কলকাতা, 12 জুলাই : অমিত শাহ ও জে পি নাড্ডার ভার্চুয়াল জনসভায় সাফল্য পেয়েছে BJP । তাই এবার রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেই ভার্চুয়াল জনসভার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ BJP । কোরোনার দাপট দিন দিন বাড়ছে । রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জ়োনগুলিতে ফের সাতদিনের লকডাউন চালু হয়েছে । কোরোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানা নেই কারো। বন্ধ রয়েছে দলীয় কর্মসূচি। এই পরিস্থিতিতে ভার্চুয়াল সভাকে হাতিয়ার করতে চাইছে BJP।
BJP-র IT সেলকে ইতিমধ্যে 294টি বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল সভার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে । দলের রাজ্য নেতৃত্ব 39 জন সাংগঠনিক জেলা সভাপতিকে ভার্চুয়াল সভার জন্য তৈরি থাকতে বলেছেন। এক হাজার 200-র বেশি মণ্ডল সভাপতিকেও এর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে । 2021-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করতে চাইছে BJP । প্রত্যেক বিধানসভা কেন্দ্রে স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরা হবে মানুষের কাছে । সেইসব সমস্যা সাধারণ মানুষের সামনে তুলে ধরে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চাইছে BJP । দলের রাজ্য নেতৃত্বের বক্তব্য, 294টি বিধানসভা কেন্দ্রে দলের কার্যকর্তাদের মনোবল বাড়াতে ভার্চুয়াল সভা করা হচ্ছে ।
BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘‘কোরোনার জন্য BJP-র কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত কর্মসূচি সামাজিক দূরত্ব মেনে আয়োজন করতে হবে । তাই আমরা এবার রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়াল জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি । IT সেল সমস্ত বিধানসভাভিত্তিক পরিকাঠামো তৈরি করেছে । খুব শীঘ্রই ভার্চুয়াল সভাগুলি শুরু হবে ৷’’