ETV Bharat / city

Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন - কলকাতা পৌরনিগম

মাটির তলা দিয়েই কেবল-ইন্টারনেটের লাইন নিয়ে যেতে হবে কলকাতায় (Underground cable internet line)৷ সে জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভাড়া দিতে হবে (Kolkata corporation news)৷

underground cable internet line to be installed in Kolkata
শহরে মাটির তলা দিয়েই যাবে কেবল-ইন্টারনেটের লাইন
author img

By

Published : Jun 14, 2022, 4:47 PM IST

কলকাতা, 14 জুন: মাটির তলা দিয়েই কেবল এবং ইন্টারনেটের লাইন নিয়ে যেতে হবে কলকাতায় (Underground cable internet line)। সংশ্লিষ্ট সংস্থাকে ভাড়াও গুনতে হবে সেই জন্য । যাকে বলা হচ্ছে 'ইনস্টলেশন চার্জ'। শুরুতেই একেবারে চুক্তি করে আগামী 15 বছরের ভাড়ার টাকা নিয়ে নেওয়া হবে । এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দৃশ্যদূষণ রোধ হবে অনেকটাই । ইতিমধ্যে শহরজুড়ে ধাপে ধাপে চলছে কেবলের তারের জট সরিয়ে ফেলার কাজ । পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত কাজ শুরু হয়েছে হরিশ মুখার্জি রোডে (Kolkata corporation news)।

শুধু এই রাস্তাতেই কেবল সংস্থাগুলির থেকে ভাড়া বাবদ প্রায় 15 কোটি টাকা কোষাগারে ঢুকবে বলে জানা গিয়েছে পৌরনিগম সূত্রে । দীর্ঘ দিন ধরে পরিবেশ কর্মীরা দাবি করে আসছেন, বেআইনি হোর্ডিং-ব্যানারের মতোই কেবল তারের জট যথেষ্ট দৃশ্য দূষণ করে থাকে । বহু ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে । ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সরকারি নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে । শহরজুড়ে খোলা পড়ে থাকা অকেজো তার কেটে তাতে ট্যাগ লাগানো হচ্ছে । সেই কাজ এখন বিভিন্ন জায়গায় চলছে (KMC news)।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: আর 'ওভার টাইম' নয়, বদলে 13 মাসের বেতনের প্রস্তাব পৌরকমিটির

ইউটিলিটি টানেলের পাইলট প্রজেক্টও নেওয়া হয়েছে । ইন্টারনেট, কেবল বা অন্যান্য লাইন মাটির তলা দিয়ে এক টানেলের মধ্যে দিয়েই যাবে । হরিশ মুখার্জি রোডে কাজ শুরু হয়েছে । এতদিন এই ধরনের কাজে পৌরনিগমে 'কশন মানি' জমা রাখতে হত । তবে আলোক বিভাগ নতুন নিয়ম করে এই ইনস্টলেশন চার্জ নিতে শুরু করবে বলেই পরিকল্পনা রয়েছে । বড় সংস্থাগুলি এক মিটার রাস্তাপিছু বছরে 100 টাকা করে দেবে এবং ছোট সংস্থাগুলিকে গুনতে হবে 25 টাকা । আজ এই বিষয়ে বৈঠক হবে । সেখানে চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে ।

কলকাতা, 14 জুন: মাটির তলা দিয়েই কেবল এবং ইন্টারনেটের লাইন নিয়ে যেতে হবে কলকাতায় (Underground cable internet line)। সংশ্লিষ্ট সংস্থাকে ভাড়াও গুনতে হবে সেই জন্য । যাকে বলা হচ্ছে 'ইনস্টলেশন চার্জ'। শুরুতেই একেবারে চুক্তি করে আগামী 15 বছরের ভাড়ার টাকা নিয়ে নেওয়া হবে । এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দৃশ্যদূষণ রোধ হবে অনেকটাই । ইতিমধ্যে শহরজুড়ে ধাপে ধাপে চলছে কেবলের তারের জট সরিয়ে ফেলার কাজ । পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত কাজ শুরু হয়েছে হরিশ মুখার্জি রোডে (Kolkata corporation news)।

শুধু এই রাস্তাতেই কেবল সংস্থাগুলির থেকে ভাড়া বাবদ প্রায় 15 কোটি টাকা কোষাগারে ঢুকবে বলে জানা গিয়েছে পৌরনিগম সূত্রে । দীর্ঘ দিন ধরে পরিবেশ কর্মীরা দাবি করে আসছেন, বেআইনি হোর্ডিং-ব্যানারের মতোই কেবল তারের জট যথেষ্ট দৃশ্য দূষণ করে থাকে । বহু ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে । ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সরকারি নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে । শহরজুড়ে খোলা পড়ে থাকা অকেজো তার কেটে তাতে ট্যাগ লাগানো হচ্ছে । সেই কাজ এখন বিভিন্ন জায়গায় চলছে (KMC news)।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: আর 'ওভার টাইম' নয়, বদলে 13 মাসের বেতনের প্রস্তাব পৌরকমিটির

ইউটিলিটি টানেলের পাইলট প্রজেক্টও নেওয়া হয়েছে । ইন্টারনেট, কেবল বা অন্যান্য লাইন মাটির তলা দিয়ে এক টানেলের মধ্যে দিয়েই যাবে । হরিশ মুখার্জি রোডে কাজ শুরু হয়েছে । এতদিন এই ধরনের কাজে পৌরনিগমে 'কশন মানি' জমা রাখতে হত । তবে আলোক বিভাগ নতুন নিয়ম করে এই ইনস্টলেশন চার্জ নিতে শুরু করবে বলেই পরিকল্পনা রয়েছে । বড় সংস্থাগুলি এক মিটার রাস্তাপিছু বছরে 100 টাকা করে দেবে এবং ছোট সংস্থাগুলিকে গুনতে হবে 25 টাকা । আজ এই বিষয়ে বৈঠক হবে । সেখানে চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.