কলকাতা, 29 ডিসেম্বর : টুইট যুদ্ধে জড়াল শাসক দল ও রাজ্যপাল ৷ বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতির উন্নতির জন্য রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়ে 25 ডিসেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল ৷ 26 তারিখ সেই চিঠির জবাব আসে ৷ মুখ্যমন্ত্রীর সেই চিঠি ছবি তুলে টুইট করেছিলেন রাজ্যপাল ৷ রাজ্যপালের সেই টুইটের জবাবে টুইট পোস্টে উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
-
Am frankly amused. Hon’ble CM communication reflected farsighted approach and hence my step. Hon’ble Minister may check a critical communication of CM was on screen of all channels. No time for tit for tat. Hope we’ll move ahead as indicated by CM and discuss issues across. https://t.co/wkRtIGk9vA
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Am frankly amused. Hon’ble CM communication reflected farsighted approach and hence my step. Hon’ble Minister may check a critical communication of CM was on screen of all channels. No time for tit for tat. Hope we’ll move ahead as indicated by CM and discuss issues across. https://t.co/wkRtIGk9vA
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2019Am frankly amused. Hon’ble CM communication reflected farsighted approach and hence my step. Hon’ble Minister may check a critical communication of CM was on screen of all channels. No time for tit for tat. Hope we’ll move ahead as indicated by CM and discuss issues across. https://t.co/wkRtIGk9vA
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 29, 2019
গতকালই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী তাঁকে 26 ডিসেম্বর যে চিঠি পাঠিয়েছিলেন তার ছবি দিয়ে টুইট করেছিলেন । মুখ্যমন্ত্রী সেই চিঠিতে বলেছিলেনু সংশ্লিষ্ট বিষয়টি শিক্ষামন্ত্রীকে দেখার জন্য জানাবেন ৷ সেই চিঠির ছবি টুইটারে পোস্ট করে রাজ্যপাল লেখেন, তিনি শিক্ষামন্ত্রীর আলোচনার জন্য অপেক্ষা করে রয়েছেন ৷
কিন্তু রাজ্যপালের সেই টুইট মোটেই ভালোভাবে নেয়নি রাজ্য সরকার ৷ রাজ্যপালের জবাবি টুইটে উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর চিঠি সোশাল মিডিয়ায় পোস্ট করায় রাজ্যপালের সঙ্গে সরাসরি আলোচনা নয়, টুইট করেই তাঁকে জবাব দিলেন শিক্ষামন্ত্রী । আজ সকালে পরপর তিনটি টুইট করে শিক্ষামন্ত্রী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান বাতিল হওয়া, যাদবপুরে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ।
-
Efforts to ensure improvement in education scenario seem to be bearing results. To my communication of December 25, CM has responded on Dec 26 that Minister-in-Charge Education will discuss all the issues. I look forward to this. In democracy we have to move in togetherness. pic.twitter.com/MugTFUS1Vm
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Efforts to ensure improvement in education scenario seem to be bearing results. To my communication of December 25, CM has responded on Dec 26 that Minister-in-Charge Education will discuss all the issues. I look forward to this. In democracy we have to move in togetherness. pic.twitter.com/MugTFUS1Vm
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2019Efforts to ensure improvement in education scenario seem to be bearing results. To my communication of December 25, CM has responded on Dec 26 that Minister-in-Charge Education will discuss all the issues. I look forward to this. In democracy we have to move in togetherness. pic.twitter.com/MugTFUS1Vm
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2019
চিঠির বিষয়বস্তুতে লেখা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলি সংক্রান্ত অনুষ্ঠান বাতিল এবং 2019 সালের 24 ও 25 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা । সেই বিষয়ে চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন, "আমায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 25 ডিসেম্বর তাঁকে পাঠানো আপনার চিঠির প্রেক্ষিতে উপরোক্ত বিষয়গুলো নিয়ে অবগত করতে । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত চলা অনুষ্ঠান বাতিলের বিষয় আপনার নজরে আনা হচ্ছে ৷ এই ধরনের অনুষ্ঠানের দিন ঠিক করা, স্থির করা বা বাতিল করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে থাকেন পরিস্থিতির উপর ভিত্তি করে । বিশ্ববিদ্যালয়গুলি অটোনমাস বডি এবং রাজ্য সরকার তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে হস্তক্ষেপ করে না ৷" চিঠির শেষে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন পার্থবাবু ৷
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন ও তার আগের দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যপাল বিক্ষোভের মুখে পড়েছিলেন । সেই বিষয়ে চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার কারণ, পড়ুয়ারা কেন্দ্রীয় সরকার দ্বারা প্রস্তাবিত NRC, NPR ও CAA-র বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিল এবং একই বিষয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করছিল । রাজ্যের পড়ুয়ারা এই আইনের প্রত্যাহার চায় এবং পশ্চিমবঙ্গে এই সবের প্রয়োগের তীব্র বিরোধিতা করছে । আপনার ইচ্ছা অনুযায়ী, আমরা সবসময় একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত, যদি আপনি জোর-জবরদস্তি না করেন ৷ রাজ্য শিক্ষা দপ্তরের স্বার্থে পারস্পরিক বন্ধুত্বসুলভ ব্যবহারও হতে পারে ।"
তবে বিষয়টি নিয়ে আর নতুন করে জলঘোলা করতে চান না বলে পার্থবাবুর টুইটের জবাবে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে অশান্তির পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার কথাও বলেন ধনকড় ৷