ETV Bharat / city

বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, নির্মাণকাজে সমর্থন নেই মমতার - Jagdeep Dhankhar

বিশ্বভারতীতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলছেন রাজ্যপাল ৷ কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, বিশ্বভারতীতে কোনও নির্মাণকাজ চান না তিনি ৷

Viswa Bharati
বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল
author img

By

Published : Aug 17, 2020, 7:25 PM IST

কলকাতা, 17 অগাস্ট : বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে ভিন্ন সুর রাজ্য-রাজ্যপালে ৷ একদিকে, বিশ্বভারতীতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলছেন রাজ্যপাল ৷ অন্যদিকে রাজ্যপালের মন্তব্যের থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আজ সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷"

বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টায় গতকাল উত্তাল হয় শান্তিনিকেতন চত্বর ৷ এরপর আজ নির্মীয়মাণ পাঁচিল ভেঙে দেন বিক্ষুব্ধ আশ্রমিক, পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট ভেঙে দেওয়া হয়েছে । JCB মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রীও । পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিশ্বভারতীতে ।

এরই মধ্যে আজ সাংবাদিক বৈঠকে বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী ৷ সাফ জানিয়ে দেন, বিশ্বভারতীতে কোনও নির্মাণকাজ চান না তিনি ৷ বলেন, "নির্মাণকাজের পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন বহিরাগত সেখানে ছিল ৷ পড়ুয়ারা ও বোলপুরের মানুষ এটা পছন্দ করেননি ৷ তাই পড়ুয়ারা ও তাঁদের বন্ধুরা ঘটনার প্রতিবাদ জানান ৷" পড়ুয়া, উপাচার্য ও বোলপুর-শান্তিনিকেতনের কয়েকজন মানুষকে নিয়ে আলোচনায় বসার জন্য বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দিয়েছিলেন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷ প্রাকৃতিক সৌন্দর্য-লালমাটির সৌন্দর্যকে নষ্ট করে দেবে, এমন কোনও নির্মাণকাজ আমি চাই না ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য

খোলামেলা পরিবেশে রবীন্দ্রনাথ যে শিক্ষার বাতাবরণ তৈরি করেছিলেন বিশ্বভারতীতে, পাঁচিল তুললে তা নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি ৷ বলেন, "সব নির্মাণকাজ সৌন্দর্যের বার্তা বহন করে না ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

মুখ্যমন্ত্রীর এহেন বার্তা রাজ্যের সাংবিধানিক প্রধানের থেকে সম্পূর্ণ আলাদা । বিশ্বভারতীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল । টুইটারে তিনি জানান, "বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক । আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যাতে শিক্ষার এই মন্দিরে শান্তি ফেরানো যায় । উপাচার্যের কথায়, দুষ্কৃতীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করেছে । DM, SP-রা বিশ্বভারতী কর্তৃপক্ষের ফোন তুলছেন না ।"

  • Situation of law and order in Visva Bharati is alarming. Am trying to be in touch with CM to secure peace in temple of learning.

    As per VC violators of law have entered campus and destroyed property.

    CS, HS, DM and SP @MamataOfficial have not responded to call of Visva Bharati.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আরও একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন, বিশ্বভারতীতে দ্রুত আইন-শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ করবেন ।"

কলকাতা, 17 অগাস্ট : বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে ভিন্ন সুর রাজ্য-রাজ্যপালে ৷ একদিকে, বিশ্বভারতীতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলছেন রাজ্যপাল ৷ অন্যদিকে রাজ্যপালের মন্তব্যের থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আজ সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷"

বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টায় গতকাল উত্তাল হয় শান্তিনিকেতন চত্বর ৷ এরপর আজ নির্মীয়মাণ পাঁচিল ভেঙে দেন বিক্ষুব্ধ আশ্রমিক, পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট ভেঙে দেওয়া হয়েছে । JCB মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রীও । পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিশ্বভারতীতে ।

এরই মধ্যে আজ সাংবাদিক বৈঠকে বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী ৷ সাফ জানিয়ে দেন, বিশ্বভারতীতে কোনও নির্মাণকাজ চান না তিনি ৷ বলেন, "নির্মাণকাজের পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন বহিরাগত সেখানে ছিল ৷ পড়ুয়ারা ও বোলপুরের মানুষ এটা পছন্দ করেননি ৷ তাই পড়ুয়ারা ও তাঁদের বন্ধুরা ঘটনার প্রতিবাদ জানান ৷" পড়ুয়া, উপাচার্য ও বোলপুর-শান্তিনিকেতনের কয়েকজন মানুষকে নিয়ে আলোচনায় বসার জন্য বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দিয়েছিলেন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷ প্রাকৃতিক সৌন্দর্য-লালমাটির সৌন্দর্যকে নষ্ট করে দেবে, এমন কোনও নির্মাণকাজ আমি চাই না ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য

খোলামেলা পরিবেশে রবীন্দ্রনাথ যে শিক্ষার বাতাবরণ তৈরি করেছিলেন বিশ্বভারতীতে, পাঁচিল তুললে তা নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি ৷ বলেন, "সব নির্মাণকাজ সৌন্দর্যের বার্তা বহন করে না ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

মুখ্যমন্ত্রীর এহেন বার্তা রাজ্যের সাংবিধানিক প্রধানের থেকে সম্পূর্ণ আলাদা । বিশ্বভারতীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল । টুইটারে তিনি জানান, "বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক । আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যাতে শিক্ষার এই মন্দিরে শান্তি ফেরানো যায় । উপাচার্যের কথায়, দুষ্কৃতীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করেছে । DM, SP-রা বিশ্বভারতী কর্তৃপক্ষের ফোন তুলছেন না ।"

  • Situation of law and order in Visva Bharati is alarming. Am trying to be in touch with CM to secure peace in temple of learning.

    As per VC violators of law have entered campus and destroyed property.

    CS, HS, DM and SP @MamataOfficial have not responded to call of Visva Bharati.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর আরও একটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন, বিশ্বভারতীতে দ্রুত আইন-শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.