ETV Bharat / city

Mohammed Salim on Rampurhat Incident : তৃণমূলকে শেষ করছে তৃণমূলই, দাবি সেলিমের

author img

By

Published : Mar 22, 2022, 3:34 PM IST

রামপুরহাটে উপপ্রধান খুনে তৃণমূলকে নিশানা করলেন মহম্মদ সেলিম (Mohammed Salim on Rampurhat TMC Leader Death) ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীশূন্য রাজ্য করতে চেয়েছিলেন ৷ এ বার তাঁর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই ওই দলটিকে শূন্য করে দেবে বলে নিশানা করলেন সেলিম (TMC will Finish for Their Inner Calsh Says Mohammed Salim) ৷

TMC will Finish for Their Inner Calsh Says Mohammed Salim
TMC will Finish for Their Inner Calsh Says Mohammed Salim

কলকাতা, 22 মার্চ : তৃণমূলই তৃণমূলকে শেষ করে দিচ্ছে ৷ রামপুরহাটে উপপ্রধানকে বোমা মেরে হত্যা এবং তাঁর পাল্টা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim on Rampurhat TMC Leader Death) ৷ অভিযোগ করলেন, তৃণমূলের নেতৃত্ব বেআইনি বালি খাদান ও টোল ট্যাক্সের টাকার ভাগ নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েননি সেলিম ৷

এ দিন সেলিম অভিযোগ করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীশূন্য করতে চেয়েছিলেন ৷ এখন তৃণমূলই তৃণমূলকে শূন্য করে দিচ্ছে (TMC will Finish for Their Inner Calsh Says Mohammed Salim) ৷’’ তাঁর অভিযোগ বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে বেআইনি খাদান ও টোল ট্যাক্স তোলা হচ্ছে ৷ এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা রয়েছে বলেও এ দিন অভিযোগ করেছেন সেলিম ৷ সেই খাদান ও টোলট্যাক্সের টাকার ভাগ নিয়েই বিবাদের জেরে 10 জনকে খুন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম’র রাজ্য সম্পাদক ৷ একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন সেলিম ৷ এ প্রসঙ্গে, পানিহাটি ও ঝালদা পৌরসভায় কাউন্সিলর খুনের ঘটনাও তুলে ধরেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : মুখ্য়মন্ত্রীর নির্দেশে অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ

রামপুরহাটের বগডুই গ্রামে কত বোমা ও অস্ত্র আছে, তা পুলিশ তল্লাশি চালিয়ে বের করুক বলে, দাবি জানান মহম্মদ সেলিম ৷ তাঁর কথায়, তৃণমূলের বিভিন্ন গুদাম ঘরে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে ৷ বগডুই গ্রাম ঘিরে পুলিশ তল্লাশি চালালে প্রচুর অস্ত্র উদ্ধার হবে বলে দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি উপপ্রধানের মৃত্যু ও তার জেরে প্রায় 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ৷ দুই ঘটনায় মৃতদের যেন তাঁদের ধর্মের বিচারে না দেখা হয়, সেই আবেদন করেছেন মহম্মদ সেলিম ৷ মানুষ মারা যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যেন তদন্ত করা হয় ৷ পুলিশ প্রশাসনের কাছে আবেদন সেলিমের ৷

কলকাতা, 22 মার্চ : তৃণমূলই তৃণমূলকে শেষ করে দিচ্ছে ৷ রামপুরহাটে উপপ্রধানকে বোমা মেরে হত্যা এবং তাঁর পাল্টা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim on Rampurhat TMC Leader Death) ৷ অভিযোগ করলেন, তৃণমূলের নেতৃত্ব বেআইনি বালি খাদান ও টোল ট্যাক্সের টাকার ভাগ নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েননি সেলিম ৷

এ দিন সেলিম অভিযোগ করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীশূন্য করতে চেয়েছিলেন ৷ এখন তৃণমূলই তৃণমূলকে শূন্য করে দিচ্ছে (TMC will Finish for Their Inner Calsh Says Mohammed Salim) ৷’’ তাঁর অভিযোগ বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে বেআইনি খাদান ও টোল ট্যাক্স তোলা হচ্ছে ৷ এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা রয়েছে বলেও এ দিন অভিযোগ করেছেন সেলিম ৷ সেই খাদান ও টোলট্যাক্সের টাকার ভাগ নিয়েই বিবাদের জেরে 10 জনকে খুন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম’র রাজ্য সম্পাদক ৷ একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন সেলিম ৷ এ প্রসঙ্গে, পানিহাটি ও ঝালদা পৌরসভায় কাউন্সিলর খুনের ঘটনাও তুলে ধরেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : মুখ্য়মন্ত্রীর নির্দেশে অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ

রামপুরহাটের বগডুই গ্রামে কত বোমা ও অস্ত্র আছে, তা পুলিশ তল্লাশি চালিয়ে বের করুক বলে, দাবি জানান মহম্মদ সেলিম ৷ তাঁর কথায়, তৃণমূলের বিভিন্ন গুদাম ঘরে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে ৷ বগডুই গ্রাম ঘিরে পুলিশ তল্লাশি চালালে প্রচুর অস্ত্র উদ্ধার হবে বলে দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি উপপ্রধানের মৃত্যু ও তার জেরে প্রায় 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ৷ দুই ঘটনায় মৃতদের যেন তাঁদের ধর্মের বিচারে না দেখা হয়, সেই আবেদন করেছেন মহম্মদ সেলিম ৷ মানুষ মারা যাচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যেন তদন্ত করা হয় ৷ পুলিশ প্রশাসনের কাছে আবেদন সেলিমের ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.