কলকাতা, 13 ফেব্রুয়ারি: ফেব্রুয়ারিতেই শুরু জলকষ্ট৷ পারদ কিছুটা চড়লেও শহর কলকাতায় এখনও রয়েছে শীতের হালকা আমেজ৷ এরই মধ্যে দক্ষিণ কলকাতায় বেহালায় দেখা দিয়েছে পরিশ্রুত পানীয় জলের অভাব৷ সমস্য়া তৈরি হয়েছে এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে। একথা কানে যেতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ কলকাতাপৌর নিগমের মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিমের। আগামী সোমবারই পুর আধিকারিকদের এলাকা পরিদর্শনে যেতে বলেন তিনি৷ গ্রীষ্মের আগেই কেন এই পরিস্থিতি, তাঁদের কাছে তা জানতে চান শহরের প্রাক্তন মেয়র৷
শনিবার কলকাতা পৌরনিগমের ‘টক টু কেএমসি’ পরিষেবায় মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিমের কাছে বেশ কয়েকটি ফোন আসে পানীয় জলের সমস্য়া নিয়ে৷ বেহালার 128 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করে জানান, সকালে ঠিকঠাক জল না পেলে সারাদিন ভুগতে হচ্ছে৷ মিলছে না রোজের ব্যবহারের পানীয় জল৷
বেহালারই 143 নম্বর ওয়ার্ডের জোকা লাগোয়া এলাকার আর এক বাসিন্দা জানান, ইতিমধ্যেই এলাকায় পানীয় জলের অভাব তৈরি হয়েছে৷ চারবেলার প্রয়োজনীয় পানীয় জল পাচ্ছেন না তাঁরা৷
আরও পড়ুন: স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করলে বেসরকারি হাসপাতালগুলিকে বিশেষ সুবিধা দেবে কলকাতা পৌরনিগম
এই অভিযোগগুলি পাওয়ার পরই পৌর আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন ফিরহাদ৷ এদিন তিনি বলেন, গ্রীষ্মের আগেই কেন এই পরিস্থিতি, তা জানা দরকার৷ অনেক সময় ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে, অথবা পাইপলাইনে অন্য় কোনও সমস্যার কারণে জল সরবরাহে ব্যাঘাত ঘটে৷ সেক্ষেত্রে সমস্য়ার কারণ খুঁজে পেলেই দ্রুত তা মিটিয়ে ফেলা হবে৷
একইসঙ্গে, এদিন আরও এক নাগরিক অভিযোগ করেন, কলকাতার বিভিন্ন রাস্তার ধারে পৌরনিগমের বিশুদ্ধ পানীয় জলের কলগুলির ‘লক’ ভাঙা৷ পানীয় জলের অপচয় রুখতে দ্রুত সেগুলি সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম।