ETV Bharat / city

দ্রুত ফলপ্রকাশে কর্মীসংখ্যা বাড়াচ্ছে PSC - লকডাউন 5

বেশি সংখ্যক কর্মী নিয়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ PSC-র কাজ । বাকি ফলগুলি তাড়াতাড়ি প্রকাশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তবে নতুন কোনও পরীক্ষা এখনই হচ্ছে না ।

psc
psc
author img

By

Published : Jun 7, 2020, 1:51 PM IST

Updated : Jun 7, 2020, 3:34 PM IST

কলকাতা, 7 জুন : রাজ‍্য সরকারের নির্দেশ অনুযায়ী দ্রুত ফলপ্রকাশের কাজ কাল থেকে শুরু করছে রাজ‍্য পাবলিক সার্ভিস কমিশন (PSC)। বেশি সংখ‍্যক কর্মী নিয়ে কাজ শুরু হচ্ছে । ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সকল কর্মীদের সোমবার থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

কোরোনার জেরে বন্ধ নিয়োগের সমস্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া । জমায়েতে একদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । অন‍্যদিকে গণপরিবহন সচল না হলে চাকরিপ্রার্থীরা পরীক্ষা ও ইন্টারভিউ দিতে আসতেও সমস‍্যায় পড়বেন । এই কারণেই এই মুহূর্তে কোনও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের । তবে পূর্ববর্তী পরীক্ষার ফল দ্রুত প্রকাশ হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।

20 এপ্রিল থেকে হাতে গোনা কয়েকজন কর্মচারী নিয়ে কাজ করছিল কমিশন । পূর্ববর্তী পরীক্ষা বা ইন্টারভিউয়ের ফল প্রকাশের কাজ চলছিল । কিন্তু, কর্মী সংখ‍্যা কম । বেশি পরিমাণে ফলপ্রকাশের কাজ করা সম্ভব হচ্ছিল না । তবে আগামীকাল থেকে ফলপ্রকাশের কাজে গতি আসবে বলে মনে করছেন কমিশনের চেয়ারম্যান । পাবলিক সার্ভিস কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে 8 জুন থেকে পরপর দুই সপ্তাহে সাতটি কাজের দিন কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । তবে একদিনে কর্মীসংখ্যা 70 শতাংশের উপরে না যাওয়ার ক্ষেত্রেও লক্ষ্য রাখা হচ্ছে । তার জন‍্য রোটেশন ব‍্যবস্থা থাকবে । প্রতিটি বিভাগের দায়িত্বে থাকা প্রধান আধিকারিকদের সেই দিকটিতে নজর রাখতে বলা হয়েছে ।

কমিশনের দপ্তর খোলার দিন থেকে কোরোনার স্বাস্থ‍্যবিধি মেনে কর্মীদের সুরক্ষার ব‍্যবস্থা রাখা হয়েছে । প্রবেশ পথেই থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রা মাপা হচ্ছে । তাপমাত্রা স্বাভাবিক থাকলেই ঢুকতে দেওয়া হচ্ছে তাঁদের । পাশাপাশি হ‍্যান্ড স‍্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে । ইতিমধ্যেই বেশকিছু পদে প্রার্থীদের সুপারিশ তালিকা প্রকাশ করা হয়েছে । প্রকাশ করা হয়েছে কিছু লিখিত পরীক্ষার ফলাফলও । এমনকী বহুদিন ধরে পেন্ডিং ছিল মিসলেনিয়াস সার্ভিস 2018-র প্রধান পরীক্ষার ফলাফল । সেই ফলও প্রকাশ করে দিয়েছে কমিশন । প্রধান পরীক্ষায় সফল 3920জন প্রার্থীর তালিকা প্রকাশ করে তাঁদের ইন্টারভিউয়ের জন্য যোগ‍্য বলে ঘোষণা করা হয়েছে । এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া বাকি রয়েছে । কর্মীসংখ্যা বাড়লে সেই পরীক্ষাগুলির ফলপ্রকাশের কাজে কি গতি আসবে ? উত্তরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "অবশ‍্যই । সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে । আমাদের বেশি ফলাফল বাকি নেই । যেগুলি বাকি আছে সেগুলি দেখছি কত তাড়াতাড়ি করা যায় ।"

কলকাতা, 7 জুন : রাজ‍্য সরকারের নির্দেশ অনুযায়ী দ্রুত ফলপ্রকাশের কাজ কাল থেকে শুরু করছে রাজ‍্য পাবলিক সার্ভিস কমিশন (PSC)। বেশি সংখ‍্যক কর্মী নিয়ে কাজ শুরু হচ্ছে । ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সকল কর্মীদের সোমবার থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।

কোরোনার জেরে বন্ধ নিয়োগের সমস্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া । জমায়েতে একদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । অন‍্যদিকে গণপরিবহন সচল না হলে চাকরিপ্রার্থীরা পরীক্ষা ও ইন্টারভিউ দিতে আসতেও সমস‍্যায় পড়বেন । এই কারণেই এই মুহূর্তে কোনও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা নেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের । তবে পূর্ববর্তী পরীক্ষার ফল দ্রুত প্রকাশ হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।

20 এপ্রিল থেকে হাতে গোনা কয়েকজন কর্মচারী নিয়ে কাজ করছিল কমিশন । পূর্ববর্তী পরীক্ষা বা ইন্টারভিউয়ের ফল প্রকাশের কাজ চলছিল । কিন্তু, কর্মী সংখ‍্যা কম । বেশি পরিমাণে ফলপ্রকাশের কাজ করা সম্ভব হচ্ছিল না । তবে আগামীকাল থেকে ফলপ্রকাশের কাজে গতি আসবে বলে মনে করছেন কমিশনের চেয়ারম্যান । পাবলিক সার্ভিস কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে 8 জুন থেকে পরপর দুই সপ্তাহে সাতটি কাজের দিন কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । তবে একদিনে কর্মীসংখ্যা 70 শতাংশের উপরে না যাওয়ার ক্ষেত্রেও লক্ষ্য রাখা হচ্ছে । তার জন‍্য রোটেশন ব‍্যবস্থা থাকবে । প্রতিটি বিভাগের দায়িত্বে থাকা প্রধান আধিকারিকদের সেই দিকটিতে নজর রাখতে বলা হয়েছে ।

কমিশনের দপ্তর খোলার দিন থেকে কোরোনার স্বাস্থ‍্যবিধি মেনে কর্মীদের সুরক্ষার ব‍্যবস্থা রাখা হয়েছে । প্রবেশ পথেই থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রা মাপা হচ্ছে । তাপমাত্রা স্বাভাবিক থাকলেই ঢুকতে দেওয়া হচ্ছে তাঁদের । পাশাপাশি হ‍্যান্ড স‍্যানিটাইজ়ার ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে । ইতিমধ্যেই বেশকিছু পদে প্রার্থীদের সুপারিশ তালিকা প্রকাশ করা হয়েছে । প্রকাশ করা হয়েছে কিছু লিখিত পরীক্ষার ফলাফলও । এমনকী বহুদিন ধরে পেন্ডিং ছিল মিসলেনিয়াস সার্ভিস 2018-র প্রধান পরীক্ষার ফলাফল । সেই ফলও প্রকাশ করে দিয়েছে কমিশন । প্রধান পরীক্ষায় সফল 3920জন প্রার্থীর তালিকা প্রকাশ করে তাঁদের ইন্টারভিউয়ের জন্য যোগ‍্য বলে ঘোষণা করা হয়েছে । এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া বাকি রয়েছে । কর্মীসংখ্যা বাড়লে সেই পরীক্ষাগুলির ফলপ্রকাশের কাজে কি গতি আসবে ? উত্তরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "অবশ‍্যই । সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে । আমাদের বেশি ফলাফল বাকি নেই । যেগুলি বাকি আছে সেগুলি দেখছি কত তাড়াতাড়ি করা যায় ।"

Last Updated : Jun 7, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.