কলকাতা, 8 এপ্রিল : শুক্রবার বিকেলে হঠাৎই বাঙ্গুর নিউরোলজি সেন্টারের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ দিনকয়েক আগে মতুয়া মহাসংঘের ডাকে বনগাঁ বারুণী মেলায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল, মাঝপথ ফিরেও আসতে হয় তাঁকে ৷ তাই শুক্রবার বিকেলে জগদীপ ধনকড় হাসপাতালে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে চারদিকে ৷ তবে পরবর্তীতে জানা যায়, আপাতত তিনি অসুস্থ নন ৷ তবে ওইদিনের অসুস্থতার কারণ খুঁজতে হাসপাতালে এসেছেন রাজ্যপাল ৷
চিকিৎসকের পরামর্শে এদিন বাঙ্গুর নিউরোলজি সেন্টারে রাজ্যপালের মাথা এবং কাঁধের এমআরআই করা হয় বলে খবর (Governor Jagdeep Dhankhar taken to the Hospital for MRI) ৷ বারুণী মেলায় যাওয়ার পথে রাজ্যপালের অসুস্থতায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে খোঁজ নিয়েছিলেন তাঁর ৷ এমনকী রাজভবনে গিয়ে দেখেও আসেন তাঁকে ৷ তবে শুক্রবার বাঙ্গুর নিউরোলজি সেন্টারের এমআরআই ইউনিটে রাজ্যপালকে দেখে আর পাঁচটা দিনের মতো সপ্রতিভ মনে হয়নি ৷ বরং কিছুটা অসুস্থই মনে হয় তাঁকে ৷
আরও পড়ুন : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
চলতি মাসের প্রথমদিন বারুণী মেলায় যাওয়ার পথে কৈখালির কাছে অসুস্থতা অনুভব করেন রাজ্যপাল ৷ সে সময় একবার বমিও হয়েছিল তাঁর। ওইদিন রাজভবনেই চিকিৎসকেরা শুশ্রূষা করেছিলেন তাঁকে ৷ এদিন চিকিৎসকের পরামর্শ মেনেই এমআরআই করা হয় রাজ্যপালের। রিপোর্ট পাওয়ার পরেই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ৷