ETV Bharat / city

Jawhar Sircar একদিক পচে গিয়েছে, নিজের দল প্রসঙ্গেই বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার - Jawhar Sircar speaks on TMC

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে জহর সরকার জানান তৃণমূলের একপাশ পচে গিয়েছে (Jawhar Sircar speaks on TMC) ৷ যদিও তিনি মনে করেন, বিজেপির বিরুদ্ধে লড়তে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই (Jawhar Sircar on Mamata Banerjee) ৷

TMC MP Jawhar Sircar
ETV Bharat
author img

By

Published : Aug 29, 2022, 10:43 PM IST

কলকাতা, 29 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে সোমবার যখন আত্মবিশ্বাসের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 2024 লোকসভা নির্বাচনে আর ক্ষমতায় ফিরবে না মোদি সরকার । ঠিক সেদিনই তাঁর দলেরই সংসদের বিস্ফোরক মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ।

দলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অর্থ সম্ভার দেখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, "একপাশ পচা শরীর নিয়ে 24য়ে লড়াই করা যাবে না ।" মোদি সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত জহর সরকার (TMC MP Jawhar Sircar) বরাবরই স্পষ্ট বক্তা । এই নিয়ে তাঁর যথেষ্ট সুনামও রয়েছে । সাদাকে সাদা, কালোকে কালো বলতেই অভ্যস্ত তিনি ।

আরও পড়ুন: চার পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা প্রসঙ্গে বললেন অভিষেক

মেয়ো রোডে দাঁড়িয়ে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে রীতিমতো মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, "এসবই বিজেপি'র চক্রান্ত । আসলে এসব তৃণমূলকে অপদস্ত করার চক্রান্ত ।" আর এইদিনই জহর সরকার বলছেন, "টিভিতে দেখা যাচ্ছে মানুষের টাকা লুঠ করে এক মন্ত্রী তাঁর বান্ধবীকে অলঙ্কৃত করছেন । যা দেখে গা শিরশির করছে । তৃণমূলের এক সাইড পচে গিয়েছে । এই পচা শরীর নিয়ে 2024 লোকসভা ভোটে লড়াই করা মুশকিল হবে ।" সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এটুকু বলেই থেমে যাননি এই তৃণমূল সাংসদ (Jawhar Sircar)। তিনি আরও বলেন, "ঘটনাটা যখন টিভিতে দেখলাম, বিশ্বাসই হয়নি । কারও বাড়িতে এত টাকা থাকতে পারে তা আমার কল্পনার অতীত। এই ঘটনার পর তো বাড়ি থেকে চাপ আসছে, রাজনীতি ছেড়ে দাও । বন্ধুবান্ধররাও বলছে, কীরে কত টাকা পেলি (Jawhar Sircar criticises some TMC Leaders)?"

আরও পড়ুন: দিলীপ, শুভেন্দুদের নাম করে আক্রমণ অভিষেকের

যদিও এরপরেও আশা ছাড়ছেন না এই দুঁদে আমলা । কারণ এক্ষেত্রে তাঁর ভরসা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর । এদিন রাখ ঢাক না করেই তিনি বলেন, "আমি রাজনীতির লোক নই । রাজনীতিতেও বিশেষ আগ্রহী নই । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন । আমি মনে করি দেশের স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে এখনও কেউ যদি লড়তে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই । মানুষ এখনও বিশ্বাস করে, মমতা লড়ে দেখাতে পারবেন । আমি এখনও বিশ্বাস করি, উনি পারবেন । যদি কখনও মনে হয় পারবেন না, আমার আর থাকার দরকার নেই । সব ছেড়ে দেব ।" তিনি মনে করেন, দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজদের সরাতে দ্রুত শুদ্ধিকরণ দরকার । তবেই 24 এর লড়াই হবে । মানুষের বিশ্বাসকে গুরুত্ব দিতে হবে । এদিন তিনি জহর সরকারও স্পষ্ট করে দিয়েছেন, লড়াই ছেড়ে পালিয়ে যেতে তিনি চান না । বাংলার মুখ্যমন্ত্রী প্রতি তিনি এখনও আস্থাশীল । সেক্ষেত্রে মোদি সরকারকে হঠাতে লড়াই চালিয়ে যাবেন তিনি ।

কলকাতা, 29 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে সোমবার যখন আত্মবিশ্বাসের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 2024 লোকসভা নির্বাচনে আর ক্ষমতায় ফিরবে না মোদি সরকার । ঠিক সেদিনই তাঁর দলেরই সংসদের বিস্ফোরক মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ।

দলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অর্থ সম্ভার দেখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, "একপাশ পচা শরীর নিয়ে 24য়ে লড়াই করা যাবে না ।" মোদি সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত জহর সরকার (TMC MP Jawhar Sircar) বরাবরই স্পষ্ট বক্তা । এই নিয়ে তাঁর যথেষ্ট সুনামও রয়েছে । সাদাকে সাদা, কালোকে কালো বলতেই অভ্যস্ত তিনি ।

আরও পড়ুন: চার পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা প্রসঙ্গে বললেন অভিষেক

মেয়ো রোডে দাঁড়িয়ে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে রীতিমতো মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, "এসবই বিজেপি'র চক্রান্ত । আসলে এসব তৃণমূলকে অপদস্ত করার চক্রান্ত ।" আর এইদিনই জহর সরকার বলছেন, "টিভিতে দেখা যাচ্ছে মানুষের টাকা লুঠ করে এক মন্ত্রী তাঁর বান্ধবীকে অলঙ্কৃত করছেন । যা দেখে গা শিরশির করছে । তৃণমূলের এক সাইড পচে গিয়েছে । এই পচা শরীর নিয়ে 2024 লোকসভা ভোটে লড়াই করা মুশকিল হবে ।" সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এটুকু বলেই থেমে যাননি এই তৃণমূল সাংসদ (Jawhar Sircar)। তিনি আরও বলেন, "ঘটনাটা যখন টিভিতে দেখলাম, বিশ্বাসই হয়নি । কারও বাড়িতে এত টাকা থাকতে পারে তা আমার কল্পনার অতীত। এই ঘটনার পর তো বাড়ি থেকে চাপ আসছে, রাজনীতি ছেড়ে দাও । বন্ধুবান্ধররাও বলছে, কীরে কত টাকা পেলি (Jawhar Sircar criticises some TMC Leaders)?"

আরও পড়ুন: দিলীপ, শুভেন্দুদের নাম করে আক্রমণ অভিষেকের

যদিও এরপরেও আশা ছাড়ছেন না এই দুঁদে আমলা । কারণ এক্ষেত্রে তাঁর ভরসা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর । এদিন রাখ ঢাক না করেই তিনি বলেন, "আমি রাজনীতির লোক নই । রাজনীতিতেও বিশেষ আগ্রহী নই । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন । আমি মনে করি দেশের স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে এখনও কেউ যদি লড়তে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই । মানুষ এখনও বিশ্বাস করে, মমতা লড়ে দেখাতে পারবেন । আমি এখনও বিশ্বাস করি, উনি পারবেন । যদি কখনও মনে হয় পারবেন না, আমার আর থাকার দরকার নেই । সব ছেড়ে দেব ।" তিনি মনে করেন, দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজদের সরাতে দ্রুত শুদ্ধিকরণ দরকার । তবেই 24 এর লড়াই হবে । মানুষের বিশ্বাসকে গুরুত্ব দিতে হবে । এদিন তিনি জহর সরকারও স্পষ্ট করে দিয়েছেন, লড়াই ছেড়ে পালিয়ে যেতে তিনি চান না । বাংলার মুখ্যমন্ত্রী প্রতি তিনি এখনও আস্থাশীল । সেক্ষেত্রে মোদি সরকারকে হঠাতে লড়াই চালিয়ে যাবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.