কলকাতা, 19 মে : যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল । অভিযোগ করেন ওই কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা ।
আজ সকালে যাদবপুরের 150/137 নম্বর বুথে বেশ কয়েকজন মহিলা কাপড়ে মুখ ঢেকে ভোট দিতে যান । অনুপম হাজরা বলেন, "ওরা তৃণমূল কর্মী । তবে, পরিচয় জানা যায়নি । আমরা ওদের বাধা দিতে গেলে বুথে ঝামেলা করে ।"
অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনী ওই মহিলাদের বুথ থেকে বের করে দেয় । বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানান অনুপম ।
অন্যদিকে, এক BJP কর্মীর গাড়ি ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ওই গাড়িতে অনুপমও ছিলেন । অনুপম বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছে । BJP মণ্ডল সভাপতিকেও মারধর করা হয়েছে । আমরা তিন পোলিং এজেন্টকে উদ্ধার করেছি । 52টি বুথে ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল । মানুষকে ভোট দিতে দিচ্ছে না ওরা । কমিশনে অভিযোগ দায়ের করেছি ।"