ETV Bharat / city

সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট, পুজোর আগে 4 দিন বন্ধ ব্যাঙ্ক - durga puja

চলতি মাসের 26 ও 27 তারিখ ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে । পুজোর আগে লাগাতার চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় নাকাল হতে পারেন সাধারণ গ্রাহকরা ।

সংযুক্তির প্রতিবাদে ধর্মঘট, পুজোর আগে 4 দিন বন্ধ ব্যাঙ্ক
author img

By

Published : Sep 12, 2019, 5:05 PM IST

Updated : Sep 14, 2019, 6:34 PM IST

দিল্লি, 12 ,সেপ্টেম্বর : দেশজুড়ে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন । কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানায় ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের সদস্যরা । চলতি মাসের 26 ও 27 তারিখ এই ধর্মঘট ডাকা হয়েছে । দেশে ব্যাঙ্ক অফিসারদের ৯টি সংগঠনের মধ্যে চারটি বড় সংগঠনই ধর্মঘটে অংশ নেবে । ধর্মঘটের জেরে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে । কারণ, 26 ও 27 তারিখ বৃহস্পতি ও শুক্রবার 29 তারিখ মাসের চতুর্থ শনিবার । তাই সেদিনও ব্যাঙ্ক বন্ধ । পরদিন রবিবার । প্রসঙ্গত, পুজোর আগে লাগাতার চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় নাকাল হতে পারেন সাধারণ গ্রাহকরা ।

দিন কয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, 10টি ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক মিলিয়ে একটি ব্যাঙ্ক করা হবে । কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্ত হয়ে একটি ব্যাঙ্ক হবে । ইন্ডিয়ান ব্যাঙ্কে মিলে যাবে এলাহাবাদ ব্যাঙ্ক । এছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে ।

সংযুক্তিকরণের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়াবে 12 । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশজুড়ে আন্দোলন শুরু করেন ব্যাঙ্ককর্মীরা ৷ চাকরি হারানোর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ককর্মীরা ৷ দেশের কয়েক লাখ ব্যাঙ্ককর্মীকে অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি বলেছিলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ককর্মীকে নিশ্চিত করছি যে, এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"

মূলত 9 দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, চলতি মাসের ধর্মঘটে যদি টনক নড়ে তাহলে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের পথে যাবেন তারা । ব্যাঙ্ক সংযুক্তিকরণের তীব্র বিরোধিতা করেছেন তিনি । ব্যাঙ্ক সংযুক্তিকরণ ও দীর্ঘদিনের বেতন চুক্তি সম্পাদিত না হওয়ার প্রতিবাদে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে অফিসার্স ইউনিয়নগুলি ।

অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় দাস বলেন, "ধর্মঘট ডাকতে চাই না আমরা । বাধ্য হয়ে শেষ পন্থা ধর্মঘটকে অবলম্বন করতে হচ্ছে । ব্যাঙ্ক সংযুক্তিকরণ দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর কুপ্রভাব ফেলে । এদিকে সরকার কর্ণপাত করছে না । দশটি ব্যাংক সংযুক্তিকরণ করে চারটে ব্যাংক করা হলো। গ্রাহক পরিষেবা এর ফলে বিঘ্নিত হল । ভয়ঙ্কর ভাবে দেশের অর্থনীতিতে কালো ছায়া পড়ল । কর্মসংস্থান বন্ধ হয়ে গেল ।"

দিল্লি, 12 ,সেপ্টেম্বর : দেশজুড়ে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়ন । কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানায় ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের সদস্যরা । চলতি মাসের 26 ও 27 তারিখ এই ধর্মঘট ডাকা হয়েছে । দেশে ব্যাঙ্ক অফিসারদের ৯টি সংগঠনের মধ্যে চারটি বড় সংগঠনই ধর্মঘটে অংশ নেবে । ধর্মঘটের জেরে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে । কারণ, 26 ও 27 তারিখ বৃহস্পতি ও শুক্রবার 29 তারিখ মাসের চতুর্থ শনিবার । তাই সেদিনও ব্যাঙ্ক বন্ধ । পরদিন রবিবার । প্রসঙ্গত, পুজোর আগে লাগাতার চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় নাকাল হতে পারেন সাধারণ গ্রাহকরা ।

দিন কয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, 10টি ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে ৷ 10টি ব্যাঙ্ক মিলে গিয়ে তৈরি হবে চারটি নতুন ব্যাঙ্ক ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক মিলিয়ে একটি ব্যাঙ্ক করা হবে । কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্ত হয়ে একটি ব্যাঙ্ক হবে । ইন্ডিয়ান ব্যাঙ্কে মিলে যাবে এলাহাবাদ ব্যাঙ্ক । এছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে ।

সংযুক্তিকরণের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়াবে 12 । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সেই ঘোষণার পর দেশজুড়ে আন্দোলন শুরু করেন ব্যাঙ্ককর্মীরা ৷ চাকরি হারানোর আশঙ্কায় ভুগতে থাকেন ব্যাঙ্ককর্মীরা ৷ দেশের কয়েক লাখ ব্যাঙ্ককর্মীকে অবশ্য আশ্বস্ত করার চেষ্টা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি বলেছিলেন, "সম্পূর্ণ এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ আমি প্রত্যেকটি ব্যাঙ্ককর্মীকে নিশ্চিত করছি যে, এই সংযুক্তিকরণের ফলে একজনেরও চাকরি যাবে না ৷"

মূলত 9 দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, চলতি মাসের ধর্মঘটে যদি টনক নড়ে তাহলে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের পথে যাবেন তারা । ব্যাঙ্ক সংযুক্তিকরণের তীব্র বিরোধিতা করেছেন তিনি । ব্যাঙ্ক সংযুক্তিকরণ ও দীর্ঘদিনের বেতন চুক্তি সম্পাদিত না হওয়ার প্রতিবাদে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে অফিসার্স ইউনিয়নগুলি ।

অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় দাস বলেন, "ধর্মঘট ডাকতে চাই না আমরা । বাধ্য হয়ে শেষ পন্থা ধর্মঘটকে অবলম্বন করতে হচ্ছে । ব্যাঙ্ক সংযুক্তিকরণ দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর কুপ্রভাব ফেলে । এদিকে সরকার কর্ণপাত করছে না । দশটি ব্যাংক সংযুক্তিকরণ করে চারটে ব্যাংক করা হলো। গ্রাহক পরিষেবা এর ফলে বিঘ্নিত হল । ভয়ঙ্কর ভাবে দেশের অর্থনীতিতে কালো ছায়া পড়ল । কর্মসংস্থান বন্ধ হয়ে গেল ।"

New Delhi, Sep 12 (ANI): Mahmood Madani, general secretary of Jamiat Ulama-i-Hind, on Sep 12 said that he has no problem if NRC is done across India as it will help in knowing about the "intruders" at a time when "genuine citizens" are also looked down upon as intruders. "The NRC should be conducted in the whole country as it will help in knowing how many intruders are here. Even those who are genuine are being blamed. Hence it should be done. I have no problem with that," he told the media in Delhi.


Last Updated : Sep 14, 2019, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.