কলকাতা, 6 জানুয়ারি : সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । ভাটপাড়া পৌরসভায় আগামীকাল বেলা 1টায় আবার চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে । বৃহস্পতিবার হাইকোর্টকে জানাতে হবে ভোটের ফলাফল ।
30 ডিসেম্বর তৃণমূলের 3 কাউন্সিলরের নোটিশের ভিত্তিতে ভাটপাড়া পৌরসভায় 2 জানুয়ারি আস্থা ভোট হয় ৷ ওই আস্থা ভোটের বিরোধিতা করে হাইকোর্টে যায় BJP ৷ শুক্রবার বিচারপতি অরিন্দম সিনহা ওই আস্থা ভোটের ফল বাতিল করে দেন । চেয়ারম্যান সৌরভ সিং 6 ডিসেম্বরের আস্থা ভোটের বিজ্ঞপ্তি দেন । 20 জানুয়ারি যে আস্থা ভোট ডেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় তা বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি ।
আজ ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন, "নোটিশ দেওয়ার 1 মাস পরে মিটিং করা যায় না । তাহলে তো কেউ নোটিশ দেওয়ার 1 বছর পরেও মিটিং করতে পারে ।" তারপরই আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ৷ জেলাশাসক উপস্থিত থাকবেন সেখানে । ভোটের ফলাফল বন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দেবেন তিনি । আগামীকালের আস্থা ভোটের জন্য আজ জেলাশাসক ও চেয়ারম্যান নোটিশ দিয়ে কাউন্সিলরদের জানাবেন ।