কলকাতা, 25 অগস্ট: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ড (Bilkis Bano Gangrape Case) ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার রাজপথে নামল তৃণমূলের মহিলা সংগঠন । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজার নেতৃত্বে বৃহস্পতিবার মহামিছিলের আয়োজন করা হয় । এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহু মহিলা সমর্থকেরা ।
এদিনের মিছিল (TMC Rally) শুরু হয় বিড়লা প্লানেটরিয়াম থেকে শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে। মিছিলে অংশ নেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী শশী পাঁজা ৷ এছাড়াও ছিলেন সাংসদ মালা রায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও বিধায়ক রত্না চট্টোপাধ্যায় । এই মিছিল থেকে বিলকিস গণধর্ষণকাণ্ডে দোষীদের পুণরায় গারদের পিছনে পাঠানোর দাবি ওঠে । বৃহস্পতিবারের মিছিলে প্রধান মুখ ছিলেন শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য ।
শশী পাঁজা বলেন," বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে কী করে গুজরাত সরকার তাদের শাস্তি না-দিয়ে মুক্তি দিল ৷ ধর্ষণকারীদের কী করে স্বাগত জানানো হলো, তা আমরা বুঝতে পারলাম না ৷ তার উপর বিজেপি বলে তারা তো ব্রাক্ষণ মানুষ, সংস্কারী মানুষ ৷ শাস্তি না দিয়ে বরং 15 অগস্ট সেই 10 জন ধর্ষণকারীকে ক্লিনচিট দেওয়া হয়েছে ৷ ভারতবর্ষে নারীরা সুরক্ষিত নয় ।"
আরও পড়ুন: বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে চুপ মমতা, মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন বিদ্বজনদের
পাশাপাশি দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে এদিন প্রতিবাদ দেখায় তৃণমূলের মহিলা সংগঠন ৷ দ্রব্যমূল্যের বৃদ্ধি ইস্যুতে রাজ্য ও কেন্দ্র সরকারের বাকবিতণ্ড তুঙ্গে । কেন্দ্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ট্যাক্স কমাচ্ছে না । তবে অন্যদিকে এই বিষয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গরুপাচার কাণ্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে লাভ নেই । আমাদের মুখপাত্র কুণাল ঘোষ আগেই জানিয়েছেন, এই গরুপাচার কাণ্ডে বিএসএফের একটা বড় ভূমিকা রয়েছে । অন্যরাজ্য থেকে যে গরু পাচার হচ্ছে ৷ সেক্ষেত্রে বিএসএফ এখনও পর্যন্ত কোনও ভূমিকা নিতে পারেনি । জিনিসপত্রের দাম কমছে না । দাম কমানো তো আমাদের হাতে নেই । কিন্তু যতদিন না দাম কমছে, আমরা প্রতিবাদ চালিয়ে যাব । প্রতিবাদ করাটা আমাদের অধিকার । এর পরেও যদি দাম না-কমানো হয় তাহলে সে ব্যর্থতা কেন্দ্র সরকারের । আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে । আমরা রাস্তায় আছি রাস্তাতেই থাকব ।"