ETV Bharat / city

ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের ঝুলন্ত দেহ উদ্ধার ফ্ল্যাট থেকে - ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল

কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ইজাজ় আসলামের বয়স 31। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার তিনি ৷ প্রায় দুই বছর আগে কলকাতায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের পদে যোগ দেন তিনি ।

death-of-state-deputy-accountant-general
অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Jan 27, 2020, 8:42 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যের ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল সার্ভে পার্কের সরকারি আবাসনে ৷ আজ সকালে সার্ভে পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ইজাজ় আসলাম এস-এর ঝুলন্ত দেহ।


কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ইজাজ় আসলামের বয়স 31। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার তিনি ৷ প্রায় দুই বছর আগে কলকাতায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের পদে যোগ দেন তিনি । সার্ভে পার্কের উচ্চপদস্থ সরকারি কর্মী আবাসনের ছয়তলায় একাই থাকতেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেই ফ্ল্য়াট থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।


পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মানসিক অবসাদে ভুগছিলেন ইজাজ় । তাঁর চিকিৎসা চলছিল। তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে ।

কলকাতা, 27 জানুয়ারি: রাজ্যের ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল সার্ভে পার্কের সরকারি আবাসনে ৷ আজ সকালে সার্ভে পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ইজাজ় আসলাম এস-এর ঝুলন্ত দেহ।


কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ইজাজ় আসলামের বয়স 31। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার তিনি ৷ প্রায় দুই বছর আগে কলকাতায় ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনেরালের পদে যোগ দেন তিনি । সার্ভে পার্কের উচ্চপদস্থ সরকারি কর্মী আবাসনের ছয়তলায় একাই থাকতেন। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেই ফ্ল্য়াট থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে।


পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মানসিক অবসাদে ভুগছিলেন ইজাজ় । তাঁর চিকিৎসা চলছিল। তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । যোগাযোগ করা হয়েছে তাঁর পরিবারের সঙ্গে ।

Intro:কলকাতা, 27 জানুয়ারি: অত্যন্ত উজ্জ্বল ছাত্র ছিলেন। স্বভাবেও শান্ত। কর্মরত ছিলেন কলকাতায় ডেপুটি একাউন্টেন্ট জেনারেল হিসেবে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সার্ভে পার্কের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ। তার দেহ এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।



Body:পুলিশ সূত্রে জানা গেছে, কেরালার তিরুবনন্তপুরমের পাল্লিয়ানাথের বাসিন্দা ঈজাশ আসলাম এস। বয়স 31 বছর। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেসের 2017 ব‍্যাচের অফিসার বছর দুয়েক আগে কলকাতায় ডিপুটি একাউন্টেন্ট জেনারেলের পদে আসেন। কলকাতা সার্ভে পার্কের উচ্চপদস্থ সরকারি কর্মীদের আবাসনে একাই থাকতেন তিনি। ঠিকানা ক্যালকাটা গ্রীনস, 1050/2 সার্ভে পার্ক। এই আবাসনের ছয় তলায় থাকতেন ঈজাশ। আজ সকাল সাড়ে দশটা নাগাদ পুলিশ তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে এখনো পর্যন্ত কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সরকারিভাবে মৃত বলে ঘোষণা করেন।



Conclusion:প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মানসিক অবসাদে ভুগছিলেন ঈজাশ। তার চিকিৎসা চলছিল। সেই সূত্রেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি যোগাযোগ করা হয়েছে তার পরিবারের সঙ্গে। পরিবারের সদস্যরা তিরুবনন্তপুরম থেকে রওনা হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.