ETV Bharat / city

কো-উইন অ্যাপে বিপত্তি, শুরুতেই ধাক্কা খেল 100 জনের ভ্যাকসিনেশন - ভ্যাকসিনেশন

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল থেকেই এই কো-উইন অ্যাপে সমস্যা দেখা দিতে শুরু করে। যা আজ ভ্যাকসিনেশনের শুরু হওয়ার সময়েও দেখা যায়। ফলে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়, আজ প্রতিটি সেন্টারে 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথম দিন কোন সেন্টারে কোন 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে? স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তার তালিকা পাঠানো হয়। এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট 100 জনকে ফোন করে ভ্যাকসিন নেওয়ার কথা জানানো হয়।

vaccination_trouble_in_bengal_due_to_co_win_app
কো-উইন অ্যাপে বিপত্তি, শুরুতেই ধাক্কা খেল প্রতিটি সেন্টারে 100 জনের ভ্যাকসিনেশন
author img

By

Published : Jan 16, 2021, 8:04 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: ভ্যাকসিনের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিলেও, প্রথমদিন ভ্যাকসিন নেওয়ার জন্য যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তবে, কো-উইন অ্যাপের বিপত্তিতে শুরুতেই কোরোনার ভ্যাকসিনেশন ধাক্কা খেল রাজ্যে। যার জেরে প্রথম দিন রাজ্যের প্রতিটি সেন্টারে 100 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না বলে জানা গিয়েছে।

কোরোনার ভ্যাকসিন দেওয়ার জন্য কো-উইন অ্যাপে ভ্যাকসিন প্রাপকদের নাম নথিভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। পরিকল্পনা অনুযায়ী, শনিবার, 16 জানুয়ারি ভ্যাকসিনেশনের প্রথমদিন প্রতিটি সেন্টারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ তা এই কো-উইন অ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা। এবং, ওই 100 জনের মধ্যে ভ্যাকসিন কারা নিলেন, কারা নিলেন না, এই সব বিষয়ও এই কো-উইন অ্যাপে নথিভুক্ত হওয়ার কথা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল থেকেই এই কো-উইন অ্যাপে সমসস্যা দেখা দিতে শুরু করে। যা আজ ভ্যাকসিনেশনের শুরু হওয়ার সময়েও দেখা যায়। ফলে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়, আজ প্রতিটি সেন্টারে 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথম দিন কোন সেন্টারে কোন 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে? স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তার তালিকা পাঠানো হয়। এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট 100 জনকে ফোন করে ভ্যাকসিন নেওয়ার কথা জানানো হয়।

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা জানিয়েছেন, এদিন সকালে যে তালিকা এসেছে, সেই তালিকা অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার জন্য সকলে আগে থেকে প্রস্তুত ছিলেন না। এর ফলে সবাই এদিন ভ্যাকসিন নেওয়ার জন্য সংশ্লিষ্ট সেন্টারে উপস্থিত হতে পারেনি। কো-উইন অ্যাপের বিপত্তির জেরে এই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে রাজ্যের প্রতিটি সেন্টারে আজ প্রথম দিন 100 জন ভ্যাকসিন নিতে যেতে পারেননি । রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস জানিয়েছেন, কো-উইন অ্যাপের বিপত্তির জেরে আজ প্রথম দিন প্রতিটি সেন্টারে ভ্যাকসিন নেওয়ার জন্য 100 জনের সবাই উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন : ডায়মন্ডহারবারে শুরু কোরোনা টিকাকরণ

এদিকে আজ বিকাল পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ চলে। যার জেরে, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি, যে ভ্যাকসিনেশনের প্রথম দিন রাজ্যের কোন সেন্টারে কতজন ভ্যাকসিন প্রাপক উপস্থিত হতে পেরেছিলেন। এই কো-উইন অ্যাপের বিপত্তি জেরে এদিন শেষ পর্যন্ত প্রতিটি সেন্টারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ পৌঁছয় যে, কাগজে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন দিতে হবে সংশ্লিষ্ট প্রাপককে। এভাবেই এদিন রাজ্যের প্রতিটি সেন্টারে ভ্যাকসিনেশন চলেছে।

কলকাতা, 16 জানুয়ারি: ভ্যাকসিনের কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিলেও, প্রথমদিন ভ্যাকসিন নেওয়ার জন্য যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। তবে, কো-উইন অ্যাপের বিপত্তিতে শুরুতেই কোরোনার ভ্যাকসিনেশন ধাক্কা খেল রাজ্যে। যার জেরে প্রথম দিন রাজ্যের প্রতিটি সেন্টারে 100 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না বলে জানা গিয়েছে।

কোরোনার ভ্যাকসিন দেওয়ার জন্য কো-উইন অ্যাপে ভ্যাকসিন প্রাপকদের নাম নথিভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। পরিকল্পনা অনুযায়ী, শনিবার, 16 জানুয়ারি ভ্যাকসিনেশনের প্রথমদিন প্রতিটি সেন্টারে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ তা এই কো-উইন অ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা। এবং, ওই 100 জনের মধ্যে ভ্যাকসিন কারা নিলেন, কারা নিলেন না, এই সব বিষয়ও এই কো-উইন অ্যাপে নথিভুক্ত হওয়ার কথা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল থেকেই এই কো-উইন অ্যাপে সমসস্যা দেখা দিতে শুরু করে। যা আজ ভ্যাকসিনেশনের শুরু হওয়ার সময়েও দেখা যায়। ফলে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়, আজ প্রতিটি সেন্টারে 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথম দিন কোন সেন্টারে কোন 100 জনকে ভ্যাকসিন দেওয়া হবে? স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ তার তালিকা পাঠানো হয়। এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট 100 জনকে ফোন করে ভ্যাকসিন নেওয়ার কথা জানানো হয়।

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা জানিয়েছেন, এদিন সকালে যে তালিকা এসেছে, সেই তালিকা অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার জন্য সকলে আগে থেকে প্রস্তুত ছিলেন না। এর ফলে সবাই এদিন ভ্যাকসিন নেওয়ার জন্য সংশ্লিষ্ট সেন্টারে উপস্থিত হতে পারেনি। কো-উইন অ্যাপের বিপত্তির জেরে এই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে রাজ্যের প্রতিটি সেন্টারে আজ প্রথম দিন 100 জন ভ্যাকসিন নিতে যেতে পারেননি । রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস জানিয়েছেন, কো-উইন অ্যাপের বিপত্তির জেরে আজ প্রথম দিন প্রতিটি সেন্টারে ভ্যাকসিন নেওয়ার জন্য 100 জনের সবাই উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন : ডায়মন্ডহারবারে শুরু কোরোনা টিকাকরণ

এদিকে আজ বিকাল পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ চলে। যার জেরে, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি, যে ভ্যাকসিনেশনের প্রথম দিন রাজ্যের কোন সেন্টারে কতজন ভ্যাকসিন প্রাপক উপস্থিত হতে পেরেছিলেন। এই কো-উইন অ্যাপের বিপত্তি জেরে এদিন শেষ পর্যন্ত প্রতিটি সেন্টারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ পৌঁছয় যে, কাগজে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন দিতে হবে সংশ্লিষ্ট প্রাপককে। এভাবেই এদিন রাজ্যের প্রতিটি সেন্টারে ভ্যাকসিনেশন চলেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.