ETV Bharat / city

কোরোনার জেরে দেশজুড়ে বেহাল পর্যটন ব্যবসা - tourism business in loss corona

কোরোনা আতঙ্কে ছুটি থাকলেও ঘুরতে যাচ্ছে না মানুষ৷

tourism sector heavily impacted for corona
বেহাল পর্যটন
author img

By

Published : Mar 16, 2020, 11:16 PM IST

Updated : Mar 17, 2020, 6:19 AM IST

কলকাতা, 16 মার্চ: কোরোনার জেরে বেহাল পর্যটন ব্যবসা৷ বিশ্বজুড়ে মারণ থাবা বসিয়েছে কোরোনা। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে অধিকাংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ। বহু বেসরকারি অফিসের কর্মীও বাড়ি থেকে কাজ করছেন। তবু, ছুটিতে কোথাও যাওয়ার জো নেই ৷ ফলে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প।

একটি নামী পর্যটন সংস্থার আধিকারিক কৌশিক ঘোষ বলেন, "গোটা দেশে আমাদের প্রায় 9 টি শাখা রয়েছে।

বেহাল পর্যটন ব্যবসা

গত কয়েকদিনে এই 9টি শাখা মিলিয়ে 3300টির কাছাকাছি টিকিট বাতিল হয়েছে।"

কলকাতা, 16 মার্চ: কোরোনার জেরে বেহাল পর্যটন ব্যবসা৷ বিশ্বজুড়ে মারণ থাবা বসিয়েছে কোরোনা। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে অধিকাংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ। বহু বেসরকারি অফিসের কর্মীও বাড়ি থেকে কাজ করছেন। তবু, ছুটিতে কোথাও যাওয়ার জো নেই ৷ ফলে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প।

একটি নামী পর্যটন সংস্থার আধিকারিক কৌশিক ঘোষ বলেন, "গোটা দেশে আমাদের প্রায় 9 টি শাখা রয়েছে।

বেহাল পর্যটন ব্যবসা

গত কয়েকদিনে এই 9টি শাখা মিলিয়ে 3300টির কাছাকাছি টিকিট বাতিল হয়েছে।"

Last Updated : Mar 17, 2020, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.