ETV Bharat / city

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথমদিনে আয় 1.31 লাখ - কলকাতা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রাত 8 টা পর্যন্ত মোট যাত্রী সংখ্যা ছিল 13,495 জন ৷ মোট আয় প্রায় 1.31 লাখ ৷

total income on first day of East West Metro
মেট্রো
author img

By

Published : Feb 14, 2020, 11:56 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ থেকে যাত্রীদের জন্য পরিষেবা চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৷ আজ সকাল 8 টা নাগাদ প্রথম মেট্রো ছাড়ে ৷ মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রাত 8 টা পর্যন্ত মোট যাত্রী সংখ্যা ছিল 13,495 জন ৷ মোট আয় প্রায় 1.31 লাখ ৷

কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "সবে মাত্র যাত্রা শুরু ৷ আস্তে আস্তে দিন যত যাবে, আয়ের পরিমাণ তত বাড়বে বলে আশা করছি । " 13 ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন হয় ৷ তবে বাণিজ্যিকভাবে মেট্রো চালু হয় আজ । প্রথম দিনই সকাল সাড়ে ছয়টা থেকে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লাইন চোখে পড়ে । আজ ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে প্রথম যাত্রীকে একটি গোলাপ ফুল ও মেমেন্টো দিয়ে স্বাগত জানানো হয় । প্রথম 50 জন যাত্রীকে একটি করে লাল গোলাপ দেওয়া হয় ।

আরও পড়ুন: লাল গোলাপে স্বাগত ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের

প্রথম পর্যায়ে মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৷ 6টি স্টেশন অতিক্রম করতে লাগবে মোট 12 মিনিট ৷ প্রতিদিন সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত প্রতি 20 মিনিট অন্তর চলবে মেট্রো ৷

আরও পড়ুন: চালু ইস্ট-ওয়েস্ট মেট্রো, প্রথম দিনের অভিজ্ঞতা কেমন

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ থেকে যাত্রীদের জন্য পরিষেবা চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৷ আজ সকাল 8 টা নাগাদ প্রথম মেট্রো ছাড়ে ৷ মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রাত 8 টা পর্যন্ত মোট যাত্রী সংখ্যা ছিল 13,495 জন ৷ মোট আয় প্রায় 1.31 লাখ ৷

কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "সবে মাত্র যাত্রা শুরু ৷ আস্তে আস্তে দিন যত যাবে, আয়ের পরিমাণ তত বাড়বে বলে আশা করছি । " 13 ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন হয় ৷ তবে বাণিজ্যিকভাবে মেট্রো চালু হয় আজ । প্রথম দিনই সকাল সাড়ে ছয়টা থেকে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের লাইন চোখে পড়ে । আজ ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে প্রথম যাত্রীকে একটি গোলাপ ফুল ও মেমেন্টো দিয়ে স্বাগত জানানো হয় । প্রথম 50 জন যাত্রীকে একটি করে লাল গোলাপ দেওয়া হয় ।

আরও পড়ুন: লাল গোলাপে স্বাগত ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের

প্রথম পর্যায়ে মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৷ 6টি স্টেশন অতিক্রম করতে লাগবে মোট 12 মিনিট ৷ প্রতিদিন সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত প্রতি 20 মিনিট অন্তর চলবে মেট্রো ৷

আরও পড়ুন: চালু ইস্ট-ওয়েস্ট মেট্রো, প্রথম দিনের অভিজ্ঞতা কেমন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.