ETV Bharat / city

SSC Recruitment Scam: অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ! আবারও ইডি হেফাজতে পার্থ-অর্পিতা জুটি

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়কে (Arpita Mukherjee) আরও দু'দিনের জন্য ইডি হেফাজতে (ED Custody) পাঠাল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court) ৷ দু'জনকেই আরও জেরা করতে চান গোয়েন্দারা ৷

two days ED Custody for Partha Chatterjee and Arpita Mukherjee in SSC Recruitment Scam case
SSC Recruitment Scam: অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ! আবারও ইডি হেফাজতে পার্থ-অর্পিতা জুটি
author img

By

Published : Aug 3, 2022, 7:23 PM IST

Updated : Aug 3, 2022, 8:48 PM IST

কলকাতা, 3 অগস্ট: একই সংস্থায় সমান অংশীদারিত্ব রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) ! আদালতে এমনটাই দাবি করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নিযুক্ত ইডি (Enforcement Directorate) ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের বক্তব্য, এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই অভিযুক্ত তাঁদের হেফাজতে রয়েছেন ৷ কিন্তু, তাঁদের জেরা করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা ৷ কারণ, পার্থ-অর্পিতার কাছ থেকে আরও অনেক গোপন তথ্য বের করা দরকার ৷ আর এই কারণেই ফের একবার এই জুটিকে হেফাজতে নিল ইডি (ED) ৷ তাদের আবেদনের ভিত্তিতে আগামী 5 অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত (ED Custody) মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court) ৷

বুধবার পার্থ ও অর্পিতাকে ফের একবার আদালতে পেশ করা হয় ৷ এজলাসে ইডি-এর তরফে জানানো হয়, তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 9টি ফ্ল্য়াটের হদিশ পেয়েছে তারা ৷ যার মধ্যে পাঁচটির মালিকানা রয়েছে শুধুমাত্র অর্পিতার নামে ৷ আর বাকি চারটি পার্থ এবং অর্পিতার যৌথ সম্পত্তি বলে জানা গিয়েছে ৷ এছাড়াও অপা ইউটিলিটিস নামে একটি সংস্থার খোঁজ মিলেছে ৷ এই সংস্থায় পার্থ এবং অর্পিতার 50 শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে ৷ সেইসঙ্গে, একাধিক অভিযানে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন ইডি গোয়েন্দারা ৷ ফরেনসিক বিভাগ সেগুলি খতিয়ে দেখছে ৷ খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাংক অ্য়াকাউন্ট ৷ এই অবস্থায় পার্থ এবং অর্পিতাকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে সওয়াল করেন ইডি-এর আইনজীবী ৷

আরও পড়ুন: ED and CBI in Birbhum: একাধিক মামলার তদন্তে বীরভূমে ইডি-সিবিআই আধিকারিকদের হানা

এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে আরও চারদিন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আরও তিনদিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি ৷ কিন্তু, পার্থর আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করেন ৷ তাঁর যুক্তি ছিল, পার্থ অসুস্থ ৷ তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হোক ৷ তবে, অর্পিতার ক্ষেত্রে ইডি হেজাফতের বিরোধিতা করা হয়নি ৷ কিন্তু, অর্পিতাকে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয় ৷ অর্পিতার আইনজীবীর আবেদন ছিল, ইডি হেফাজতে থাকাকালীন দিনে অন্তত 20 মিনিট করে হলেও তাঁকে তাঁর মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হোক ৷ তা না হলে মামলা লড়তে সমস্যা হচ্ছে ৷

সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারক দুই অভিযুক্তকেই আগামী 5 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ একইসঙ্গে, ইডি হেফাজতে থাকাকালীন অর্পিতাকে দিনে অন্তত 15 মিনিট করে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতিও দেন ৷ একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, আগের মতোই 48 ঘণ্টা অন্তর দুই অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে ৷ রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত দু'জনের কাউকেই জেরা করা যাবে না ৷ অর্পিতাকে জেরা করা সময় সেখানে মহিলা কর্মী বা আধিকারিককে রাখতে হবে ৷

কলকাতা, 3 অগস্ট: একই সংস্থায় সমান অংশীদারিত্ব রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) ! আদালতে এমনটাই দাবি করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নিযুক্ত ইডি (Enforcement Directorate) ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের বক্তব্য, এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই অভিযুক্ত তাঁদের হেফাজতে রয়েছেন ৷ কিন্তু, তাঁদের জেরা করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা ৷ কারণ, পার্থ-অর্পিতার কাছ থেকে আরও অনেক গোপন তথ্য বের করা দরকার ৷ আর এই কারণেই ফের একবার এই জুটিকে হেফাজতে নিল ইডি (ED) ৷ তাদের আবেদনের ভিত্তিতে আগামী 5 অগস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত (ED Custody) মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court) ৷

বুধবার পার্থ ও অর্পিতাকে ফের একবার আদালতে পেশ করা হয় ৷ এজলাসে ইডি-এর তরফে জানানো হয়, তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 9টি ফ্ল্য়াটের হদিশ পেয়েছে তারা ৷ যার মধ্যে পাঁচটির মালিকানা রয়েছে শুধুমাত্র অর্পিতার নামে ৷ আর বাকি চারটি পার্থ এবং অর্পিতার যৌথ সম্পত্তি বলে জানা গিয়েছে ৷ এছাড়াও অপা ইউটিলিটিস নামে একটি সংস্থার খোঁজ মিলেছে ৷ এই সংস্থায় পার্থ এবং অর্পিতার 50 শতাংশ করে অংশীদারিত্ব রয়েছে ৷ সেইসঙ্গে, একাধিক অভিযানে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন ইডি গোয়েন্দারা ৷ ফরেনসিক বিভাগ সেগুলি খতিয়ে দেখছে ৷ খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাংক অ্য়াকাউন্ট ৷ এই অবস্থায় পার্থ এবং অর্পিতাকে হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে সওয়াল করেন ইডি-এর আইনজীবী ৷

আরও পড়ুন: ED and CBI in Birbhum: একাধিক মামলার তদন্তে বীরভূমে ইডি-সিবিআই আধিকারিকদের হানা

এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়কে আরও চারদিন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আরও তিনদিনের জন্য নিজেদের হেফাজতে চায় ইডি ৷ কিন্তু, পার্থর আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করেন ৷ তাঁর যুক্তি ছিল, পার্থ অসুস্থ ৷ তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হোক ৷ তবে, অর্পিতার ক্ষেত্রে ইডি হেজাফতের বিরোধিতা করা হয়নি ৷ কিন্তু, অর্পিতাকে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয় ৷ অর্পিতার আইনজীবীর আবেদন ছিল, ইডি হেফাজতে থাকাকালীন দিনে অন্তত 20 মিনিট করে হলেও তাঁকে তাঁর মক্কেলের সঙ্গে দেখা করতে দেওয়া হোক ৷ তা না হলে মামলা লড়তে সমস্যা হচ্ছে ৷

সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারক দুই অভিযুক্তকেই আগামী 5 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ একইসঙ্গে, ইডি হেফাজতে থাকাকালীন অর্পিতাকে দিনে অন্তত 15 মিনিট করে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতিও দেন ৷ একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, আগের মতোই 48 ঘণ্টা অন্তর দুই অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে ৷ রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত দু'জনের কাউকেই জেরা করা যাবে না ৷ অর্পিতাকে জেরা করা সময় সেখানে মহিলা কর্মী বা আধিকারিককে রাখতে হবে ৷

Last Updated : Aug 3, 2022, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.