কলকাতা, 13 এপ্রিল : আবারও কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমারের সঙ্গে বৈঠক করলেন বিবেক দুবে। গতকাল দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের। সূত্র জানাচ্ছে, নির্বাচনের জন্য কলকাতায় কতখানি প্রস্তুত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে রামনবমী নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।
উত্তরবঙ্গ সফরের আগে এক দফা রাজেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন বিবেক। অনেক রাত পর্যন্ত চলে সেই বৈঠক। সূত্র জানাচ্ছে, কাজ শুরু করার পর কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে বেশকিছু বিষয় জানতে চান তিনি। দায়িত্ব পাওয়ার পর এই কলকাতার বিভিন্ন ডিভিশনের ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠক করেন রাজেশ। সেই বৈঠকে নির্বাচন পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন। বোঝার চেষ্টা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনের জন্য কলকাতা পুলিশ কতখানি প্রস্তুত সেই বিষয়ক খোঁজ খবর নেন রাজেশ। পরে বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর। সেই বিষয়ে আলোচনা হয়েছে ডেপুটি কমিশনারদের সঙ্গে।" বিভিন্ন ডিভিশনাল ডেপুটি কমিশনারদের অফিসে অন্য সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গেও বৈঠক হয় তাঁর। সেই বৈঠকে কী কী উঠে এসেছে তার ভিত্তিতে রাজেশ কুমার বিবেককে রিপোর্ট দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
পাশাপাশি আজ ও কাল রামনবমী। অতীতে রামনবমীকে কেন্দ্র করে শহরে ছোটোখাটো ঘটনা ঘটেছে। রামনবমী সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত না হলেও, এর সঙ্গে জড়িয়ে পড়েছে রাজনীতি। রামনবমী সুষ্ঠুভাবে সম্পন্ন করাও রাজেশ কুমারের কাছে চ্যালেঞ্জ। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছিলেন, তাতে তিনি লিখেছিলেন, “ এমন দুজনকে পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে যারা সেই শহরটাকে ঠিকমতো চেনেনই না। এর মধ্যে বড় কোনও ঘটনা ঘটে গেলে, তার দায় নির্বাচন কমিশন নেবে তো?" সূত্রের খবর, এই বিষয়টি নিয়েও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের।