ETV Bharat / city

রবীন্দ্রভারতীতে জয়ী TMCP, ভোটের নামে প্রহসন বলছে বিরোধীরা

292 টি CR (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) আসনের মধ্যে 285 টিতে ভোট হওয়ার কথা ছিল । সেগুলির মধ্যে 11টি বাদে বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ । 11 টি আসনে ভোট হয় আজ । তার মধ্যে 9 টিতে জিতেছে TMCP ।

Rabindra Bharati University
রবীন্দ্রভারতী
author img

By

Published : Dec 2, 2019, 9:16 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর :রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটে জিতল TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) । 292 টি CR (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) আসনের মধ্যে 285 টিতে ভোট হওয়ার কথা ছিল । সেগুলির মধ্যে 11টি বাদে বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ । 11 টি আসনে ভোট হয় আজ । তার মধ্যে 9 টিতে জিতেছে TMCP । বাকি দু'টিতে জিতেছে নির্দল প্রার্থী ।

TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি বিশ্বজিৎ দে (বাপ্পা) বলেন, "292 টি আসনের প্রতিটিতেই তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন জমা দিয়েছিল । এই জয় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ । প্রতিদিন যদি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তাদের পরিষেবা দেওয়া যায় তাহলে ভোটের ফলাফল এরকম হওয়াটাই স্বাভাবিক । এটা সম্পূর্ণভাবেই প্রত‍্যাশিত ছিল ।"

TMCP
সবুজ পতাকায় ঢাকল রবীন্দ্র ভারতী

TMCP-র জয় নিয়ে SFI-এর রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে । বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে । শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে । যদি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত একরকম হবে, আর যদি গুন্ডামি করে নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত অন্যরকম হবে । এটা ছাত্রদের জনমতের প্রতিফলন বলে আমরা মনেই করছি না । এটাকে ভোট বলা যায় না ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি

CP-র সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য প্রচার চলছে । কলেজগুলো থেকে কাটমানি আসছে । সরকারের সদিচ্ছা নেই সঠিকভাবে ছাত্রভোট করতে দেওয়ার ।"

বিশ্বজিৎ দে বলেন, "যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকত তাহলে কিন্তু 11টা আসনে লড়াইটা হতো না ।"

কলকাতা, 2 ডিসেম্বর :রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটে জিতল TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) । 292 টি CR (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) আসনের মধ্যে 285 টিতে ভোট হওয়ার কথা ছিল । সেগুলির মধ্যে 11টি বাদে বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ । 11 টি আসনে ভোট হয় আজ । তার মধ্যে 9 টিতে জিতেছে TMCP । বাকি দু'টিতে জিতেছে নির্দল প্রার্থী ।

TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি বিশ্বজিৎ দে (বাপ্পা) বলেন, "292 টি আসনের প্রতিটিতেই তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন জমা দিয়েছিল । এই জয় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ । প্রতিদিন যদি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তাদের পরিষেবা দেওয়া যায় তাহলে ভোটের ফলাফল এরকম হওয়াটাই স্বাভাবিক । এটা সম্পূর্ণভাবেই প্রত‍্যাশিত ছিল ।"

TMCP
সবুজ পতাকায় ঢাকল রবীন্দ্র ভারতী

TMCP-র জয় নিয়ে SFI-এর রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে । বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে । শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে । যদি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত একরকম হবে, আর যদি গুন্ডামি করে নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত অন্যরকম হবে । এটা ছাত্রদের জনমতের প্রতিফলন বলে আমরা মনেই করছি না । এটাকে ভোট বলা যায় না ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি

CP-র সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য প্রচার চলছে । কলেজগুলো থেকে কাটমানি আসছে । সরকারের সদিচ্ছা নেই সঠিকভাবে ছাত্রভোট করতে দেওয়ার ।"

বিশ্বজিৎ দে বলেন, "যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকত তাহলে কিন্তু 11টা আসনে লড়াইটা হতো না ।"

Intro:কলকাতা, 2 ডিসেম্বর: আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট। কিন্তু, প্রত‍্যাশিতভাবেই ভোট শুরুর অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দলের ছাত্র সংগঠন TMCP। জানা গেছে, মোট 292টি ক্লাস রিপ্রেজেন্টেটিভের আসনে ছাত্রভোট হওয়ার কথা ছিল। তার মধ্যে 11টি আসন বাদে বাকি সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তাই বলাই যেতে পারে বিনা প্রতিদন্দ্বিতাতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জিতল TMCP।



Body:আজ বেলা 12টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে দুপুর 2টো পর্যন্ত। ইংরেজি ও নৃত‍্য বিভাগের মোট 11টি ক্লাস রিপ্রেজেন্টেটিভের আসনে চলবে ভোটগ্রহণ। যদিও, এই 11টি আসনে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থেকেই তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে দেখা গেছে জয়ের উচ্ছ্বাস। ক্যাম্পাসে স্থানে স্থানে TMCPর ফ্ল‍্যাগ হাওয়ায় উড়ছে। জয় উৎসব পালনের জন্য সবুজ আবির খেলায় মাততে সাদা কুর্তি পড়ে ও সবুজ ওড়না নিয়ে এসেছেন TMCP-র মহিলা সদস‍্যরা।

ভোটগ্রহণ পর্বের আগেই জয়। তা নিয়ে TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি বিশ্বজিৎ দে (বাপ্পা) বলেন, "292টা আসনে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভের পদের প্রতিটাতেই তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন জমা দিয়েছে। তার মধ্যে 11টা আসনে ইন্ডিপেন্ডেন্ট ক‍্যান্ডিডেট অতিরিক্তভাবে নমিনেশন জমা দিয়েছে। আজ বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেই 11টা আসনে লড়াই হবে। এই 11টা আসন ছেড়ে বাদবাকি সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ জিতে গেছে। এই জয়টা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। সবাই সাহায‍্য করেছে। প্রতিদিন যদি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তাঁদের সুবিধা, অসুবিধা, ভালো-মন্দ চিন্তাভাবনা করা যায়, তাঁদের পরিষেবা দেওয়া যায় তাহলে ভোটের ফলাফল এরকম হওয়াটাই স্বাভাবিক। এটা সম্পূর্ণভাবেই প্রত‍্যাশিত ছিল।"

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে জয়ী বামেদের ছাত্র সংগঠন SFI রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভোটে দাঁড়াতেই পারেনি। কয়েকটি নমিনেশন তুলতে পারলেও শেষ পর্যন্ত হুমকির মুখে তাঁদের ভোটের লড়াই থেকে সরে এসে দাঁড়াতে হয়েছে বলে অভিযোগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিনা প্রতিদন্দ্বিতায় TMCP-র জয় নিয়ে SFI-এর রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "এটা ভোটের নামে প্রহসন হয়েছে। যবে থেকে রবীন্দ্রভারতীতে ভোটের আবহ তৈরি হয়েছে তবে থেকে ইন্ডিভিজুয়ালি ছাত্র-ছাত্রীদের এবং অন‍্যান‍্য সংগঠনের কর্মী যাঁরা আছে তাঁদেরকে ধরে ধরে হুমকি দেওয়া, এমনকি শারীরিকভাবে নিগ্রহ সহ সমস্ত কিছু করা হয়েছে। সুতরাং, এটা ভোটের নামে প্রহসন হয়েছে। আমরা আগেই বলেছিলাম, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত একরকম হবে, আর যদি গুণ্ডামি করে নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত আর একরকম হবে। এটা ছাত্রদের জনমতের প্রতিফলন বলে আমরা মনেই করছি না। এটা তৃণমূলের নিজেদের পার্টি হচ্ছে। এটাকে ভোট বলা যায় না।"

কংগ্রেসের ছাত্র পরিষদের (CP) সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "শাসক দল যেভাবে চাপ সৃষ্টি করেছে তা পঞ্চায়েতে, মিউনিসিপ‍্যালিটিতে, বহু মায়ের কোল শূন্য হয়েছে। বাংলায় ছাত্র রাজনীতির কোনও বিকল্প নেই। পড়ুয়ারাই পারে ছাত্র রাজনীতিকে সংগঠিত করে একটা জায়গায় নিয়ে যেতে। কিন্তু, যেভাবে বাংলার রাজনীতিটা এখন চলছে তাতে যাদের মেধা আছে, যাঁরা কিছু করতে যায় তাঁরা এই সরকারের চাপের কারণে এগিয়ে আসতে পারছে না। আমরা সেইজন্য বারবার বলেছিলাম, সরকারের যে সদিচ্ছা আছে সেটা জানা দরকার। আমাদের কাছে রীতিমতো খবর এসেছে, শুধু এই চারটে বিশ্ববিদ্যালয় নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য যে কলেজগুলিতে ভোট হওয়ার কথা সেখানে এখন থেকেই TMCP-র ছেলেরা বলছে, আমরা কাউকে নমিনেশনই তুলতে দেব না। এখন পরীক্ষা চলছে কলেজগুলোতে। আর এখন থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য প্রচার চলছে। কলেজগুলো থেকে কাটমানি আসছে। তাই সরকারের সদিচ্ছা নেই সঠিকভাবে ছাত্রভোট করতে দেওয়ার।"

ভোটের নামে প্রহসন বা অগণতান্ত্রিক পরিবেশে ছাত্রভোট হচ্ছে বলে অভিযোগ উঠছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিশ্বজিৎ দে বলেন, "আমরা ছোটবেলায় নীতিমালার গল্পে পড়েছিলাম আঙুর ফল না পেলেই টক হয়ে যায়। আমরা তো পরিশ্রমটা করি, আমরা সারাদিন ধরেই ছাত্র-ছাত্রীদের পাশে থাকি। তার ফলাফল স্বরূপ এটা হয়েছে। যাঁরা পাশে থাকে না, যাঁরা বিচ্ছিন্ন তাঁরা বাইরে থেকে এই ধরনের মন্তব্য করে। যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকত তাহলে কিন্তু 11টা আসনে লড়াইটা হতো না।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.