কলকাতা, ৫ মার্চ : নারী দিবসে মিছিল করছে তৃণমূল কংগ্রেস। ৮ মার্চ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হচ্ছে এই মিছিল। মিছিলে হাঁটবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পা মেলাবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরাও।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। রাজ্যজুড়ে বিশেষ এই দিনটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শহরে বৃহত্তর মিছিলের কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসকদল। দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে যোগ দেবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এই মিছিলে মহিলা নেত্রীদের ভূমিকাও থাকবে বিশেষ উল্লেখযোগ্য।
চলতি বছরে এখনও পর্যন্ত একটি মিছিলে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছিল শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্যের মিছিল। কয়েকদিন আগে মোমবাতি হাতে নিয়ে নীরব মিছিল করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারে নারী দিবসে এই মিছিল কর্মসূচিকে সামনে রেখে নরেন্দ্র মোদি, অমিত শাহদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলবেন তৃণমূল নেত্রী।