ETV Bharat / city

চালু লোকাল ট্রেন, বাড়ানো হচ্ছে বাসের সংখ্যাও

লোকাল ট্রেনের যাত্রীদের সুবিধার্থে আজ থেকে পথে নামবে প্রায় 4000 বাস ৷ গুরুত্বপূর্ণ স্টেশনের সামনেও থাকবে পর্যাপ্ত বাস পরিষেবা ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 11, 2020, 11:00 AM IST

কলকাতা, 11 নভেম্বর : চালু হয়েছে লোকাল ট্রেন ৷ সেই কারণে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধি ও রুটের পরিবর্তন নিয়ে গতকাল বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করে পরিবহন দপ্তর ৷

লোকাল ট্রেন চালু হলে সবকটি স্টেশনের বাইরে বাস ও অন্য গণপরিবহন বাড়ানোর দাবি উঠেছে বারবার । তাই আজ থেকে সরকারি ও বেসরকারি বাস ও অন্য যান চলাচল স্বাভাবিক ও মসৃণ রাখতে বৈঠক করে পরিবহন দপ্তর । প্রতিটি রুটে বিশেষ করে যেসব রুটগুলি হাওড়া ও শিয়ালদাকে যোগ করেছে সেই রুটগুলিতে পূর্ণ সংখ্যায় বাস নামাতে হবে । বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে সুরজিৎ সাহা বলেন , "আনলক পর্বে রাস্তায় বর্তমানে প্রায় দুই থেকে আড়াই হাজার বেসরকারি বাস ও মিনি বাস চলাচল করছিল । পরিবহন দপ্তরকে আশ্বাস দিয়েছি আজ থেকে চেষ্টা করা হবে চার থেকে সাড়ে চার হাজার বাস নামানোর ৷ "

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "স্টেশনের বিভিন্ন জায়গা থেকে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের বাস পেতে যাতে কোনও সমস্যা না হয় তাই বাস ও মিনিবাসের সংখ্যা বৃদ্ধি করতে আবেদন করা হয়েছে । প্রতি স্টেশনে পরিবহন দপ্তরের আধিকারিকরা পুরো বিষয়টির তত্বাবধানে থাকবেন । এর পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাসের অন্য সমস্যাগুলি নিয়েও আলোচনা করা হয় ৷ লকডাউন ও তারপর যাত্রীর অভাবে রোজগার না থাকায় বহু বাস CF পারমিট নবীকরণ করতে পারেনি । পাশাপাশি অনেক বাস মালিকরা ইনসুরেন্সের টাকা জমা দিতে পারছে না । তাই ফাইন ছাড়া যাতে নবীকরণ করার ব্যবস্থা হয় সেই বিষয় আলোচনা হয় । "

কলকাতা, 11 নভেম্বর : চালু হয়েছে লোকাল ট্রেন ৷ সেই কারণে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা বৃদ্ধি ও রুটের পরিবর্তন নিয়ে গতকাল বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করে পরিবহন দপ্তর ৷

লোকাল ট্রেন চালু হলে সবকটি স্টেশনের বাইরে বাস ও অন্য গণপরিবহন বাড়ানোর দাবি উঠেছে বারবার । তাই আজ থেকে সরকারি ও বেসরকারি বাস ও অন্য যান চলাচল স্বাভাবিক ও মসৃণ রাখতে বৈঠক করে পরিবহন দপ্তর । প্রতিটি রুটে বিশেষ করে যেসব রুটগুলি হাওড়া ও শিয়ালদাকে যোগ করেছে সেই রুটগুলিতে পূর্ণ সংখ্যায় বাস নামাতে হবে । বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে সুরজিৎ সাহা বলেন , "আনলক পর্বে রাস্তায় বর্তমানে প্রায় দুই থেকে আড়াই হাজার বেসরকারি বাস ও মিনি বাস চলাচল করছিল । পরিবহন দপ্তরকে আশ্বাস দিয়েছি আজ থেকে চেষ্টা করা হবে চার থেকে সাড়ে চার হাজার বাস নামানোর ৷ "

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "স্টেশনের বিভিন্ন জায়গা থেকে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের বাস পেতে যাতে কোনও সমস্যা না হয় তাই বাস ও মিনিবাসের সংখ্যা বৃদ্ধি করতে আবেদন করা হয়েছে । প্রতি স্টেশনে পরিবহন দপ্তরের আধিকারিকরা পুরো বিষয়টির তত্বাবধানে থাকবেন । এর পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাসের অন্য সমস্যাগুলি নিয়েও আলোচনা করা হয় ৷ লকডাউন ও তারপর যাত্রীর অভাবে রোজগার না থাকায় বহু বাস CF পারমিট নবীকরণ করতে পারেনি । পাশাপাশি অনেক বাস মালিকরা ইনসুরেন্সের টাকা জমা দিতে পারছে না । তাই ফাইন ছাড়া যাতে নবীকরণ করার ব্যবস্থা হয় সেই বিষয় আলোচনা হয় । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.