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন । দ্বিতীয় দফা 1 এপ্রিল, তৃতীয় দফা 6 এপ্রিল, চতুর্থ দফা 10 এপ্রিল, পঞ্চম দফা 17 এপ্রিল, ষষ্ঠ দফা 22 এপ্রিল, সপ্তম দফা 26 এপ্রিল এবং অষ্টম দফার ভোট হবে 29 এপ্রিল । এবারের নির্বাচনে বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন । এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই নির্বাচন । এনিয়েই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা মান্নান । তিনি জানান, নির্বাচন কমিশনার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি দিন । তাঁর মতে, রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ দিয়ে সন্ত্রাস আটকানো যায় । কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা একেবারেই সহজ নয় ।

আরও পড়ুন : 2 মে জানা যাবে নবান্নের চাবি কার হাতে

মান্নানের মতে, অশান্তির আশঙ্কাতেই 8 দফায় নির্বাচনের সিদ্ধান্ত ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবল অশান্তির আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । নির্বাচন শান্তিপূর্ণ হবে না জেনেই নির্বাচন কমিশনার 8 দফায় এ রাজ্যে নির্বাচন করাচ্ছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা ।

আজ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন । পশ্চিমবঙ্গে আট দফায় হবে ভোট । 27 মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন । দ্বিতীয় দফা 1 এপ্রিল, তৃতীয় দফা 6 এপ্রিল, চতুর্থ দফা 10 এপ্রিল, পঞ্চম দফা 17 এপ্রিল, ষষ্ঠ দফা 22 এপ্রিল, সপ্তম দফা 26 এপ্রিল এবং অষ্টম দফার ভোট হবে 29 এপ্রিল । এবারের নির্বাচনে বুথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন । এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই নির্বাচন । এনিয়েই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা মান্নান । তিনি জানান, নির্বাচন কমিশনার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি দিন । তাঁর মতে, রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ দিয়ে সন্ত্রাস আটকানো যায় । কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা একেবারেই সহজ নয় ।

আরও পড়ুন : 2 মে জানা যাবে নবান্নের চাবি কার হাতে

মান্নানের মতে, অশান্তির আশঙ্কাতেই 8 দফায় নির্বাচনের সিদ্ধান্ত ।

Last Updated : Feb 27, 2021, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.