ETV Bharat / city

কাল ফের আস্থা ভোট ভাটপাড়া পৌরসভায় - kolkata high court

ভাটপাড়া পৌরসভা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে ৷ আগামীকাল ফের ভাটপাড়া পৌরসভায় আস্থা ভোট হবে ৷

trust-vote-in-vatpara
ভাটপাড়ায় ফের আস্থা ভোট
author img

By

Published : Jan 6, 2020, 11:05 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । ভাটপাড়া পৌরসভায় আগামীকাল বেলা 1টায় আবার চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে । বৃহস্পতিবার হাইকোর্টকে জানাতে হবে ভোটের ফলাফল ।

30 ডিসেম্বর তৃণমূলের 3 কাউন্সিলরের নোটিশের ভিত্তিতে ভাটপাড়া পৌরসভায় 2 জানুয়ারি আস্থা ভোট হয় ৷ ওই আস্থা ভোটের বিরোধিতা করে হাইকোর্টে যায় BJP ৷ শুক্রবার বিচারপতি অরিন্দম সিনহা ওই আস্থা ভোটের ফল বাতিল করে দেন । চেয়ারম্যান সৌরভ সিং 6 ডিসেম্বরের আস্থা ভোটের বিজ্ঞপ্তি দেন । 20 জানুয়ারি যে আস্থা ভোট ডেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় তা বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি ।

আজ ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন, "নোটিশ দেওয়ার 1 মাস পরে মিটিং করা যায় না । তাহলে তো কেউ নোটিশ দেওয়ার 1 বছর পরেও মিটিং করতে পারে ।" তারপরই আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ৷ জেলাশাসক উপস্থিত থাকবেন সেখানে । ভোটের ফলাফল বন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দেবেন তিনি । আগামীকালের আস্থা ভোটের জন্য আজ জেলাশাসক ও চেয়ারম্যান নোটিশ দিয়ে কাউন্সিলরদের জানাবেন ।

কলকাতা, 6 জানুয়ারি : সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । ভাটপাড়া পৌরসভায় আগামীকাল বেলা 1টায় আবার চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে । বৃহস্পতিবার হাইকোর্টকে জানাতে হবে ভোটের ফলাফল ।

30 ডিসেম্বর তৃণমূলের 3 কাউন্সিলরের নোটিশের ভিত্তিতে ভাটপাড়া পৌরসভায় 2 জানুয়ারি আস্থা ভোট হয় ৷ ওই আস্থা ভোটের বিরোধিতা করে হাইকোর্টে যায় BJP ৷ শুক্রবার বিচারপতি অরিন্দম সিনহা ওই আস্থা ভোটের ফল বাতিল করে দেন । চেয়ারম্যান সৌরভ সিং 6 ডিসেম্বরের আস্থা ভোটের বিজ্ঞপ্তি দেন । 20 জানুয়ারি যে আস্থা ভোট ডেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় তা বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি ।

আজ ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন, "নোটিশ দেওয়ার 1 মাস পরে মিটিং করা যায় না । তাহলে তো কেউ নোটিশ দেওয়ার 1 বছর পরেও মিটিং করতে পারে ।" তারপরই আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ৷ জেলাশাসক উপস্থিত থাকবেন সেখানে । ভোটের ফলাফল বন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দেবেন তিনি । আগামীকালের আস্থা ভোটের জন্য আজ জেলাশাসক ও চেয়ারম্যান নোটিশ দিয়ে কাউন্সিলরদের জানাবেন ।

Intro:আগামীকাল ফের ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট Body:মানস নস্কর---

সিংগল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, আগামীকাল ফের ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে হবে চেয়ারম্যানকে


কলকাতা ৬ জানুয়ারি ঃ
সিংগল বেঞ্চের নির্দেশ খারিজ করলো বিচারপতি দীপংকর দত্ত ও প্রতীক প্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। ভাটপাড়া পুরসভায় আগামীকাল বেলা ১ টার সময় আবার চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে নির্দেশ হাইকোর্টের। বৃহস্পতিবার হাইকোর্টকে জানাতে হবে ভোটের ফলাফল।
এর আগে বিচারপতি অরিন্দম সিনহা গত শুক্রবার তার রায়ে জানান ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলরের নোটিশের ভিত্তিতে ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যানের আস্থা সংক্রান্ত যে ভোট হয়েছিল তা বাতিল করে দেন।এবং চেয়ারম্যান সৌরভ সিং ৬ ডিসেম্বরের নোটিশের ভিত্তিতে ২০ জানুয়ারি যে আস্থা ভোট ডেকেছিলেন সেটাই করতে হবে,নির্দেশ দেন।
ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেন,নোটিশ দেওয়ার একমাস পরে মিটিং করা যায় না।তাহলে তো কেউ নোটিশ দেওয়ার এক বছর পরেও মিটিং করতে পারে।

জেলা শাসক উপস্থিত থাকবেন মিটিং এ। এবং তিনি বন্ধখামে রিপোর্ট দেবেন হাইকোর্টকে।বৃহস্পতিবার।
আগামীকালের আস্থা ভোটের জন্য আজ জেলা শাসক ও চেয়ারম্যান নোটিশ দিয়ে জানাবে কাউন্সিলরদেরকে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.