ETV Bharat / city

দমকলে একগুচ্ছ অত্যাধুনিক পরিষেবা চালু করলেন দমকলমন্ত্রী - মোবাইল কন্ট্রোল রুম

দমকলমন্ত্রী জানান, বক্সিরহাট, গোয়ালপুকুর, বজবজ এবং সাঁইথিয়া এই চারটি জায়গায় ফায়ার স্টেশনের উদ্বোধন করা হয় ৷ পাশাপাশি 12টি ওয়াটার ব্রাউজার, 10টি ব্রেকডাউন এবং 2টি মোবাইল কন্ট্রোল রুম পরিষেবা চালু করা হয় ।

Mobile Control Room
মোবাইল কন্ট্রোল রুম
author img

By

Published : Feb 12, 2020, 10:31 PM IST

বিধাননগর, 12 ফেব্রুয়ারি : আজ বাঁকুড়া থেকে বিভিন্ন জেলায় ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । আজ বিধাননগর থেকে দমকলমন্ত্রী সুজিত বসু সেই পরিষেবাগুলি চালু করেন ৷

সুজিতবাবু জানান, বক্সিরহাট, গোয়ালপুকুর, বজবজ এবং সাঁইথিয়া এই চারটি জায়গায় ফায়ার স্টেশনের উদ্বোধন করা হয় ৷ পাশাপাশি 12টি ওয়াটার ব্রাউজার, 10টি ব্রেকডাউন এবং 2টি মোবাইল কন্ট্রোল রুম পরিষেবা চালু করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র এবং ফায়ারের DG জগমোহন ৷ বলেন, "আমরা দমকলকে অত্যাধুনিক করার জন্য এই পরিষেবাগুলি চালু করলাম ৷ বড় জায়গায় আগুন লাগলে আমাদের এধরনের বড় বাস, কন্ট্রোল রুমের প্রয়োজন হয় ৷ এটাতে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে ৷ মনিটরিং ব্যবস্থা রয়েছে ৷ আলোর ব্যবস্থা রয়েছে ৷ পাশাপাশি রোবটের টেন্ডার হয়ে গেছে ৷ রোবট আমরা আনতে চলেছি ৷ ড্রোন আনতে চলেছি ৷ এই বাস আপাতত কলকাতাতেই থাকবে ৷ জেলার জন্য পরে চিন্তাভাবনা করা হবে ৷ "

তিনি আরও বলেন, " কয়েকদিন আগে আমাদের মুখ্যমুন্ত্রী ফায়ারের ফিজ় সরলীকরণ করে দিয়েছেন ৷ অনেক কম করে দিয়েছেন ৷"

বিধাননগর, 12 ফেব্রুয়ারি : আজ বাঁকুড়া থেকে বিভিন্ন জেলায় ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । আজ বিধাননগর থেকে দমকলমন্ত্রী সুজিত বসু সেই পরিষেবাগুলি চালু করেন ৷

সুজিতবাবু জানান, বক্সিরহাট, গোয়ালপুকুর, বজবজ এবং সাঁইথিয়া এই চারটি জায়গায় ফায়ার স্টেশনের উদ্বোধন করা হয় ৷ পাশাপাশি 12টি ওয়াটার ব্রাউজার, 10টি ব্রেকডাউন এবং 2টি মোবাইল কন্ট্রোল রুম পরিষেবা চালু করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র এবং ফায়ারের DG জগমোহন ৷ বলেন, "আমরা দমকলকে অত্যাধুনিক করার জন্য এই পরিষেবাগুলি চালু করলাম ৷ বড় জায়গায় আগুন লাগলে আমাদের এধরনের বড় বাস, কন্ট্রোল রুমের প্রয়োজন হয় ৷ এটাতে অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে ৷ মনিটরিং ব্যবস্থা রয়েছে ৷ আলোর ব্যবস্থা রয়েছে ৷ পাশাপাশি রোবটের টেন্ডার হয়ে গেছে ৷ রোবট আমরা আনতে চলেছি ৷ ড্রোন আনতে চলেছি ৷ এই বাস আপাতত কলকাতাতেই থাকবে ৷ জেলার জন্য পরে চিন্তাভাবনা করা হবে ৷ "

তিনি আরও বলেন, " কয়েকদিন আগে আমাদের মুখ্যমুন্ত্রী ফায়ারের ফিজ় সরলীকরণ করে দিয়েছেন ৷ অনেক কম করে দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.