কলকাতা, ১৫ মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে । তৃণমূলের অভিযোগ, BJP-র গুন্ডারা মূর্তি ভেঙেছে । আর BJP বলছে, রাজ্যের শাসকদল নিজেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে । এই চাপানউতোরের মধ্যেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে নিজের সোশাল সাইটের প্রোফাইল পিকচার বদলে ফেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের অফিশিয়াল ফেসবুক ও টুইটারের প্রোফাইল পিকচারে বিদ্যাসাগরের ছবি লাগালেন ।
শুধু নিজেই নয় । তৃণমূল নেত্রী দলের অন্য নেতাদেরও প্রোফাইল পিকচারে বিদ্যাসাগরের ছবি দেওয়ার নির্দেশ দেন । সেইমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েনরা তাঁদের সোশাল সাইটে প্রোফাইল পিকচারে বিদ্যাসাগরের ছবি দেন । তৃণমূলের অফিশিয়াল টুইটার ও ফেসবুকের প্রোফাইল পিকচারও পরিবর্তন করা হয় ।
১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট । রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ হবে । তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতেই প্রোফাইল পিকচার পরিবর্তন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।