কলকাতা, 16 নভেম্বর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবারে দলীয় মুখপাত্রদের দায়িত্ব ভাগ করে দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দলের রাজ্যসভার বর্ষীয়ান সাংসদরা তৃণমূল ভবনের "মিডিয়া সেল"-এ উপস্থিত থেকে তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাতে সর্বভারতীয় স্তরে দলের অবস্থান ও ভূমিকার কথা তুলে ধরবেন তাঁরা।
সম্প্রতি, তৃণমূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে বৃহত্তর মিডিয়া সেন্টার। এই মিডিয়া সেন্টারে কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে ইতিমধ্যেই কাজ করছেন দলের তরুণ তুর্কি সদস্যরা। এবারে তৃণমূল ভবনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের অভিজ্ঞ ও বর্ষীয়ান সাংসদ ও নেতারা নিয়মিত উপস্থিত থাকবেন দলের সদর কার্যালয়ে। জানা গেছে, সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে একদম শেষ দিন শনিবার পর্যন্ত তৃণমূল ভবনে উপস্থিত থেকে দলের তরফ থেকে বক্তব্য জানাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তবে সোম থেকে শনিবার পর্যন্ত ভাগ করে সুখেন্দুবাবুর সঙ্গে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য পেশ করবেন আরও কয়েকজন নেতা - নেত্রী।
মঙ্গলবার উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজার। বুধবার উপস্থিত থাকবেন ওম প্রকাশ মিশ্র। বৃহস্পতিবার নির্বেদ রায়। শনিবার নাদিমুল হক। এরা ছাড়াও সপ্তাহে একদিন করে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। ক্রমাগত BJP সহ বিরোধীদের করে চলা রাজনৈতিক সমালোচনার পাল্টা জবাব দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস মিডিয়া সেলকে ঢেলে সাজিয়ে তুলছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ।