ETV Bharat / city

অস্ত্রের তুলনায় নিঃশব্দ প্রতিবাদ অনেক বেশি কার্যকর : চন্দ্রিমা - চন্দ্রিমা ভট্টাচার্য

আজ রাজপথে নেমে মুখে কালোও কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা । প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নেত্রী শশী পাঁজা, স্মিতা বক্সি, শিউলি সাহা সহ অন্যরা ।

TMC rally in kolkata
মৌন মিছিলে তৃণমূল নেত্রীরা
author img

By

Published : Feb 6, 2020, 9:02 PM IST

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : CAA ও NRC- র বিরুদ্ধে আজ রাজপথে নেমে প্রতিবাদ সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । প্রতিবাদস্বরূপ মুখে কালো কাপড় বেঁধে কার্যত মৌন মিছিল করল তারা । গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল বৃদ্ধাদেরও ।

CAA বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । আজ রাজপথে নেমে মুখে কালোও কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা । প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নেত্রী শশী পাঁজা, স্মিতা বক্সি, শিউলি সাহা সহ অন্যরা । গোলপার্ক থেকে গড়িয়াহাট হয়ে হাজরা মোড়ে শেষ হয় প্রতিবাদ মিছিল । আজকের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "CAA বিরোধী নিঃশব্দ মিছিলের আয়োজন করেছি আমরা । প্রতিবাদ কখনও অস্ত্র নিয়েও হয়, আবার কখনও নিঃশব্দে হয় । আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিঃশব্দ প্রতিবাদ বেছে নিয়েছি ৷ এর জোর অনেক বেশি ।"

তৃণমূলের মৌন মিছিল

CAA, NRC-র প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ৷ CAA-র বিরোধিতায় দেশ তথা রাজ্যজুড়ে যখন একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে, রেলের ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে- তখন তৃণমূল সুপ্রিমোর গলায় শান্তির বার্তা শোনা গেছে ৷ আজ সেই পথে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করলেন তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা ৷

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : CAA ও NRC- র বিরুদ্ধে আজ রাজপথে নেমে প্রতিবাদ সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । প্রতিবাদস্বরূপ মুখে কালো কাপড় বেঁধে কার্যত মৌন মিছিল করল তারা । গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল বৃদ্ধাদেরও ।

CAA বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । আজ রাজপথে নেমে মুখে কালোও কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা । প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নেত্রী শশী পাঁজা, স্মিতা বক্সি, শিউলি সাহা সহ অন্যরা । গোলপার্ক থেকে গড়িয়াহাট হয়ে হাজরা মোড়ে শেষ হয় প্রতিবাদ মিছিল । আজকের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "CAA বিরোধী নিঃশব্দ মিছিলের আয়োজন করেছি আমরা । প্রতিবাদ কখনও অস্ত্র নিয়েও হয়, আবার কখনও নিঃশব্দে হয় । আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিঃশব্দ প্রতিবাদ বেছে নিয়েছি ৷ এর জোর অনেক বেশি ।"

তৃণমূলের মৌন মিছিল

CAA, NRC-র প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ৷ CAA-র বিরোধিতায় দেশ তথা রাজ্যজুড়ে যখন একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে, রেলের ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে- তখন তৃণমূল সুপ্রিমোর গলায় শান্তির বার্তা শোনা গেছে ৷ আজ সেই পথে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করলেন তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা ৷

Intro:কলকাতা, ৬ ফেব্রুয়ারি : CAA ও NRC - র বিরুদ্ধে আজ রাজপথে নেমে প্রতিবাদ সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। প্রতিবাদস্বরূপ মুখে কালো কাপড় বেঁধে কার্যত মৌন মিছিল করল তারা। গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গিয়েছিল বৃদ্ধাদেরও।


Body:CAA বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ রাজপথে নেমে মুখে কালোও কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করল মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা। প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজা, স্মিতা বক্সী, শিউলি সহ অন্যান্যরা। গোলপার্ক থেকে গড়িয়া হাট হয়ে হাজরা মোড়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। আজকের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "আমাদের আজ CAA বিরোধী নিঃশব্দ মিছিল । প্রতিবাদ কখনো ভাষায় হয়, প্রতিবাদ কখনো নিঃশব্দে হয়। এগুলো জোর অনেক বেশি। অস্ত্রশস্ত্র নয়। এই প্রতিবাদ গুলো আসল প্রতিবাদ। নেত্রী আমাদের এই কর্মসূচি দিয়েছে। আমরা CAA র বিরুদ্ধে প্রতিবাদ করছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.