ETV Bharat / city

জ্যোতিষীকে টাকা চেয়ে হুমকি, গড়িয়াহাট থেকে ধৃত দুই তোলাবাজ - police

মুক্তিপণ দিয়ে মেলেনি রেহাই ৷ তোলা চেয়ে নিয়মিত হুমকি দেওয়া হত এক জ্যোতিষীকে ৷ এরপরই গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে৷

জ্যোতিষীকে টাকা চেয়ে হুমকি, গড়িয়াহাট থেকে ধৃত দুই তোলাবাজ
author img

By

Published : Oct 21, 2019, 3:14 AM IST

কলকাতা, 21 অক্টোবর : প্রথমে অপহরণ করা হয়েছিল তাকে ৷ পরে প্রচুর টাকা মুক্তিপণ দিয়ে রেহাই মেলে ৷ এরপরও ভিন জেলা থেকে কলকাতার এক জ্যোতিষীকে তোলা চেয়ে হুমকি ফোন আসছিল বহুদিন ৷ বাধা দিয়েও লাভ হয়নি । এমনকি কল্যাণী এবং মগরা থেকে গড়িয়াহাটে জ্যোতিষের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে চলছিল হুমকি দেওয়া । বাধ্য হয়ে ইমনকল্যাণ ব্যানার্জি নামের ওই জ্যোতিষী খবর দেন গড়িয়াহাট থানায় । তার জেরে গ্রেপ্তার করা হল দুই যুবককে ।

দক্ষিণ কলকাতার রাসবিহারি অ্যাভিনিউয়ে ওই জ্যোতিষীর দপ্তর ৷ রোজ হুমকি ফোন আসায় বাধ্য হয়ে তিনি পুলিশকে জানান পুরো বিষয়টি । তদন্তে নামে গড়িয়াহাট থানা এবং গোয়েন্দা বিভাগের দুষ্কৃতীদমন বিভাগ । তৈরি হয় পরিকল্পনা । সেইমতোই গতকাল ডেকে পাঠানো হয় ওই দুষ্কৃতীদের । ওই জ্যোতিষী তাঁদের বলেন, চেম্বারে আসতে । তৈরি ছিল গড়িয়াহাট থানা এবং ARS অফিসাররা । ওই জ্যোতিষী চেম্বারে দুই তোলাবাজ আসতেই তাঁদের গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম সোনু সিং এবং অজয় রাজভর । সোনু কল্যাণীর বাসিন্দা । অজয়ের বাড়ি হুগলির মগরায় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর আগে কৃষ্ণনগর থেকে তোলাবাজরা অপহরণ করেছিল ইমনকে । প্রচুর টাকা মুক্তিপণ দিয়েই সে যাত্রায় রেহাই মেলে । এ বিষয়ে গত 16 সেপ্টেম্বর কৃষ্ণনগর থানায় দায়ের হয়েছে মামলা । শুধুমাত্র সোনু এবং অজয় নয়, তাদের দলে আছে আরও দুই সাগরেদ । শ্যাম এবং সন্দীপ ভাণ্ডারি ৷ এই দু'জনই কৃষ্ণনগরের অপহরণের মূল চক্রীও ।

কলকাতা, 21 অক্টোবর : প্রথমে অপহরণ করা হয়েছিল তাকে ৷ পরে প্রচুর টাকা মুক্তিপণ দিয়ে রেহাই মেলে ৷ এরপরও ভিন জেলা থেকে কলকাতার এক জ্যোতিষীকে তোলা চেয়ে হুমকি ফোন আসছিল বহুদিন ৷ বাধা দিয়েও লাভ হয়নি । এমনকি কল্যাণী এবং মগরা থেকে গড়িয়াহাটে জ্যোতিষের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে চলছিল হুমকি দেওয়া । বাধ্য হয়ে ইমনকল্যাণ ব্যানার্জি নামের ওই জ্যোতিষী খবর দেন গড়িয়াহাট থানায় । তার জেরে গ্রেপ্তার করা হল দুই যুবককে ।

দক্ষিণ কলকাতার রাসবিহারি অ্যাভিনিউয়ে ওই জ্যোতিষীর দপ্তর ৷ রোজ হুমকি ফোন আসায় বাধ্য হয়ে তিনি পুলিশকে জানান পুরো বিষয়টি । তদন্তে নামে গড়িয়াহাট থানা এবং গোয়েন্দা বিভাগের দুষ্কৃতীদমন বিভাগ । তৈরি হয় পরিকল্পনা । সেইমতোই গতকাল ডেকে পাঠানো হয় ওই দুষ্কৃতীদের । ওই জ্যোতিষী তাঁদের বলেন, চেম্বারে আসতে । তৈরি ছিল গড়িয়াহাট থানা এবং ARS অফিসাররা । ওই জ্যোতিষী চেম্বারে দুই তোলাবাজ আসতেই তাঁদের গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম সোনু সিং এবং অজয় রাজভর । সোনু কল্যাণীর বাসিন্দা । অজয়ের বাড়ি হুগলির মগরায় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এর আগে কৃষ্ণনগর থেকে তোলাবাজরা অপহরণ করেছিল ইমনকে । প্রচুর টাকা মুক্তিপণ দিয়েই সে যাত্রায় রেহাই মেলে । এ বিষয়ে গত 16 সেপ্টেম্বর কৃষ্ণনগর থানায় দায়ের হয়েছে মামলা । শুধুমাত্র সোনু এবং অজয় নয়, তাদের দলে আছে আরও দুই সাগরেদ । শ্যাম এবং সন্দীপ ভাণ্ডারি ৷ এই দু'জনই কৃষ্ণনগরের অপহরণের মূল চক্রীও ।

Intro:কলকাতা, 20 অক্টোবর: ভিন জেলা থেকে কলকাতা জ্যোতিষীকে তোলা চেয়ে হুমকি ফোন। বহুদিন ধরেই চলছিল সেই হুমকি। এমনকি কল্যাণী এবং মগরা থেকে গড়িয়াহাটে জ্যোতিষের অফিসে সশরীরে হাজির হয়ে চলছিল হুমকি দেওয়া। বাধ্য হয়ে ওই জ্যোতিষ খবর দেন গড়িয়াহাট থানায়। তার জেরে গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে।
Body:রাসবিহারী এভিনিউয়ে ভাগ্যচক্র নামে নামে জ্যোতিষ সংস্থা আছে। সেখানে জ্যোতিষ চর্চা করেন ইমন কল্যাণ ব্যানার্জি। বেশ কিছুদিন ধরেই তাঁর কাছে প্রচুর টাকা চেয়ে হুমকি ফোন আসছিল। বাধ্য হয়ে তিনি পুলিশকে জানান পুরো বিষয়টি। তদন্তে নামে গড়িয়াহাট থানা এবং গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশন। তৈরি হয় পরিকল্পনা। গতকাল ডেকে পাঠানো হয় ওই দুষ্কৃতীদের। ওই জ্যোতিষ তাদের বলেন, গড়িয়াহাটের চেম্বারে আসতে। তক্কে তক্কে ছিল গরিয়াহাট থানা এবং ARS অফিসাররা। ওই জ্যোতিষী চেম্বার এ দুই তোলাবাজ আসতেই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর তাদের নাম সোনু সিং এবং অজয় রাজভর। সোনু কল্যাণীর বাসিন্দা। অজয়ের বাড়ি হুগলি মগরা।
Conclusion:তদন্তে পুলিশ জানতে পারে, এর আগে কৃষ্ণনগর থেকে তোলাবাজরা অপহরণ করেছিল ইমনকে। প্রচুর টাকা মুক্তিপণ দিয়েই সে যাত্রায় পরিত্রান মেলে। এ বিষয়ে গত 16 সেপ্টেম্বর কৃষ্ণনগর থানায় দায়ে হয়েছে মামলা। জানাগেছে সোনু এবং অজয় নয়, তাদের দলে আছে আরো দুজন। শ্যাম এবং সন্দীপ ভান্ডারি। এই দুজনে কৃষ্ণনগরের অপহরণের পান্ডা ছিল।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.