কলকাতা, 4 মার্চ : আগামী সোমবার নয়, তার আগে শুক্রবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সংযুক্ত মোর্চা ৷ জোটের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটেয় 60 জন প্রার্থীর নাম ঘোষণা করবে তারা ৷ প্রার্থী ঘোষণা করা হবে প্রথম দু’দফার ভোটের জন্য ৷
সংযুক্ত মোর্চা সূত্রে খবর, প্রচার ও দেওয়াল লিখনে যাতে কোনও খামতি থেকে না যায়, তা নিশ্চিত করতেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণ এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ‘‘আইএসএফ, কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথভাবে আগামিকাল কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করবে ৷’’
অন্যদিকে, শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ সেক্ষেত্রে জোটের প্রার্থী ঘোষণার সময় কিছুটা বদলাতে পারে ৷ তবে আপাতত বিকেল চারটেতেই প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট নেতৃত্ব ৷
আরও পড়ুন: বামফ্রন্টের প্রার্থীতালিকা দেখে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
প্রথমে ঠিক ছিল, আগামী সোমবার 8 মার্চ বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷ কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া হয়, ভোটের আগে যতটা সম্ভব জোর দিতে হবে প্রচারে ৷ তারজন্য সময় দরকার ৷ সময় লাগবে দেওয়াল লিখনের কাজ শেষ করার জন্যও ৷ সেই কারণেই প্রাথমিকভাবে শুক্রবার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
সূত্রের খবর, জেলাগুলি থেকে প্রবল চাপ থাকাতেও সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা সময় সাংবাদিক বৈঠকে হাজির থাকবে আরএসপি, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের মতো বাম শরিকরাও ৷