কলকাতা, 20 অগস্ট : গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আজ, শনিবার আসানসোল আদালতে প্রবেশের সময় দাবি করেন, ‘‘সিবিআই-কে 100 শতাংশ সহযোগিতা করছি । আমার কোনও বেনামি সম্পত্তি নেই ।’’ তাঁর এই দাবিকে সঠিক বললেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের (Trinamool) বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।
অনুব্রতকে গ্রেফতারের পর প্রায় 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাতিল করেছে সিবিআই (CBI) ৷ শুক্রবার বীরভূমের একটি রাইসমিলে হানা দেয় ৷ সেই রাইস মিলের মালিকানাও অনুব্রতর কন্যা ও প্রয়াত স্ত্রীর নামে বলে অভিযোগ ৷ বিরোধীদের দাবি, আগামিদিনে অনুব্রতর আরও বেনামি সম্পত্তি মিলবে ৷
কিন্তু ফিরহাদ হাকিম বলেন, ‘‘ঠিক এটা প্রমাণ হবে ৷ এটা প্রমাণ হবে । একটু অপেক্ষা করুন এটা প্রমাণ হবে । যারা আমাদের উপরে কুৎসা ছড়াচ্ছে, তাদের মুখে ছাই মাখা হবে ।’’
পাশাপাশি ফিরহাদ হাকিম স্বাধীনতা দিবসে নিজের এলাকায় পতাকা উত্তোলন করার পর বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ‘‘আমি কোনও অনৈতিক কাজে যুক্ত নেই । প্রমাণ করতে পারলে নিজেকে ইডি (ED), সিবিআইয়ের আগে নিজেকে মৃত্যুদণ্ড দেব ।’’ সেই প্রসঙ্গ টেনেই বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেছেন, ‘‘ফিরহাদ হাকিম যেভাবে নিজের কথা বুক বাজিয়ে বলতে পেরেছেন, বাকিরা কেন পারছেন না ?’’
এই নিয়ে পালটা ফিরহাদ বলেন, ‘‘আমি আমার কথা বলেছি । কারণ, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে । আমার মনে হয়েছে আমি বলেছি । ওঁকে (লকেট চট্টোপাধ্যায়) কৈফিয়ত দেওয়ার জন্য তো কেউ বলবে না । যার ইচ্ছে হবে বলবে ।’’
আরও পড়ুন : আরও 4 দিন সিবিআই হেফাজতে অনুব্রত, জামিন খারিজ করে নির্দেশ বিচারকের