কলকাতা, ৬ ফেব্রুয়ারি : CAA ও NRC- র বিরুদ্ধে আজ রাজপথে নেমে প্রতিবাদ সংগঠিত করল তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন । প্রতিবাদস্বরূপ মুখে কালো কাপড় বেঁধে কার্যত মৌন মিছিল করল তারা । গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল বৃদ্ধাদেরও ।
CAA বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস । আজ রাজপথে নেমে মুখে কালোও কাপড় বেঁধে মৌন প্রতিবাদ মিছিল সংগঠিত করলেন মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা । প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নেত্রী শশী পাঁজা, স্মিতা বক্সি, শিউলি সাহা সহ অন্যরা । গোলপার্ক থেকে গড়িয়াহাট হয়ে হাজরা মোড়ে শেষ হয় প্রতিবাদ মিছিল । আজকের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "CAA বিরোধী নিঃশব্দ মিছিলের আয়োজন করেছি আমরা । প্রতিবাদ কখনও অস্ত্র নিয়েও হয়, আবার কখনও নিঃশব্দে হয় । আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিঃশব্দ প্রতিবাদ বেছে নিয়েছি ৷ এর জোর অনেক বেশি ।"
CAA, NRC-র প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ৷ CAA-র বিরোধিতায় দেশ তথা রাজ্যজুড়ে যখন একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে, রেলের ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে- তখন তৃণমূল সুপ্রিমোর গলায় শান্তির বার্তা শোনা গেছে ৷ আজ সেই পথে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করলেন তৃণমূলের মহিলা সংগঠনের নেত্রী ও কর্মীরা ৷