ETV Bharat / city

TMC Wins : দমদম থেকে ভাটপাড়া, চার পৌরসভার চার ওয়ার্ডেই জিতল তৃণমূল - সিপিএম

দমদম, দক্ষিণ দমদম, পানিহাটি ও ভাটপাড়া পৌরসভার চার পৌরসভার চার ওয়ার্ডেই জিতল তৃণমূল (TMC wins in four wards of Four Municipalities in North 24 Parganas) ৷ বুধবার এই ফল প্রকাশিত হয়েছে ৷ ভোট হয়েছিল গত 26 জুন ৷

TMC wins in four wards of Four Municipalities in North 24 Parganas
TMC Wins : দমদম থেকে ভাটপাড়া, চার পৌরসভার চার ওয়ার্ডেই জিতল তৃণমূল
author img

By

Published : Jun 29, 2022, 3:08 PM IST

বারাকপুর, 29 জুন : উত্তর 24 পরগনার চারটি পৌরসভার চারটি ওয়ার্ডেই জয় পেল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ গত 26 জুন ওই চার ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয় ৷ একটিতে উপ-নির্বাচন হয়েছিল ৷ বাকি তিনটিতে বকেয়া ভোট নেওয়া হয় ৷

দমদম পৌরসভার (Dum Dum Municipality) চার নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূলের তাপস রায় ৷ ওই ওয়ার্ডে পৌরসভা ভোটের ঠিক আগে সিপিআই প্রার্থী মারা যান ৷ তাই ভোট স্থগিত রাখা হয় ৷ তাপস রায় 3459 ভোটের জয়ী হয়েছেন ৷ অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার (South Dum Dum Municipality) 29 নম্বর ওয়ার্ডে আইনি জটিলতার জেরে ভোট হয়নি ৷ সেই ওয়ার্ডে জিতেছেন তৃণমূলের বনশ্রী চট্টোপাধ্যায় ৷ তিনি 10483 ভোট পেয়ে জয়ী হয়েছেন ৷

ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) 3 নম্বর ওয়ার্ডে ভোটের দু’দিন আগেই সিপিআইএমের প্রার্থী মারা যাওয়ায় ভোট হয়নি । এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী কনকলতা দাস 1389 ভোট পেয়ে জয়ী হন ।

তবে উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার (Panihati Municipality) 8 নম্বর ওয়ার্ডের দিকে নজর ছিল সবচেয়ে বেশি ৷ কারণ, গত 13 মার্চ ওই ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন হন (TMC Councilor Anupam Dutta Murder Case) ৷ ভরসন্ধ্যায় তাঁকে গুলি করে খুন করা হয় ৷ সেই কারণে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন হয় ৷ তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত অনুপমের স্ত্রী মীনাক্ষী দাস দত্ত ৷ তিনি 3159 ভোটে জয়ী হয়েছেন ৷

TMC Wins : দমদম থেকে ভাটপাড়া, চার পৌরসভার চার ওয়ার্ডেই জিতল তৃণমূল

জয়ী প্রার্থীরা প্রত্যেকেই দাবি করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) জয় । আগামিদিনে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ অন্যদিকে গণনা কেন্দ্রে এসে তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (TMC MLA Partha Bhowmick) জানান, এই ভোটের ফল প্রমাণ করে যে ধর্ম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করেন না । তার জন্যই এখানে বিজেপি (BJP) ধরাশায়ী হয়েছে । এবং এখানে কংগ্রেস আগামিদিনে উঠে আসবে৷ কিন্তু বিজেপির কোনও জায়গা নেই ।

যদিও বিরোধী বিজেপি ও সিপিএম (CPIM) প্রার্থীরা দাবি করেন, ভোটের নামে প্রহসন করা হয়েছে । এটা প্রশাসকের ভোট । ভোট গ্রহণের দিন থেকে এবং গণনা দিন পর্যন্ত তাঁদের কোনও কথা নির্বাচন কমিশন (Bengal Election Commission) কর্ণপাত করেনি । এক এক জন 4-5টা করে ছাপ্পা ভোট দিয়েছে । ব্যালটে সই নিয়েও প্রশ্ন তোলা হয় ।

আরও পড়ুন : GTA Election Result 2022: জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, এগিয়ে বিজিপিএম; টক্কর দিচ্ছে হামরো পার্টি

বারাকপুর, 29 জুন : উত্তর 24 পরগনার চারটি পৌরসভার চারটি ওয়ার্ডেই জয় পেল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ গত 26 জুন ওই চার ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয় ৷ একটিতে উপ-নির্বাচন হয়েছিল ৷ বাকি তিনটিতে বকেয়া ভোট নেওয়া হয় ৷

দমদম পৌরসভার (Dum Dum Municipality) চার নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূলের তাপস রায় ৷ ওই ওয়ার্ডে পৌরসভা ভোটের ঠিক আগে সিপিআই প্রার্থী মারা যান ৷ তাই ভোট স্থগিত রাখা হয় ৷ তাপস রায় 3459 ভোটের জয়ী হয়েছেন ৷ অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার (South Dum Dum Municipality) 29 নম্বর ওয়ার্ডে আইনি জটিলতার জেরে ভোট হয়নি ৷ সেই ওয়ার্ডে জিতেছেন তৃণমূলের বনশ্রী চট্টোপাধ্যায় ৷ তিনি 10483 ভোট পেয়ে জয়ী হয়েছেন ৷

ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) 3 নম্বর ওয়ার্ডে ভোটের দু’দিন আগেই সিপিআইএমের প্রার্থী মারা যাওয়ায় ভোট হয়নি । এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী কনকলতা দাস 1389 ভোট পেয়ে জয়ী হন ।

তবে উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার (Panihati Municipality) 8 নম্বর ওয়ার্ডের দিকে নজর ছিল সবচেয়ে বেশি ৷ কারণ, গত 13 মার্চ ওই ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন হন (TMC Councilor Anupam Dutta Murder Case) ৷ ভরসন্ধ্যায় তাঁকে গুলি করে খুন করা হয় ৷ সেই কারণে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন হয় ৷ তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত অনুপমের স্ত্রী মীনাক্ষী দাস দত্ত ৷ তিনি 3159 ভোটে জয়ী হয়েছেন ৷

TMC Wins : দমদম থেকে ভাটপাড়া, চার পৌরসভার চার ওয়ার্ডেই জিতল তৃণমূল

জয়ী প্রার্থীরা প্রত্যেকেই দাবি করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) জয় । আগামিদিনে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ অন্যদিকে গণনা কেন্দ্রে এসে তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (TMC MLA Partha Bhowmick) জানান, এই ভোটের ফল প্রমাণ করে যে ধর্ম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করেন না । তার জন্যই এখানে বিজেপি (BJP) ধরাশায়ী হয়েছে । এবং এখানে কংগ্রেস আগামিদিনে উঠে আসবে৷ কিন্তু বিজেপির কোনও জায়গা নেই ।

যদিও বিরোধী বিজেপি ও সিপিএম (CPIM) প্রার্থীরা দাবি করেন, ভোটের নামে প্রহসন করা হয়েছে । এটা প্রশাসকের ভোট । ভোট গ্রহণের দিন থেকে এবং গণনা দিন পর্যন্ত তাঁদের কোনও কথা নির্বাচন কমিশন (Bengal Election Commission) কর্ণপাত করেনি । এক এক জন 4-5টা করে ছাপ্পা ভোট দিয়েছে । ব্যালটে সই নিয়েও প্রশ্ন তোলা হয় ।

আরও পড়ুন : GTA Election Result 2022: জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, এগিয়ে বিজিপিএম; টক্কর দিচ্ছে হামরো পার্টি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.