ETV Bharat / city

বন্ধ টালা ব্রিজ, যাত্রীদের সুবিধায় অতিরিক্ত বাস রাজ্যের

টালা ব্রিজ বন্ধ ৷ যাত্রী স্বাচ্ছন্দ্য মাথায় রেখে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন দপ্তরের ৷

বন্ধ টালা ব্রিজ, যাত্রীদের সুবিধায় অতিরিক্ত বাস রাজ্যের
author img

By

Published : Oct 19, 2019, 1:31 AM IST

কলকাতা, 19 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷ পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অসন্তোষ বেড়েছে বাস মালিকদের মধ্যেও ৷ তাই এবার আরও বেশি বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর । বাস চলাচলের সুবিধার জন্য বিকল্প পথের কথাও ভাবা হচ্ছে । উত্তর 24 পরগনার সোদপুর ও ব্যারাকপুর থেকে শহরে প্রবেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র এই টালা ব্রিজ । সেতুটি বন্ধ থাকার ফলে যাতে যাত্রীদের কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে বলে জানান রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয় শ্যামবাজার, সিঁথি, বি টি রোড, ডানলপ, দমদম চিড়িয়ামোড়ের মতো বিশেষ রাস্তাগুলির সঙ্গে যোগ করে টালা ব্রিজ । মালবাহী গাড়িগুলিকে এখন কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরানো হচ্ছে । বর্তমানে পরিবহন দপ্তর ওই সেতু বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার জন্য 28টি 34 আসনের বাস চালাচ্ছে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,''কালীপুজোর আগে ওই রুটে আরো 50টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 1 নভেম্বর থেকে ওই রাস্তাতেই পূর্বের ভাড়ায় আরও 100টি বাস, 24 আসনের মিনিবাস চালাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।''

তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য টালা অঞ্চলের একটি রঙিন মানচিত্র তৈরি করা হবে । যেটি বিভিন্ন জায়গায় থাকবে, যাতে মানুষ সহজেই বুঝতে পারেন কোন বাস কোন দিক থেকে যাতায়াত করছে ।

বেলগাছিয়া কলকাতা পুলিশের ট্রাফিক ইনস্টিটিউটে টালা ব্রিজ সংক্রান্ত একটি কন্ট্রোল রুম ও একটি সিসিটিভি কন্ট্রোল রুম তৈরি হবে । পরিবহন বিভাগের ডেপুটি ডিরেক্টর গৌতম চক্রবর্তীর নেতৃত্বে 10 জন মোটরভেহিকেল ইনস্পেক্টর পুরো বিষয়টির নজরদারি করবেন । অন্যদিকে কলকাতা মেট্রো রেলের তরফে বাড়তি 10টি ট্রেন চালানো হবে। RG কর মেডিকেল কলেজ ও ডানলপের মধ্যে 20টি বিভিন্ন রাস্তা দিয়ে বাড়তি অটো চলাচল করবে । মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন দপ্তর আলোচনা করবে যাতে ওই অঞ্চলে শাটেল গাড়ি চালানো সম্ভব হয় ।''

কলকাতা, 19 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ ৷ হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷ পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অসন্তোষ বেড়েছে বাস মালিকদের মধ্যেও ৷ তাই এবার আরও বেশি বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর । বাস চলাচলের সুবিধার জন্য বিকল্প পথের কথাও ভাবা হচ্ছে । উত্তর 24 পরগনার সোদপুর ও ব্যারাকপুর থেকে শহরে প্রবেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র এই টালা ব্রিজ । সেতুটি বন্ধ থাকার ফলে যাতে যাত্রীদের কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে বলে জানান রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয় শ্যামবাজার, সিঁথি, বি টি রোড, ডানলপ, দমদম চিড়িয়ামোড়ের মতো বিশেষ রাস্তাগুলির সঙ্গে যোগ করে টালা ব্রিজ । মালবাহী গাড়িগুলিকে এখন কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরানো হচ্ছে । বর্তমানে পরিবহন দপ্তর ওই সেতু বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার জন্য 28টি 34 আসনের বাস চালাচ্ছে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,''কালীপুজোর আগে ওই রুটে আরো 50টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 1 নভেম্বর থেকে ওই রাস্তাতেই পূর্বের ভাড়ায় আরও 100টি বাস, 24 আসনের মিনিবাস চালাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।''

তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য টালা অঞ্চলের একটি রঙিন মানচিত্র তৈরি করা হবে । যেটি বিভিন্ন জায়গায় থাকবে, যাতে মানুষ সহজেই বুঝতে পারেন কোন বাস কোন দিক থেকে যাতায়াত করছে ।

বেলগাছিয়া কলকাতা পুলিশের ট্রাফিক ইনস্টিটিউটে টালা ব্রিজ সংক্রান্ত একটি কন্ট্রোল রুম ও একটি সিসিটিভি কন্ট্রোল রুম তৈরি হবে । পরিবহন বিভাগের ডেপুটি ডিরেক্টর গৌতম চক্রবর্তীর নেতৃত্বে 10 জন মোটরভেহিকেল ইনস্পেক্টর পুরো বিষয়টির নজরদারি করবেন । অন্যদিকে কলকাতা মেট্রো রেলের তরফে বাড়তি 10টি ট্রেন চালানো হবে। RG কর মেডিকেল কলেজ ও ডানলপের মধ্যে 20টি বিভিন্ন রাস্তা দিয়ে বাড়তি অটো চলাচল করবে । মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন দপ্তর আলোচনা করবে যাতে ওই অঞ্চলে শাটেল গাড়ি চালানো সম্ভব হয় ।''

Intro:টালা ব্রিজ বন্ধ করে দেওয়ার জেরে তো হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রী পাশাপাশি ঘুরপথে যাতায়াত করার জন্য অসন্তোষ বেড়েছে বাস মালিকদের মধ্যে তাই এবার আরও বেশি বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর।
Body:বাস চলাচলের সুবিধার জন্য আরও বিকল্প পথের কথা ভাবা হচ্ছে। উত্তর 24 পরগনার সোদপুর ও ব্যারাকপুর থেকে শহরে ঢোকার সব চেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র হল এই টালা ব্রিজ। তাই সেতুটি বন্ধ থাকার ফলে যাতে যাত্রীদের কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে বলে জানান রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয় শ্যামবাজার, সিঁথি, বি টি রোড, ডানলপ, চিড়িয়ামোডের মতো বিশেষ রাস্তাগুলির সঙ্গে যোগ করে টালা ব্রিজ।

মালবাহী গাড়ি গুলিকে এখন কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘোরানো হচ্ছে। বর্তমানে পরিবহন দপ্তর ওই সেতু বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার জন্য 28 টি 34 আসনের বাস চালাচ্ছে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন কালীপুজোর আগে ওই রুটে আরো 50 টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 নভেম্বর থেকে ওই রাতেই পূর্বের ভাড়ায় আরও 100 টি বাস 24 আসনের মিনিবাস চালাবো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন সাধারণ মানুষের সুবিধার জন্য টালা অঞ্চলের একটি রঙিন মানচিত্র তৈরি করা হবে। যেটি বিভিন্ন জায়গায় থাকবে যাতে মানুষ সেটি দেখে সহজেই বুঝতে পারেন কোন বাস কোন দিক থেকে যাতায়াত করছে।

বেলগাছিয়া কলকাতা পুলিশের ট্রাফিক ইন্সিটিউটে টালা ব্রিজ সংক্রান্ত একটি কন্ট্রোল রুম ও একটি সিসিটিভি কন্ট্রোল রুম তৈরি হবে। ডেপুটি ডাইরেক্টর ট্রান্সপোর্ট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে 10 জন মোটরভিকেল ইন্সপেক্টর পুরো বিষয়টির নজরদারি করবেন।

অন্যদিকে কলকাতা মেট্রো রেলের তরফে বাড়তি 10 ট্রেন চালানো হবে।

আরজিকর মেডিকেল কলেজ ও ডানলপের মধ্যে 20 টি বিভিন্ন রাস্তা দিয়ে বাড়তি অটো চলাচল করবে।Conclusion:মিন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন দপ্তর আলোচনা করবে যাতে ওই অঞ্চলে স্যাটেল গাড়ি চালানো সম্ভব হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.