ETV Bharat / city

বাবার চিকিৎসার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তা, আত্মঘাতী ব্যক্তি - মানসিক অবসাদে আত্মহত্যা

বাবার চিকিৎসার খরচ পাহাড় প্রমাণ ৷ সেই খরচ জোগানো নিয়ে চিন্তায় ছিলেন মৃন্ময় দাস ৷ এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন । গতকাল ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃন্ময় দাসের ৷

image
son committed suicide
author img

By

Published : Jun 16, 2020, 3:16 AM IST

কলকাতা, 16 জুন : বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ । ইদানিং তাঁর ডায়ালিসিস শুরু হয় । এই চিকিৎসায় বিশাল খরচ । এতদিন তাই জোগাতে হিমশিম খাচ্ছিলেন পেশায় মুরগি বিক্রেতা ছেলে ৷ তার উপর কোরোনা ভাইরাসের জেরে দীর্ঘ লকডাউন ৷ তাই বর্তমানে আয় কমে গিয়েছিল তাঁর৷ সংসার চালানোই দুরূহ হয়ে পড়েছিল পর্ণশ্রী থানা এলাকার পারুই দাসপাড়া রোডের মৃন্ময় দাসের৷ আবার বাবার চিকিৎসার খরচ ৷ আর এই দুয়ের জাঁতাকলে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন মৃন্ময়বাবু ৷ তারপর গতকাল তিনি আত্মহত্যা করেন৷

পারুই দাসপাড়া রোডে নিজেদের দোতলা বাড়িতেই থাকতেন মৃন্ময় দাস । বয়স 51 বছর । সোমবার সকালে অনেক ডাকাডাকি করেও তিনি দরজা খুলেছিলেন না । পরে তাঁর স্ত্রী প্রতিবেশীদের ডাকেন । ভাঙা হয় ঘরের দরজা । দেখা যায় সিলিং ফ্যানে গামছা লাগিয়ে ঝুলছেন মৃন্ময় । প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে ৷ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানাতেও । হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পেশায় মুরগি বিক্রেতা মৃন্ময়ের ব্যবসায় ইদানিং ভালো চলছিল না । লকডাউনের জেরে প্রচুর ক্ষতির সম্মুখীন হন তিনি । বাজারে প্রচুর টাকা ধার হয়ে যায় তাঁর । ফলে বাবার চিকিৎসার খরচ যোগানো এক কথায় অসম্ভব হয়ে পড়ে মৃন্ময়ের কাছে ।

স্থানীয়রা বলছেন, মৃন্ময়ের বাবা বাবলু দাস বহুদিন ধরেই অসুস্থ । কয়েক মাস হল তাঁর ডায়ালিসিস শুরু হয়েছে । এই চিকিৎসার খরচ প্রচুর । বর্তমান পরিস্থিতিতে সেই টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না মৃন্ময়ের । সেটা নিয়ে বন্ধুবান্ধব, এমনকী স্ত্রীর কাছেও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি । বাবার এক কাঠা জমি বিক্রি করে চিকিৎসার খরচ তোলার কথাও চিন্তা করেছিলেন । কিন্তু অভিযোগ, সেই জমি দখল করে রেখেছে তাঁর এক কাকা ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতা, 16 জুন : বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ । ইদানিং তাঁর ডায়ালিসিস শুরু হয় । এই চিকিৎসায় বিশাল খরচ । এতদিন তাই জোগাতে হিমশিম খাচ্ছিলেন পেশায় মুরগি বিক্রেতা ছেলে ৷ তার উপর কোরোনা ভাইরাসের জেরে দীর্ঘ লকডাউন ৷ তাই বর্তমানে আয় কমে গিয়েছিল তাঁর৷ সংসার চালানোই দুরূহ হয়ে পড়েছিল পর্ণশ্রী থানা এলাকার পারুই দাসপাড়া রোডের মৃন্ময় দাসের৷ আবার বাবার চিকিৎসার খরচ ৷ আর এই দুয়ের জাঁতাকলে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন মৃন্ময়বাবু ৷ তারপর গতকাল তিনি আত্মহত্যা করেন৷

পারুই দাসপাড়া রোডে নিজেদের দোতলা বাড়িতেই থাকতেন মৃন্ময় দাস । বয়স 51 বছর । সোমবার সকালে অনেক ডাকাডাকি করেও তিনি দরজা খুলেছিলেন না । পরে তাঁর স্ত্রী প্রতিবেশীদের ডাকেন । ভাঙা হয় ঘরের দরজা । দেখা যায় সিলিং ফ্যানে গামছা লাগিয়ে ঝুলছেন মৃন্ময় । প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে ৷ খবর দেওয়া হয় পর্ণশ্রী থানাতেও । হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পেশায় মুরগি বিক্রেতা মৃন্ময়ের ব্যবসায় ইদানিং ভালো চলছিল না । লকডাউনের জেরে প্রচুর ক্ষতির সম্মুখীন হন তিনি । বাজারে প্রচুর টাকা ধার হয়ে যায় তাঁর । ফলে বাবার চিকিৎসার খরচ যোগানো এক কথায় অসম্ভব হয়ে পড়ে মৃন্ময়ের কাছে ।

স্থানীয়রা বলছেন, মৃন্ময়ের বাবা বাবলু দাস বহুদিন ধরেই অসুস্থ । কয়েক মাস হল তাঁর ডায়ালিসিস শুরু হয়েছে । এই চিকিৎসার খরচ প্রচুর । বর্তমান পরিস্থিতিতে সেই টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না মৃন্ময়ের । সেটা নিয়ে বন্ধুবান্ধব, এমনকী স্ত্রীর কাছেও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি । বাবার এক কাঠা জমি বিক্রি করে চিকিৎসার খরচ তোলার কথাও চিন্তা করেছিলেন । কিন্তু অভিযোগ, সেই জমি দখল করে রেখেছে তাঁর এক কাকা ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.