ETV Bharat / city

Jagdeep Dhankhar Unwell : শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে রাজ্যপাল জগদীপ ধনকড় - Governor Jagdeep Dhankhar taken to the Hospital for MRI

চিকিৎসকের পরামর্শে এদিন বাঙ্গুর নিউরোলজি সেন্টারে রাজ্যপালের মাথা এবং কাঁধের এমআরআই করা হয় বলে খবর (Governor Jagdeep Dhankhar taken to the Hospital for MRI) ৷

Jagdeep Dhankhar Unwell
অসুস্থ হয়ে হাসপাতালে রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Apr 8, 2022, 4:41 PM IST

Updated : Apr 8, 2022, 7:08 PM IST

কলকাতা, 8 এপ্রিল : শুক্রবার বিকেলে হঠাৎই বাঙ্গুর নিউরোলজি সেন্টারের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ দিনকয়েক আগে মতুয়া মহাসংঘের ডাকে বনগাঁ বারুণী মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল, মাঝপথ ফিরেও আসতে হয় তাঁকে ৷ তাই শুক্রবার বিকেলে জগদীপ ধনকড় হাসপাতালে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে চারদিকে ৷ তবে পরবর্তীতে জানা যায়, আপাতত তিনি অসুস্থ নন ৷ তবে ওইদিনের অসুস্থতার কারণ খুঁজতে হাসপাতালে এসেছেন রাজ্যপাল ৷

চিকিৎসকের পরামর্শে এদিন বাঙ্গুর নিউরোলজি সেন্টারে রাজ্যপালের মাথা এবং কাঁধের এমআরআই করা হয় বলে খবর (Governor Jagdeep Dhankhar taken to the Hospital for MRI) ৷ বারুণী মেলায় যাওয়ার পথে রাজ্যপালের অসুস্থতায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে খোঁজ নিয়েছিলেন তাঁর ৷ এমনকী রাজভবনে গিয়ে দেখেও আসেন তাঁকে ৷ তবে শুক্রবার বাঙ্গুর নিউরোলজি সেন্টারের এমআরআই ইউনিটে রাজ্যপালকে দেখে আর পাঁচটা দিনের মতো সপ্রতিভ মনে হয়নি ৷ বরং কিছুটা অসুস্থই মনে হয় তাঁকে ৷

আরও পড়ুন : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

চলতি মাসের প্রথমদিন বারুণী মেলায় যাওয়ার পথে কৈখালির কাছে অসুস্থতা অনুভব করেন রাজ্যপাল ৷ সে সময় একবার বমিও হয়েছিল তাঁর। ওইদিন রাজভবনেই চিকিৎসকেরা শুশ্রূষা করেছিলেন তাঁকে ৷ এদিন চিকিৎসকের পরামর্শ মেনেই এমআরআই করা হয় রাজ্যপালের। রিপোর্ট পাওয়ার পরেই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ৷

কলকাতা, 8 এপ্রিল : শুক্রবার বিকেলে হঠাৎই বাঙ্গুর নিউরোলজি সেন্টারের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ দিনকয়েক আগে মতুয়া মহাসংঘের ডাকে বনগাঁ বারুণী মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল, মাঝপথ ফিরেও আসতে হয় তাঁকে ৷ তাই শুক্রবার বিকেলে জগদীপ ধনকড় হাসপাতালে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে চারদিকে ৷ তবে পরবর্তীতে জানা যায়, আপাতত তিনি অসুস্থ নন ৷ তবে ওইদিনের অসুস্থতার কারণ খুঁজতে হাসপাতালে এসেছেন রাজ্যপাল ৷

চিকিৎসকের পরামর্শে এদিন বাঙ্গুর নিউরোলজি সেন্টারে রাজ্যপালের মাথা এবং কাঁধের এমআরআই করা হয় বলে খবর (Governor Jagdeep Dhankhar taken to the Hospital for MRI) ৷ বারুণী মেলায় যাওয়ার পথে রাজ্যপালের অসুস্থতায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে খোঁজ নিয়েছিলেন তাঁর ৷ এমনকী রাজভবনে গিয়ে দেখেও আসেন তাঁকে ৷ তবে শুক্রবার বাঙ্গুর নিউরোলজি সেন্টারের এমআরআই ইউনিটে রাজ্যপালকে দেখে আর পাঁচটা দিনের মতো সপ্রতিভ মনে হয়নি ৷ বরং কিছুটা অসুস্থই মনে হয় তাঁকে ৷

আরও পড়ুন : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

চলতি মাসের প্রথমদিন বারুণী মেলায় যাওয়ার পথে কৈখালির কাছে অসুস্থতা অনুভব করেন রাজ্যপাল ৷ সে সময় একবার বমিও হয়েছিল তাঁর। ওইদিন রাজভবনেই চিকিৎসকেরা শুশ্রূষা করেছিলেন তাঁকে ৷ এদিন চিকিৎসকের পরামর্শ মেনেই এমআরআই করা হয় রাজ্যপালের। রিপোর্ট পাওয়ার পরেই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ৷

Last Updated : Apr 8, 2022, 7:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.